কোচবিহার, 20 অক্টোবর : দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সমস্যা । পানীয় জলের জন্য ভরসা কুয়ো অথবা নলকূপ । সেই নলকূপ থেকেও অধিকাংশ সময় অপরিষ্কার, আয়রনযুক্ত পানের অযোগ্য জল বেরোয় । তাই প্রাচীন পদ্ধতিতে মাটির হাঁড়িতে বালি, নুড়ি রেখে জল ফিল্টার করে বেঁচে রয়েছে গ্রামবাসীরা । ছবিটা কোচবিহার জেলার মেখলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 25 পয়েস্তি এলাকার । যেখানে প্রায় হাজার তিনেক মানুষের বাস ।
কোচবিহারের মেখলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 25 পয়েস্তী এলাকার বসাক পাড়া, রায় পাড়া এলাকায় প্রায় তিন হাজার মানুষ । এলাকায় প্রবীণরাও ছোটো থেকে পানীয় জলের সমস্যা দেখে আসছেন । গ্রামের নলকূপ বা কুয়োর জলে আয়রন থাকায় গ্রামবাসীরা সেই জল পান করতে পারেন না । বাধ্য হয়ে মাটির হাঁড়িতে জল পরিশোধ করে সেই জল পান করেন । এতেও বিভিন্ন রোগের প্রকোপ কমেনি । স্থানীয়দের অভিযোগ, কংগ্রেস-বামফ্রন্ট আমলে কোনও পদক্ষেপ করা হয়নি । বর্তমান সরকারের আমলে জেলা পরিষদ দপ্তরের তরফে অত্যাধুনিক পানীয় জলের ট্যাঙ্ক বসানোর প্রকল্প আসে ৷ জমি সংক্রান্ত এবং শাসক দলের নিজেদের মধ্যে বিতর্কের কারণে সেই প্রকল্পও আটকে রয়েছে ৷ যার জেরে দুশ্চিন্তায় গ্রামের 3 হাজার মানুষ ৷
পানীয় জলের সমস্যার জন্য কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 25 পয়েস্তী এলাকায় কেউ মেয়ের বিয়ে দিতে রাজি হয় না । জানিয়েছেন আরতি বর্মন নামে গ্রামের এক মহিলা । সব মিলিয়ে চরম সমস্যায় এলাকার মানুষ । জলের হাহাকার যেদিন মিটবে, সেইদিনটার অপেক্ষায় গ্রামের মানুষ ৷