কোচবিহার, 22 ডিসেম্বর : আরটিপিসিআর পরীক্ষার ক্ষেত্রে এক লাখের মাইল স্টোন পার করল কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ । গত সপ্তাহে এই মাইলস্টোন পার হয়েছে । আরটিপিসিআর-এর পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন ও ট্রুম্যাট মেশিনেও কোরোনা পরীক্ষা হচ্ছে বলে স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে ।
6 জুন থেকে ট্রুম্যাট মেশিনে কোরোনা পরীক্ষা শুরু হয় । তার আগে শিলিগুড়িতে সোয়াব টেস্টের নমুনা পাঠানো হত । 14 জুলাই আরটিপিসিআর-এ সোয়াব টেস্টের জন্য অনুমোদন দেয় আইসিএমআর(ভুবনেশ্বর)। এরপর থেকে কোচবিহার মেডিকেলে পরীক্ষা শুরু হয় । তিনটি শিফটে 24 ঘণ্টা ধরে 36 জন কর্মী এই পরীক্ষা করতেন । জেলায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় 10 হাজার । তারমধ্যে 98 শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন । এরমধ্যে আরটিপিসিআর মেশিনে 1 লাখ 13 হাজার পরীক্ষা হয়েছে। এরমধ্যে কোচবিহার মেডিকেলে 1 লাখ এবং বাকি পরীক্ষা শিলিগুড়িতে হয়েছে । এছাড়া র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে 2 লাখ 62 হাজার 610 এবং ট্রুম্যাট মেশিনে 2 হাজার 934 জনের পরীক্ষা হয়েছে ।
আরও পড়ুন : কবে থেকে ভ্যাকসিন ? দেওয়া হবে কীভাবে
কোচবিহার মেডিকেলের এমএসভিপি চিকিৎসক রাজীব প্রসাদ বলেন, স্বাস্থ্যকর্মীরা খুব ভালো কাজ করেছে । মেডিকেলে এক লাখ আরটিপিসিআর পরীক্ষা করা হয়েছে।