দিনহাটা, 24 অগস্ট: তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মুখে চাকু মারার অভিযোগ উঠল গ্রামের প্রধানের স্বামীর বিরুদ্ধে (Pradhan husband accused of stabbing panchayat member)। বুধবার দুপুরে দিনহাটা থানার অন্তর্গত গিতালদহে এই ঘটনাটি ঘটেছে । গুরুতর জখম অবস্থায় আজিদুল হক নামে ওই পঞ্চায়েত সদস্য বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
আজিদুল হক বলেন, "এদিন একটি গণ্ডগোলের খবর পেয়ে গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভোরাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে যাই ৷ হঠাতই প্রধান বিজলি খাতুন বিবির স্বামী মাফুজার রহমান মুখের মধ্যে চাকু মেরে পালিয়ে যায় ।" যদিও অভিযুক্ত মাফুজার রহমান বলেন, "অভিযোগ ভিত্তিহীন। আজিদুল হক একটি গাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় বসেছিল । সেখান থেকে বের হতে গেলে মুখে আঘাত পায় ।"
ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটা -1 ব্লকে তৃণমূলের গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের । মূলত ক্ষমতা দখলকে কেন্দ্র করে এই বিরোধ (TMC Factionalism)। আর যার জেরে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বিরোধী গোষ্ঠীর ব্লক সভাপতি সঞ্জয় বর্মনকে সরিয়ে দেওয়া হয় । সেখানে নিয়ে আসা হয় বিধায়ক (MLA) ঘনিষ্ঠ সুধাংশু রায়কে ।
আরও পড়ুন: দিনহাটায় বিদ্যুৎ বণ্টন দফতরের আধিকারিককে সামাজিক বয়কটের হুমকি আইএনটিটিইউসির
গত শনিবার সুধাংশু রায়ের নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন বিধায়ক ঘনিষ্ঠরা । এরপরই বিরোধীদের নানাভাবে ভয় দেখাতে শুরু করে বলে অভিযোগ । বুধবার দুপুরে গিতালদহ পশ্চিম ভোরাম প্রাইমারি স্কুলের সামনে একটি চারচাকা গাড়ি করে যাচ্ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য আজিদুল হক । হঠাৎই তাঁকে দেখতে পেয়ে প্রধানের স্বামী মাফুজার রহমান গাড়ি থেকে নামান এবং চাকু মারেন বলে অভিযোগ । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।