ETV Bharat / state

কোচবিহারের টাকাগাছে লকডাউনে অসামাজিক আড্ডা, পুলিশের ওপর হামলার অভিযোগ

author img

By

Published : May 24, 2021, 4:28 PM IST

সোমবার দুপুরে পুন্ডিবাড়ি থানার দর্জিপাড়া এলাকায় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে । মারধর করা হয়েছে কয়েকজন পুলিশকর্মীকে ।

কোচবিহারের টাকাগাছে লকডাউনে অসামাজিক আড্ডা, পুলিশের ওপর হামলার অভিযোগ
কোচবিহারের টাকাগাছে লকডাউনে অসামাজিক আড্ডা, পুলিশের ওপর হামলার অভিযোগ

কোচবিহার, 24 মে : করোনার সংক্রমণ ঠেকাতে কার্যত লকডাউন চলছে গোটা রাজ্যে ৷ কিন্তু বিভিন্ন জায়গা থেকে সরকারি নির্দেশ উপেক্ষা করার অভিযোগ আসছে ৷ তেমনই একটি অভিযোগকে কেন্দ্র ধুন্ধুমার বাঁধল কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকায় ৷

অভিযোগ, লকডাউনে রাজ্য সরকারের কড়া বিধিনিষেধ উপেক্ষা করে চলছিল অসামাজিক আড্ডা । খবর পেয়ে এলাকায় পুলিশ টহল দিতে গিয়ে অসামাজিক কাজকর্ম করতে থাকা ওই যুবকদের তাড়াতে যায়৷ পুলিশের উপর চড়াও হয় ওই যুবকরা । হাতে ধারালো অস্ত্র থেকে শুরু করে বাঁশ, বাটাম নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ।

সোমবার দুপুরে পুন্ডিবাড়ি থানার দর্জিপাড়া এলাকায় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে । মারধর করা হয়েছে কয়েকজন পুলিশকর্মীকে । পরে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

আরও পড়ুন : রাস্তায় ফেলে এসেছে পরিবার, অসুস্থ বৃদ্ধার পাশে তৃণমূল নেতা

ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাদের আটক করেছে পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ । কোচবিহারের পুলিশ সুপার কে কান্নান জানান, টাকাগাছের ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে ।

কোচবিহার, 24 মে : করোনার সংক্রমণ ঠেকাতে কার্যত লকডাউন চলছে গোটা রাজ্যে ৷ কিন্তু বিভিন্ন জায়গা থেকে সরকারি নির্দেশ উপেক্ষা করার অভিযোগ আসছে ৷ তেমনই একটি অভিযোগকে কেন্দ্র ধুন্ধুমার বাঁধল কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকায় ৷

অভিযোগ, লকডাউনে রাজ্য সরকারের কড়া বিধিনিষেধ উপেক্ষা করে চলছিল অসামাজিক আড্ডা । খবর পেয়ে এলাকায় পুলিশ টহল দিতে গিয়ে অসামাজিক কাজকর্ম করতে থাকা ওই যুবকদের তাড়াতে যায়৷ পুলিশের উপর চড়াও হয় ওই যুবকরা । হাতে ধারালো অস্ত্র থেকে শুরু করে বাঁশ, বাটাম নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ।

সোমবার দুপুরে পুন্ডিবাড়ি থানার দর্জিপাড়া এলাকায় ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে । মারধর করা হয়েছে কয়েকজন পুলিশকর্মীকে । পরে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।

আরও পড়ুন : রাস্তায় ফেলে এসেছে পরিবার, অসুস্থ বৃদ্ধার পাশে তৃণমূল নেতা

ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাদের আটক করেছে পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ । কোচবিহারের পুলিশ সুপার কে কান্নান জানান, টাকাগাছের ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.