কোচবিহার, 29 ফেব্রুয়ারি : ভোটের মুখে কর্মী নিয়োগ করছে কোচবিহার পৌরসভা । যার জেরে শুরু হয়েছে বিতর্ক । এনিয়ে শাসক ও বিরোধী দলের সদস্যদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতির তরজা ৷ বিরোধীদের অভিযোগ, পৌরসভা নির্বাচনকে মাথায় রেখে নিজেদের ভোট ব্যাঙ্কের জন্য এখন নিয়োগ করছে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে পৌরসভা কর্তৃপক্ষ ৷
পৌরসভা সূত্রে খবর, আগামী সপ্তাহে 14টি স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে । বিরোধী BJP ও CPI(M)-এর প্রশ্ন, পৌরভোটের আগে কেন নিয়োগের পথে হাঁটছে শাসকদল ? CPI(M)-র কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মহানন্দ সাহা বলেন, "পৌরসভায় কর্মী নিয়োগ হতেই পারে । কিন্তু নির্বাচনের আগে নিয়োগ ঠিক নয় ।"
এই প্রসঙ্গে BJP-র জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, "এর আগে নিয়োগের সময় পৌরসভার অস্থায়ী কর্মীদের মধ্যে থেকে নিয়োগ না করে শাসকদলের কাউন্সিলরের ঘনিষ্ঠদের চাকরি হয়েছে । এবার নির্বাচনের আগে এই নিয়োগ প্রক্রিয়া সামনে এনে ভোটে ফায়দা লুটতে চাইছে তৃণমূল কংগ্রেস ।"
যদিও অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং ৷ তিনি জানান, "পৌরসভায় কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক আগেই । সম্প্রতি তার অনুমোদন মিলেছে ।"
প্রসঙ্গত, মাস ছয়েক আগে পৌরসভায় 38 জন স্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছিল । বিরোধী পক্ষের অভিযোগ, শাসকদলের কাউন্সিলর ও আধিকারিকদের একাধিক ঘনিষ্ঠদের সেসময় নেওয়া হয় । বিষয়টি নিয়ে বিরোধীরা আন্দোলন করলেও তাতে কর্ণপাত করেনি পৌর কর্তৃপক্ষ ।