ETV Bharat / state

এবার কোচবিহার মেডিকেলে মার খেলেন রক্ষী - paitient ward

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতির পরিজনদের মারমুখী চেহারা দেখা গেল ।

এবার কোচবিহার মেডিকেলে মার খেলেন রক্ষী
author img

By

Published : Jun 25, 2019, 6:44 PM IST

কোচবিহার, 25 জুন : NRS-এর পর কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল । হাসপাতালে ফের প্রসূতির পরিজনদের মারমুখী চেহারা দেখা গেল । কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবের এক নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ উঠল সেখানে ভরতি এক মহিলার আত্মীয় পরিজনদের বিরুদ্ধে । আজ সকালের ঘটনা । খবর পেয়ে পুলিশ এক যুবককে আটক করেছে ।

কোচবিহার সরকারি মেডিকেল কলেজে মাসখানেক আগেই চালু হয়েছে মাদার অ্যান্ড চাইল্ড হাব । সেখানে ভরতি প্রসূতিদের সঙ্গে আত্মীয় পরিজনদের দেখা করার সময় সকাল 11টা থেকে 12টা এবং বিকেল 5টা থেকে 6টা ।

অভিযোগ, নিয়ম ভেঙে আজ সকাল দশটা নাগাদ এক মহিলা জোর করে ঢুকতে যান মাদার অ্যান্ড চাইল্ড হাবে । তখন নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন । সেই সময় ওই মহিলার সঙ্গে থাকা যুবক নিরাপত্তারক্ষী বঙ্কিম ঘোষকে মারধর করে বলে অভিযোগ । নিরাপত্তারক্ষীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে । ওই যুবককে আটকে রাখে তারা । পরে কোচবিহার থানার পুলিশ এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ।

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল রাজু প্রসাদ বলেন, "আজ সকালে মাদার অ্যান্ড চাইল্ড হাবের নিরাপত্তারক্ষীকে এক যুবক মারধর করে । পুলিশকে বিষয়টি জানানো হয়েছে । তারা তদন্ত করছে ।"

কোচবিহার, 25 জুন : NRS-এর পর কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল । হাসপাতালে ফের প্রসূতির পরিজনদের মারমুখী চেহারা দেখা গেল । কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাবের এক নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ উঠল সেখানে ভরতি এক মহিলার আত্মীয় পরিজনদের বিরুদ্ধে । আজ সকালের ঘটনা । খবর পেয়ে পুলিশ এক যুবককে আটক করেছে ।

কোচবিহার সরকারি মেডিকেল কলেজে মাসখানেক আগেই চালু হয়েছে মাদার অ্যান্ড চাইল্ড হাব । সেখানে ভরতি প্রসূতিদের সঙ্গে আত্মীয় পরিজনদের দেখা করার সময় সকাল 11টা থেকে 12টা এবং বিকেল 5টা থেকে 6টা ।

অভিযোগ, নিয়ম ভেঙে আজ সকাল দশটা নাগাদ এক মহিলা জোর করে ঢুকতে যান মাদার অ্যান্ড চাইল্ড হাবে । তখন নিরাপত্তারক্ষীরা তাঁকে বাধা দেন । সেই সময় ওই মহিলার সঙ্গে থাকা যুবক নিরাপত্তারক্ষী বঙ্কিম ঘোষকে মারধর করে বলে অভিযোগ । নিরাপত্তারক্ষীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে । ওই যুবককে আটকে রাখে তারা । পরে কোচবিহার থানার পুলিশ এসে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ।

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল রাজু প্রসাদ বলেন, "আজ সকালে মাদার অ্যান্ড চাইল্ড হাবের নিরাপত্তারক্ষীকে এক যুবক মারধর করে । পুলিশকে বিষয়টি জানানো হয়েছে । তারা তদন্ত করছে ।"

Intro:WB-CRB-8001-25JUNE-MEDICAL COLLEGE-SCRIPT-SHUBHANKORBody:WB-CRB-8001-25JUNE-MEDICAL COLLEGE-SCRIPT-SHUBHANKORConclusion:WB-CRB-8001-25JUNE-MEDICAL COLLEGE-SCRIPT-SHUBHANKOR
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.