ETV Bharat / state

Paresh Adhikary : ঘরে-বাইরে সমালোচনা, চেনা ছন্দে ফিরছেন পরেশ - Paresh Chandra Adhikary returns to Mekliganj

চেনা ছন্দে ফিরছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী পরেশ আধিকারী (Paresh Chandra Adhikary returns to Mekliganj) ৷ নেতা-কর্মীদের নিয়ে মেখলিগঞ্জ শহরে পার্টি অফিসে কবি নজরুল ইসলামের জন্মদিন পালন করলেন ৷ এরপর মেখলিগঞ্জ শহরে মহিলা নক আউট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৷

Paresh Adhikary News
চেনা ছন্দে ফিরছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী পরেশ আধিকারী
author img

By

Published : May 27, 2022, 9:04 AM IST

কোচবিহার, 26 মে : ঘরে-বাইরে সমালোনার ঝড় ৷ পরেশ অধিকারীর মেয়ের চাকরি বরখাস্ত, বেতন ফেরত, সিবিআই জেরা, সিবিআই-এর মুখ থেকে মেখলিগঞ্জে বাড়ি ফিরতেই ফুলমালায় বরণ-সহ সব মিলিয়ে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েন মেখলিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী পরেশ আধিকারী (Paresh Chandra Adhikary returns to Mekliganj) ৷ বিরোধী শিবিরে পরেশের গ্রেফতারের দাবি এবং তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি উঠছে ৷ শুধু তাই নয়, নিজের দলের বেশ কিছু নেতাও পরেশ ইস্যু নিয়ে সমালোচনাও করেন ৷ এত কিছু উড়িয়ে দিয়ে গত মঙ্গলবার কর্মী বৈঠকে তিনি জানিয়েছেন পুরনো ছন্দে দলের কাজে ফিরবেন ৷

বৃহস্পতিবার মন্ত্রী পরেশ আধিকারী বেশ কিছু কর্মসূচি নেন ৷ এদিন তিনি নেতা-কর্মীদের নিয়ে মেখলিগঞ্জ শহরে পার্টি অফিসে কবি নজরুল ইসলামের জন্মদিন পালন করেন ৷ এরপর মেখলিগঞ্জ শহরে মহিলাদের নক-আউট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৷

আরও পড়ুন : সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর পরেশকে সাড়ে 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নাম প্রকাশে অনিচ্ছুক মেখলিগঞ্জের বেশ কিছু সাধারণ কর্মী জানান, পরেশ ভাল মানুষ ছিলেন ৷ পাশে থাকতেন কিন্তু হঠাৎ তার মেয়ের চাকরি দুর্নীতি করে হয়েছে শুনে এমন নেতৃত্বকে মেনে নিতে পারছি না ৷ চারপাশে যা শুনছি তাতে সিবিআই আসতে পারে মেখলিগঞ্জে ৷

প্রসঙ্গত, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জনপ্রতিনিধি হয়ে শক্ত দুর্গ বানিয়েছিলেন পরেশ অধিকারী ৷ দলবদলের পরেও তৃণমূলে এসে শক্ত দুর্গ বানিয়েছেন ৷ তৃণমূলে এসে লোকসভার টিকিট, বিধায়ক পদ, পেয়েছেন মন্ত্রিত্ব কিন্তু হঠাৎ এই এমন ঘটনা প্রকাশ হতেই কিছুটা হলেও দুর্গ ভাঙার দিকে এমনটাই মনে করছে অনেকে ৷

তবে বৃহস্পতিবার মেখলিগঞ্জের একটি মাঠে ফুটবল খেলার উদ্বোধনে তাঁকে খোশ মেজাজে দেখা যায় ৷ অন্যদিকে, পরেশ ইস্যুতে চুপ নেই বিজেপি ৷ এদিন সিবিআই তদন্ত করে পরেশের শাস্তির দাবি জানিয়ে মেখলিগঞ্জের ডাঙ্গারহাটে মিছিল করে ৷ জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক দধীরাম রায় জানান, অবৈধভাবে নিজের মেয়ের চাকরি করে দিয়েছেন পরেশ ৷ তার সুবিচার চাই ৷ সিবিআই তদন্ত করছে ৷ তার গ্রেফতারের দাবি করছি ৷

কোচবিহার, 26 মে : ঘরে-বাইরে সমালোনার ঝড় ৷ পরেশ অধিকারীর মেয়ের চাকরি বরখাস্ত, বেতন ফেরত, সিবিআই জেরা, সিবিআই-এর মুখ থেকে মেখলিগঞ্জে বাড়ি ফিরতেই ফুলমালায় বরণ-সহ সব মিলিয়ে ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েন মেখলিগঞ্জের বিধায়ক তথা মন্ত্রী পরেশ আধিকারী (Paresh Chandra Adhikary returns to Mekliganj) ৷ বিরোধী শিবিরে পরেশের গ্রেফতারের দাবি এবং তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি উঠছে ৷ শুধু তাই নয়, নিজের দলের বেশ কিছু নেতাও পরেশ ইস্যু নিয়ে সমালোচনাও করেন ৷ এত কিছু উড়িয়ে দিয়ে গত মঙ্গলবার কর্মী বৈঠকে তিনি জানিয়েছেন পুরনো ছন্দে দলের কাজে ফিরবেন ৷

বৃহস্পতিবার মন্ত্রী পরেশ আধিকারী বেশ কিছু কর্মসূচি নেন ৷ এদিন তিনি নেতা-কর্মীদের নিয়ে মেখলিগঞ্জ শহরে পার্টি অফিসে কবি নজরুল ইসলামের জন্মদিন পালন করেন ৷ এরপর মেখলিগঞ্জ শহরে মহিলাদের নক-আউট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৷

আরও পড়ুন : সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর পরেশকে সাড়ে 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

নাম প্রকাশে অনিচ্ছুক মেখলিগঞ্জের বেশ কিছু সাধারণ কর্মী জানান, পরেশ ভাল মানুষ ছিলেন ৷ পাশে থাকতেন কিন্তু হঠাৎ তার মেয়ের চাকরি দুর্নীতি করে হয়েছে শুনে এমন নেতৃত্বকে মেনে নিতে পারছি না ৷ চারপাশে যা শুনছি তাতে সিবিআই আসতে পারে মেখলিগঞ্জে ৷

প্রসঙ্গত, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জনপ্রতিনিধি হয়ে শক্ত দুর্গ বানিয়েছিলেন পরেশ অধিকারী ৷ দলবদলের পরেও তৃণমূলে এসে শক্ত দুর্গ বানিয়েছেন ৷ তৃণমূলে এসে লোকসভার টিকিট, বিধায়ক পদ, পেয়েছেন মন্ত্রিত্ব কিন্তু হঠাৎ এই এমন ঘটনা প্রকাশ হতেই কিছুটা হলেও দুর্গ ভাঙার দিকে এমনটাই মনে করছে অনেকে ৷

তবে বৃহস্পতিবার মেখলিগঞ্জের একটি মাঠে ফুটবল খেলার উদ্বোধনে তাঁকে খোশ মেজাজে দেখা যায় ৷ অন্যদিকে, পরেশ ইস্যুতে চুপ নেই বিজেপি ৷ এদিন সিবিআই তদন্ত করে পরেশের শাস্তির দাবি জানিয়ে মেখলিগঞ্জের ডাঙ্গারহাটে মিছিল করে ৷ জলপাইগুড়ি জেলা বিজেপি সাধারণ সম্পাদক দধীরাম রায় জানান, অবৈধভাবে নিজের মেয়ের চাকরি করে দিয়েছেন পরেশ ৷ তার সুবিচার চাই ৷ সিবিআই তদন্ত করছে ৷ তার গ্রেফতারের দাবি করছি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.