কোচবিহার, 7 অগাস্ট : মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে পুলিশের সাথে জনতার খণ্ডযুদ্ধ বাধল বৃহস্পতিবার রাতে । কোচবিহার পিলখানা মহাশ্মশান এলাকার এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ । গোটা ঘটনায় উত্তেজনা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে কোচবিহার মহাশ্মশানে প্রশাসনের পক্ষ থেকে একটি মৃতদেহ দাহ করার জন্য নিয়ে যাওয়া হয় । সেই সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে, কোরোনা আক্রান্ত ব্যাক্তির মৃতদেহ ঘন বসতি এলাকায় পোড়ানো যাবে না। । তারা মৃতদেহ পোড়ানো নিয়ে পুলিশকে বাধা দিতে গেলে পুলিশের সাথে বচসা বাধে । এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। স্থানীয়রা পালটা ঢিল ছোড়ে পুলিশকে লক্ষ্য করে। ঘটনায় বেশ কয়েকজন বাসিন্দা আহত হয়েছে ।পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে মৃতদেহটি দাহ করা হয়।
স্থানীয় বাসিন্দা সুধা সূত্রধর বলেন, ঘনবসতি এলাকায় কোরোনা আক্রান্ত ব্যাক্তির দেহ কেন পোড়ানো হচ্ছে এটা বাধা দিতেই পুলিশ গন্ডগোল করে। মারধর করে । কোচবিহার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বিশ্বজিৎ রায় বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ আসে মৃতদেহ দাহ করার পর স্যানিটাইজ় করতে হবে। এনিয়ে গন্ডগোল বাধে। পরে মৃতদেহ দাহ করা হয়েছে। তবে ওই ব্যক্তির মৃত্যু নিয়ে জেলা স্বাস্থ্যবিভাগ মুখ খুলতে চায়নি।