ETV Bharat / state

দিনহাটা হাসপাতালের কোয়ারানটিন সেন্টার থেকে পালাল রোগী

কোয়ারানটিন সেন্টার থেকে এক ব‍্যক্তি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটায় ।শুক্রবার রাতে ওই ব‍্যক্তি পালিয়ে যায় বলে হাসপাতাল কতৃপক্ষের দাবি। তবে কোয়ারানটিন সেন্টারের গেট বন্ধ থাকা সত্ত্বেও কীভাবে ওই ব‍্যক্তি পালিয়ে গেল এনিয়ে উঠেছে প্রশ্ন উঠেছে । দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডা: রণজিৎ মণ্ডল বলেন, গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

dinhata hospital
কোয়ারেনটাইন
author img

By

Published : May 16, 2020, 6:39 PM IST

কোচবিহার,16 মে: দিনহাটা হাসপাতালের কোয়ারানটিন সেন্টার থেকে এক ব‍্যক্তি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ওই ব‍্যক্তি পালিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। তবে কোয়ারানটিন সেন্টারের গেট বন্ধ থাকা সত্ত্বেও কীভাবে ওই ব‍্যক্তি পালিয়ে গেল এনিয়ে প্রশ্ন উঠেছে । দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডা: রণজিৎ মণ্ডল বলেন, গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

জানা গিয়েছে, দিনহাটা মহকুমার দ্বিতীয় খণ্ড ভাঙনির বাসিন্দা অমর বর্মণ, পেশায় গাড়ি চালক। তিনি শিলিগুড়িতে থাকতেন। গত 7 মে লকডাউনের মাঝেই তিনি তাঁর বাবা ও মাকে নিয়ে দিনহাটায় ফিরলে তাঁদের পৌরসভার কোয়ারানটিন সেন্টারে রাখা হয়। এরপর গত 11 মে শনিবার তাঁদের নমুনা সংগ্রহ করা হয় । ওইদিন রাতে অমরবাবু অসুস্থ বোধ করলে তাঁকে দিনহাটা হাসপাতালের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।

এরই মধ্যে গতকাল অমরবাবু বাড়ির লোকেরা হাসপাতালের কোয়ারানটিন সেন্টারে তাঁর সঙ্গে দেখা করে যান। এরপর রবিবার সকালে অমরবাবুর বাবা হাসপাতালে এসে জানতে পারেন তাঁর ছেলে হাসপাতালের কোয়ারানটিন সেন্টার থেকে পালিয়েছেন। অমরবাবুর বাবা শ‍্যামল বর্মণ বলেন, "শুক্রবার রাত থেকে ছেলে নেই। অথচ আমাদের জানানো হয়নি। আমি হাসপাতালে এলে আমাকে জানানো হয়।" এদিকে দিনহাটা থানার পুলিশ জানিয়েছে, ওই ব‍্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

কোচবিহার,16 মে: দিনহাটা হাসপাতালের কোয়ারানটিন সেন্টার থেকে এক ব‍্যক্তি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে ওই ব‍্যক্তি পালিয়ে যায় বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। তবে কোয়ারানটিন সেন্টারের গেট বন্ধ থাকা সত্ত্বেও কীভাবে ওই ব‍্যক্তি পালিয়ে গেল এনিয়ে প্রশ্ন উঠেছে । দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডা: রণজিৎ মণ্ডল বলেন, গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

জানা গিয়েছে, দিনহাটা মহকুমার দ্বিতীয় খণ্ড ভাঙনির বাসিন্দা অমর বর্মণ, পেশায় গাড়ি চালক। তিনি শিলিগুড়িতে থাকতেন। গত 7 মে লকডাউনের মাঝেই তিনি তাঁর বাবা ও মাকে নিয়ে দিনহাটায় ফিরলে তাঁদের পৌরসভার কোয়ারানটিন সেন্টারে রাখা হয়। এরপর গত 11 মে শনিবার তাঁদের নমুনা সংগ্রহ করা হয় । ওইদিন রাতে অমরবাবু অসুস্থ বোধ করলে তাঁকে দিনহাটা হাসপাতালের কোয়ারানটিন সেন্টারে রাখা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।

এরই মধ্যে গতকাল অমরবাবু বাড়ির লোকেরা হাসপাতালের কোয়ারানটিন সেন্টারে তাঁর সঙ্গে দেখা করে যান। এরপর রবিবার সকালে অমরবাবুর বাবা হাসপাতালে এসে জানতে পারেন তাঁর ছেলে হাসপাতালের কোয়ারানটিন সেন্টার থেকে পালিয়েছেন। অমরবাবুর বাবা শ‍্যামল বর্মণ বলেন, "শুক্রবার রাত থেকে ছেলে নেই। অথচ আমাদের জানানো হয়নি। আমি হাসপাতালে এলে আমাকে জানানো হয়।" এদিকে দিনহাটা থানার পুলিশ জানিয়েছে, ওই ব‍্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.