ETV Bharat / state

কোচবিহারে রাতে বাড়ি ফেরার পথে BJP কর্মীকে কোপ - arrested

কোচবিহারে এক BJP কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে ।

BJP কর্মী
author img

By

Published : May 29, 2019, 8:26 PM IST

Updated : May 29, 2019, 11:00 PM IST

কোচবিহার, 29 মে : ভোট পরবর্তী সংঘর্ষ থামছে না কোচবিহারে । বাড়ি ফেরার পথে এক BJP কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । কোচবিহারের মেখলিগঞ্জে রানিরহাট গ্রাম পঞ্চায়েতের মেচেনটারি গ্রামের ঘটনা । গতকাল রাত 11 টা নাগাদ এই হামলা হয় । জখম BJP কর্মীর নাম ক্ষীরপ্রসাদ রায় (34) । তাকে জখম অবস্থায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । আজ মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

অভিযোগ, BJP করার জন্য ক্ষীরপ্রসাদকে এর আগে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা । মেখলিগঞ্জ ব্লকের উত্তর মণ্ডল যুব মোর্চা সভাপতি বাপ্পা রায় বলেন, "আমাদের কর্মীকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে । কোনওক্রমে সে বেঁচে যায় । আমরা এর প্রতিবাদ করছি । দোষীদের গ্রেপ্তার না করলে আন্দোলনে নামব ।"

অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক উদয় রায় বলেন "কোনও তৃণমূলকর্মী হামলা চালায়নি । সম্পূর্ণ সাজানো ঘটনা ।"

কোচবিহার, 29 মে : ভোট পরবর্তী সংঘর্ষ থামছে না কোচবিহারে । বাড়ি ফেরার পথে এক BJP কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে । কোচবিহারের মেখলিগঞ্জে রানিরহাট গ্রাম পঞ্চায়েতের মেচেনটারি গ্রামের ঘটনা । গতকাল রাত 11 টা নাগাদ এই হামলা হয় । জখম BJP কর্মীর নাম ক্ষীরপ্রসাদ রায় (34) । তাকে জখম অবস্থায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । আজ মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় । এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

অভিযোগ, BJP করার জন্য ক্ষীরপ্রসাদকে এর আগে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীরা । মেখলিগঞ্জ ব্লকের উত্তর মণ্ডল যুব মোর্চা সভাপতি বাপ্পা রায় বলেন, "আমাদের কর্মীকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রাণে মারার চেষ্টা করে । কোনওক্রমে সে বেঁচে যায় । আমরা এর প্রতিবাদ করছি । দোষীদের গ্রেপ্তার না করলে আন্দোলনে নামব ।"

অন্যদিকে, মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক উদয় রায় বলেন "কোনও তৃণমূলকর্মী হামলা চালায়নি । সম্পূর্ণ সাজানো ঘটনা ।"

Intro:বিজেপি করাতে প্রাণে মরার হুমকি ,আত্মিয় বাড়িতে থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের কোপ বিজেপি কর্মীকে ,অভিযুক্ত তৃনমূল ৷গ্রেপ্তার এক ৷

কোচবিহার :২৯ মে : ভোট পরবর্তী সংঘর্ষে উত্তেজনা ক্রমবর্ধমান কোচবিহারে ৷ একের পর এক সংঘর্ষ ঘটেই চলছে ৷ কোচবিহারের মেখলিগঞ্জের রানীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার মেচেনটারি গ্রামে বাড়ি ফেরার পথে এক বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের অভিযোগ উঠে ৷বিজেপি করেন বলে একাধিক বার প্রাণে মারার হুমকি অভিযোগ তৃনমূল কংগ্রেসের বিরূদ্ধে ৷ ঘটনাটি গতকাল রাত প্রায় ১১ টা নাগাত ঘটে ৷ জখম বিজেপি কর্মীকে রক্তাক্ত অবস্থায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷আক্রান্ত বিজেপি কর্মীর নাম খিরপ্রসাদ রায় (34)৷ আজ মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগ পেয়ে তদন্ত করছে মেখলিগঞ্জ থানার পুলিশ ৷আজ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে মেখলিগঞ্জ ব্লকের উত্তরমন্ডল বিজেপি যুব মোর্চা সভাপতি বাপ্পা রায় জানান "আমাদের দক্ষ বিজেপি কর্মীকে তৃনমূল কংগ্রেসের লোকেরা বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে প্রাণে মারার চেষ্টা করে ,কোনক্রমে সে বেঁচে যায় ,আমরা এর প্রতিবাদ করছি ,দোষিদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামবো "৷

অন্যদিকে ,মেখলিগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের যুগ্ম কনভেনর উদয় রায় জানান "কোন তৃনমূল কর্মী হামলা চালায় নি ,সম্পূর্ণ সাজানো ঘটনা "৷Body:Cob Conclusion:
Last Updated : May 29, 2019, 11:00 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.