ETV Bharat / state

সাইকেলে করে বাড়ি ফেরার পথে আটক 8 শ্রমিক - lockdown

কাজ বন্ধের জেরে খাবার জুটছিল না । সাইকেলে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন বর্ধমানের তাঁত কলে কাজ করা আট শ্রমিক । পথে তাঁদের আটক করে পুলিশ ।

aa
শ্রমিক
author img

By

Published : Apr 28, 2020, 12:58 PM IST

কোচবিহার, 28 এপ্রিল: কাজ বন্ধ, খাবেন কী ? মালিকও দিচ্ছিলেন না খাবার ৷ তাই জমানো কিছু টাকা দিয়ে পুরানো সাইকেল বেশি দামে কিনে আর আধপেটা খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁতের কলে কাজ করা আট শ্রমিক ৷ পথেই তাঁদের আটক করে পুলিশ ৷ বর্ধমান থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে গতকাল ভোরে মাথাভাঙা দুই নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নবগঞ্জ বাজারে তাঁদের আটক করে ঘকসাডাঙা থানার পুলিশ ।

জানা গেছে , ওই শ্রমিকদের প্রত্যেকের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে । প্রত্যেকেই বর্ধমানের গোয়ালপাড়ায় তাঁতের কলে কাজ করতেন । লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার ভোরে বর্ধমান থেকে সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন । গতকাল ভোরে মাথাভাঙার ফুলবাড়িতে পুলিশ তাঁদেরকে আটক করে । পুলিশের তরফে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয় । পুলিশ সূত্রে খবর, তাঁদেরকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য তুফানগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে ।

শ্রমিকদের মধ্যে রূপনারায়ণ বর্মণ , রঞ্জিত বর্মণ বলেন, "লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গেছে । খাবার জুটছিল না ঠিকঠাক । মালিকও আমাদের খাবার দিচ্ছিলেন না । তাই বাধ্য হয়ে সাইকেলে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই । প্রায় চারদিন সময় লেগেছে পৌঁছাতে ৷ এতটা রাস্তার বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়েছি । বাড়ির কাছাকাছি আসতে কোচবিহারে পুলিশ আমাদের আটক করে । "

কোচবিহার, 28 এপ্রিল: কাজ বন্ধ, খাবেন কী ? মালিকও দিচ্ছিলেন না খাবার ৷ তাই জমানো কিছু টাকা দিয়ে পুরানো সাইকেল বেশি দামে কিনে আর আধপেটা খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাঁতের কলে কাজ করা আট শ্রমিক ৷ পথেই তাঁদের আটক করে পুলিশ ৷ বর্ধমান থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে গতকাল ভোরে মাথাভাঙা দুই নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নবগঞ্জ বাজারে তাঁদের আটক করে ঘকসাডাঙা থানার পুলিশ ।

জানা গেছে , ওই শ্রমিকদের প্রত্যেকের বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে । প্রত্যেকেই বর্ধমানের গোয়ালপাড়ায় তাঁতের কলে কাজ করতেন । লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকায় বৃহস্পতিবার ভোরে বর্ধমান থেকে সাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন । গতকাল ভোরে মাথাভাঙার ফুলবাড়িতে পুলিশ তাঁদেরকে আটক করে । পুলিশের তরফে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয় । পুলিশ সূত্রে খবর, তাঁদেরকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য তুফানগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে ।

শ্রমিকদের মধ্যে রূপনারায়ণ বর্মণ , রঞ্জিত বর্মণ বলেন, "লকডাউনের জেরে কাজ বন্ধ হয়ে গেছে । খাবার জুটছিল না ঠিকঠাক । মালিকও আমাদের খাবার দিচ্ছিলেন না । তাই বাধ্য হয়ে সাইকেলে করে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই । প্রায় চারদিন সময় লেগেছে পৌঁছাতে ৷ এতটা রাস্তার বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়েছি । বাড়ির কাছাকাছি আসতে কোচবিহারে পুলিশ আমাদের আটক করে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.