ETV Bharat / state

TMC Coochbehar Core Committee : কোচবিহার তৃণমূল কোর কমিটি তালিকা প্রকাশ, নাম নেই রবীন্দ্রনাথ ঘোষের - প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ

রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পৌরসভার চেয়ারপার্সন ৷ অথচ তিনি বাদ পড়লেন তৃণমূলের জেলা কোর কমিটি থেকে ৷ এতে দলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে (TMC Coochbehar Core Committee) ৷

Cooch Behar Municipality Chairperson Rabindra Nath Ghosh
তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ
author img

By

Published : Apr 23, 2022, 8:59 AM IST

কোচবিহার, 23 এপ্রিল : কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটিতে নাম নেই প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারপার্সন রবীন্দ্রনাথ ঘোষের । এতে জেলা তৃণমূলের ভিতরে কোন্দল দেখা দিয়েছে (Cooch Behar Municipality Chairperson Rabindra Nath Ghosh name missing in Core Committee of Coochbehar District list) । রবীন্দ্রনাথ ঘোষ ছাড়া তালিকা থেকে বাদ পড়েছেন কোচবিহার জেলা কিষাণ ক্ষেতমজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া । এতে ক্ষুব্ধ খোকন মিয়া জানিয়েছেন, তিনি এই কমিটি মানছেন না । যদিও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "তৃণমূলের রাজ্য কমিটির তরফে ওই কমিটি ঘোষণা করা হয়েছে । এ নিয়ে আমার কিছু বলার নেই ।"

মাসখানেক আগে কোচবিহার জেলা তৃণমূলে রদবদল করা হয় । সভাপতি পদে নিয়ে আসা হয় প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে । অন্যদিকে চেয়ারপার্সন করা হয় গিরীন্দ্রনাথ বর্মনকে । এরপর কোর কমিটি নিয়েও জল্পনা চলছিল । শুক্রবার সন্ধেয় কোচবিহার জেলা তৃণমূল রাজ্য কমিটির তরফে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানো হয় জেলা নেতৃত্বের কাছে । সেই তালিকায় কনভেনার হিসেবে রয়েছেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ।

আরও পড়ুন : Rabindra Nath Ghosh: চেয়ারম্যান পদে বসেই বেহাল নিকাশি ব্যবস্থা সংস্কারে উদ্যোগী রবীন্দ্রনাথ

অন্যদের মধ্যে আছেন জেলা তৃণমূল চেয়ারপার্সন গিরীন্দ্রনাথ বর্মন, দিনহাটার বিধায়ক বিধায়ক উদয়ন গুহ, সিতাই-এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রবীণ তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ, নিরঞ্জন দত্ত, মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা, আইএনটিটিইউসি কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন ৷ আশ্চর্যজনকভাবে স্থায়ী সদস্য হিসেবে নাম নেই প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারপার্সন রবীন্দ্রনাথ ঘোষের ।

তবে আমন্ত্রিত সদস্যের তালিকায় জেলার সব পৌরসভার চেয়ারপার্সন, সব শহরের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতিদের নাম রয়েছে । সেদিক থেকে রবীন্দ্রনাথ ঘোষ ওই কমিটিতে থাকলেও তার ভোটাধিকার নেই । আর এই ঘটনাতে তৃণমূলের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে । যদিও প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "ওই তালিকা নিয়ে আমার কিছু বলার নেই । জনগণই আমার মূল্যায়ন করবে ।"

আরও পড়ুন : New Chairman Of Cooch Behar Municipality: কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহার, 23 এপ্রিল : কোচবিহার জেলা তৃণমূলের কোর কমিটিতে নাম নেই প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারপার্সন রবীন্দ্রনাথ ঘোষের । এতে জেলা তৃণমূলের ভিতরে কোন্দল দেখা দিয়েছে (Cooch Behar Municipality Chairperson Rabindra Nath Ghosh name missing in Core Committee of Coochbehar District list) । রবীন্দ্রনাথ ঘোষ ছাড়া তালিকা থেকে বাদ পড়েছেন কোচবিহার জেলা কিষাণ ক্ষেতমজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া । এতে ক্ষুব্ধ খোকন মিয়া জানিয়েছেন, তিনি এই কমিটি মানছেন না । যদিও কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "তৃণমূলের রাজ্য কমিটির তরফে ওই কমিটি ঘোষণা করা হয়েছে । এ নিয়ে আমার কিছু বলার নেই ।"

মাসখানেক আগে কোচবিহার জেলা তৃণমূলে রদবদল করা হয় । সভাপতি পদে নিয়ে আসা হয় প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে । অন্যদিকে চেয়ারপার্সন করা হয় গিরীন্দ্রনাথ বর্মনকে । এরপর কোর কমিটি নিয়েও জল্পনা চলছিল । শুক্রবার সন্ধেয় কোচবিহার জেলা তৃণমূল রাজ্য কমিটির তরফে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানো হয় জেলা নেতৃত্বের কাছে । সেই তালিকায় কনভেনার হিসেবে রয়েছেন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় ।

আরও পড়ুন : Rabindra Nath Ghosh: চেয়ারম্যান পদে বসেই বেহাল নিকাশি ব্যবস্থা সংস্কারে উদ্যোগী রবীন্দ্রনাথ

অন্যদের মধ্যে আছেন জেলা তৃণমূল চেয়ারপার্সন গিরীন্দ্রনাথ বর্মন, দিনহাটার বিধায়ক বিধায়ক উদয়ন গুহ, সিতাই-এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, প্রবীণ তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ, নিরঞ্জন দত্ত, মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেবশর্মা, আইএনটিটিইউসি কোচবিহার জেলা সভাপতি পরিমল বর্মন ৷ আশ্চর্যজনকভাবে স্থায়ী সদস্য হিসেবে নাম নেই প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারপার্সন রবীন্দ্রনাথ ঘোষের ।

তবে আমন্ত্রিত সদস্যের তালিকায় জেলার সব পৌরসভার চেয়ারপার্সন, সব শহরের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতিদের নাম রয়েছে । সেদিক থেকে রবীন্দ্রনাথ ঘোষ ওই কমিটিতে থাকলেও তার ভোটাধিকার নেই । আর এই ঘটনাতে তৃণমূলের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে । যদিও প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "ওই তালিকা নিয়ে আমার কিছু বলার নেই । জনগণই আমার মূল্যায়ন করবে ।"

আরও পড়ুন : New Chairman Of Cooch Behar Municipality: কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.