ETV Bharat / state

Closed PICU at Dinhata: দিনহাটা মহকুমা হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বন্ধ - Closed PICU at Dinhata

দিনহাটা মহকুমা হাসপাতালে বন্ধ পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (Closed PICU at Dinhata Sub Divisional Hospital) ৷ অবিলম্বে ইউনিট খুলে দেওয়ার দাবি উঠছে ৷

Closed PICU at Dinhata
পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বন্ধ
author img

By

Published : Apr 28, 2022, 12:47 PM IST

কোচবিহার, 28 এপ্রিল: কোভিড পরিস্থিতিতে শিশুদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি উদ্যোগে দিনহাটা মহকুমা হাসপাতালে তৈরি হয়েছিল পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট। কোভিড নেই । তাই বন্ধ করে রাখা হয়েছে প্রায় 90 লক্ষ টাকা ব্যয়ে তৈরি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (Closed PICU at Dinhata Sub Divisional Hospital) । ফলে শিশুদের কোনও জটিল সমস্যা হলে রেফার করতে হচ্ছে কোচবিহার মেডিক্য়ালে । অবিলম্বে তাই পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট খুলে দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে । ইউনিটটি খোলা থাকলে একদিকে দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু বিভাগ যেমন আরও সমৃদ্ধ হবে, তেমনই মহকুমার শিশুরা পাবে অত্যাধুনিক সরঞ্জামে চিকিৎসার সুযোগ ।

আরও পড়ুন : ভাষা বিতর্কে কল্যাণীর হাসপাতাল, হিন্দিভাষী প্রসূতিকে বিহারে গিয়ে চিকিৎসার পরামর্শ !

বর্তমান দিনহাটা মহকুমা হাসপাতালে শিশু বিভাগে শয্যা সংখ্যা 44টি । এসএনসিইউতে রয়েছে 20টি শয্যা । কোভিডের দ্বিতীয় ঢেউয়ে শিশুদের রক্ষা করতে দিনহাটায় বিধায়ক উদয়ন গুহের উদ্যোগে দিনহাটা মহকুমা হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরির পরিকল্পনা নেওয়া হয় । এর জন্য শিশুমঙ্গল সমিতি সেসময় গোটা মহকুমাজুড়ে সাধারণের মানুষের কাছে অর্থ সংগ্রহ করে । এরপর সেই জমানো টাকা দিয়ে তৈরি হয় আধুনিক পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট ।

বর্তমান সেখানে আধুনিক 8টি শয্যার পাশাপাশি ভেন্টিলেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, হাইফ্লো নেজার ক্যানুলারের মতো আধুনিক চিকিৎসার সরঞ্জাম রয়েছে । কিন্তু কোভিড চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট । আর এতেই উঠছে প্রশ্ন ৷ যদি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট শিশুদের চিকিৎসার কোনও কাজেই না লাগে, তাহলে এই বিশাল পরিমাণ টাকা খরচ করে কেন বানানো হল ।

এ বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার রনজিৎ মণ্ডল বলেন, ''বর্তমান এটি কোভিড বিভাগ হিসেবেই রয়েছে । একে সাধারণ বিভাগের জন্য ব্যবহার করতে হলে অনুমতির প্রয়োজন । তাই আমরা খুব শীঘ্রই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ৷''

কোচবিহার, 28 এপ্রিল: কোভিড পরিস্থিতিতে শিশুদের উন্নত চিকিৎসার জন্য বেসরকারি উদ্যোগে দিনহাটা মহকুমা হাসপাতালে তৈরি হয়েছিল পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট। কোভিড নেই । তাই বন্ধ করে রাখা হয়েছে প্রায় 90 লক্ষ টাকা ব্যয়ে তৈরি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (Closed PICU at Dinhata Sub Divisional Hospital) । ফলে শিশুদের কোনও জটিল সমস্যা হলে রেফার করতে হচ্ছে কোচবিহার মেডিক্য়ালে । অবিলম্বে তাই পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট খুলে দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে । ইউনিটটি খোলা থাকলে একদিকে দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু বিভাগ যেমন আরও সমৃদ্ধ হবে, তেমনই মহকুমার শিশুরা পাবে অত্যাধুনিক সরঞ্জামে চিকিৎসার সুযোগ ।

আরও পড়ুন : ভাষা বিতর্কে কল্যাণীর হাসপাতাল, হিন্দিভাষী প্রসূতিকে বিহারে গিয়ে চিকিৎসার পরামর্শ !

বর্তমান দিনহাটা মহকুমা হাসপাতালে শিশু বিভাগে শয্যা সংখ্যা 44টি । এসএনসিইউতে রয়েছে 20টি শয্যা । কোভিডের দ্বিতীয় ঢেউয়ে শিশুদের রক্ষা করতে দিনহাটায় বিধায়ক উদয়ন গুহের উদ্যোগে দিনহাটা মহকুমা হাসপাতালে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট তৈরির পরিকল্পনা নেওয়া হয় । এর জন্য শিশুমঙ্গল সমিতি সেসময় গোটা মহকুমাজুড়ে সাধারণের মানুষের কাছে অর্থ সংগ্রহ করে । এরপর সেই জমানো টাকা দিয়ে তৈরি হয় আধুনিক পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট ।

বর্তমান সেখানে আধুনিক 8টি শয্যার পাশাপাশি ভেন্টিলেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, হাইফ্লো নেজার ক্যানুলারের মতো আধুনিক চিকিৎসার সরঞ্জাম রয়েছে । কিন্তু কোভিড চলে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট । আর এতেই উঠছে প্রশ্ন ৷ যদি পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট শিশুদের চিকিৎসার কোনও কাজেই না লাগে, তাহলে এই বিশাল পরিমাণ টাকা খরচ করে কেন বানানো হল ।

এ বিষয়ে দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার রনজিৎ মণ্ডল বলেন, ''বর্তমান এটি কোভিড বিভাগ হিসেবেই রয়েছে । একে সাধারণ বিভাগের জন্য ব্যবহার করতে হলে অনুমতির প্রয়োজন । তাই আমরা খুব শীঘ্রই এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব ৷''

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.