কোচবিহার, 14 জুন : লোকসভা ভোটের পর থেকেই অশান্ত হয়ে উঠেছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । ভাঙচুর হয়েছে বাড়ি ও পার্টি অফিস । তেমনই এক ভাঙচুর হওয়া তৃণমূলের পার্টি অফিস পরিদর্শনে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রবীন্দ্রনাথ ঘোষ ।
ঘটনাস্থানে দলীয় কর্মীদের কাছে হাত জোড় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য তথা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় । স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কারণেই কোচবিহারের এমন পরিস্থিতি ।
গতকাল বিকেলে কোচবিহার মাথাভাঙার পচাগড় মোড়ে ভাঙচুর হওয়া কার্যালয় পরিদর্শনে আসেন তৃণমূলের প্রতিনিধিরা । আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে তৃণমূল সাংসদদের একটি প্রতিনিধি দল নিয়ে কোচবিহারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রবীন্দ্রনাথ ঘোষ । উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণও ।
তুফানগঞ্জ এলাকা পরিদর্শনের পর সিতাইয়ে যাওয়ার কথা থাকলেও গন্ডগোলের আশঙ্কায় মাঝপথ থেকেই ফিরে আসেন । এরপর মাথাভাঙা পচাগড় মোড়ে ভাঙচুর হওয়া তৃণমূল কার্যালয় পরিদর্শনে গেলে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের । রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কর্মীরা । সেইসময় কার্যত চুপ থাকতে দেখা যায় কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতিকে । এরপর হাত জোড় করে কর্মীদের এক হয়ে কাজ করা আহ্বান জানান প্রসূন মুখোপাধ্যায় । কর্মীদের উদ্দেশে বলেন, "তোমরা সবাই দিদিকে দেখে এসেছ । হাত জোড় করে বলছি আমরা সবাই এক হয়ে কাজ করব ।" প্রসূনের বক্তব্যের মাঝেও ক্ষোভ উগরে দেন কর্মীরা ।