ETV Bharat / state

Locals Attack Police: গরুচোর সন্দেহে আটককে উদ্ধারে গিয়ে কোচবিহারে আক্রান্ত পুলিশ, ভাঙচুর করা হল গাড়ি - পুণ্ডিবাড়ি থানা

কোচবিহারে ক্ষিপ্ত জনতার হাতে আক্রান্ত তিন পুলিশকর্মী ৷ ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও ৷ গরুচোর সন্দেহে আটককে ছাড়াতে গ্রামে গিয়েছিল পুলিশ ৷ তখনই তাদের উপর চড়াও হয় গ্রামবাসীরা বলে অভিযোগ ৷

Police worker injured
কোচবিহারে আক্রান্ত পুলিশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 12:49 PM IST

গরুচোর সন্দেহে আটককে ছাড়াতে গিয়ে কোচবিহারে আক্রান্ত পুলিশ

কোচবিহার, 20 সেপ্টেম্বর: গরুচোর সন্দেহে আটক যুবককে উদ্ধার করতে গিয়ে জনতার হাতে আক্রান্ত হল পুলিশ । ভাঙচুর করা হল পুলিশের গাড়িতেও । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার দক্ষিণ মরানদীর কুঠি এলাকায় । ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । তিনজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন । অভিযোগ, বেশ কয়েকমাস ধরেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ষাঁড় চুরির ঘটনা ঘটছে । দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পিক আপ ভ্যান নিয়ে এসে গরু ও ষাড় চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ । দিনকয়েক আগে দিনহাটা শহরের চড়কমাঠ এলাকা থেকে দুটি ষাঁড় উধাও হয়ে যায় । এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন বাসিন্দারা । পরে পুলিশ গিয়ে ওই ষাঁড় দুটি উদ্ধার করে নিয়ে আসে ।

সম্প্রতি দক্ষিণ মরানদী কুঠি এলাকা থেকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গরু চুরি করছিল। এরপর গ্রামবাসীরা মিলে পালা করে গ্রামে পাহারা দিতে থাকে। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় বাইকে করে এক যুবক এলে তাঁকে আটক করেন গ্রামবাসীরা। সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । অভিযোগ, ওই যুবককে উদ্ধার করেতে গেলে পুলিশের ওপর চড়াও হয় গ্রামবাসীরা । এমনকী রাতভর পুলিশকেও আটকে রাখা হয় । ঘটনায় জখম হয়েছেন পুণ্ডিবাড়ি থানার এক এএসআই । তাঁকে পুণ্ডিবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । পরবর্তীতে জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ।

আরও পড়ুন: বালি ও পাথর পাচার বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার 2 অভিযুক্ত

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সম্প্রতি এলাকায় অনেকের গরু চুরি গিয়েছে । পুলিশকে অভিযোগ জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি । স্থানীয় বাসিন্দা গৌতম দাস বলেন, "গরুচোর সন্দেহে আটক করার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে হাজির হয় । এর মানে গরুচোরদের সঙ্গে পুলিশের যোগাযোগ রয়েছে ।" যদিও পুলিশের পালটা দাবি, গতরাতে ওই এলাকায় অন্য একটি ঘটনার তদন্তে যায় তারা । সেই সময়েই স্থানীয়রা গরুচোর সন্দেহে একজনকে আটক করে রেখেছে বলে খবর পায় পুলিশ ৷ এরপরেই তাঁকে উদ্ধার করতে যান আধিকারিকরা । তখন হঠাৎই গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয় ।

গরুচোর সন্দেহে আটককে ছাড়াতে গিয়ে কোচবিহারে আক্রান্ত পুলিশ

কোচবিহার, 20 সেপ্টেম্বর: গরুচোর সন্দেহে আটক যুবককে উদ্ধার করতে গিয়ে জনতার হাতে আক্রান্ত হল পুলিশ । ভাঙচুর করা হল পুলিশের গাড়িতেও । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার দক্ষিণ মরানদীর কুঠি এলাকায় । ঘটনায় ইতিমধ্যেই দু'জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । তিনজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন । অভিযোগ, বেশ কয়েকমাস ধরেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ষাঁড় চুরির ঘটনা ঘটছে । দুষ্কৃতীরা রাতের অন্ধকারে পিক আপ ভ্যান নিয়ে এসে গরু ও ষাড় চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ । দিনকয়েক আগে দিনহাটা শহরের চড়কমাঠ এলাকা থেকে দুটি ষাঁড় উধাও হয়ে যায় । এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন বাসিন্দারা । পরে পুলিশ গিয়ে ওই ষাঁড় দুটি উদ্ধার করে নিয়ে আসে ।

সম্প্রতি দক্ষিণ মরানদী কুঠি এলাকা থেকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা গরু চুরি করছিল। এরপর গ্রামবাসীরা মিলে পালা করে গ্রামে পাহারা দিতে থাকে। মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় বাইকে করে এক যুবক এলে তাঁকে আটক করেন গ্রামবাসীরা। সেই সময় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । অভিযোগ, ওই যুবককে উদ্ধার করেতে গেলে পুলিশের ওপর চড়াও হয় গ্রামবাসীরা । এমনকী রাতভর পুলিশকেও আটকে রাখা হয় । ঘটনায় জখম হয়েছেন পুণ্ডিবাড়ি থানার এক এএসআই । তাঁকে পুণ্ডিবাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । পরবর্তীতে জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ।

আরও পড়ুন: বালি ও পাথর পাচার বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার 2 অভিযুক্ত

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, সম্প্রতি এলাকায় অনেকের গরু চুরি গিয়েছে । পুলিশকে অভিযোগ জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি । স্থানীয় বাসিন্দা গৌতম দাস বলেন, "গরুচোর সন্দেহে আটক করার সঙ্গে সঙ্গেই পুলিশ এসে হাজির হয় । এর মানে গরুচোরদের সঙ্গে পুলিশের যোগাযোগ রয়েছে ।" যদিও পুলিশের পালটা দাবি, গতরাতে ওই এলাকায় অন্য একটি ঘটনার তদন্তে যায় তারা । সেই সময়েই স্থানীয়রা গরুচোর সন্দেহে একজনকে আটক করে রেখেছে বলে খবর পায় পুলিশ ৷ এরপরেই তাঁকে উদ্ধার করতে যান আধিকারিকরা । তখন হঠাৎই গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.