ETV Bharat / state

Ashok Mandal Oppressed: গণতন্ত্র নেই, অশোক মণ্ডলকে নিগ্রহের প্রতিক্রিয়া বিজেপির - দিনহাটা বিধানসভা

অশোক মণ্ডলকে নিগ্রহের ঘটনায় সমালোচনা রাজ্য বিজেপির ৷ একজন পরাজিত প্রার্থীকে কেন এভাবে নিগৃহীত করা হল ? প্রশ্ন তুলল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ রাজ্য গণতন্ত্র নেই বলে অভিযোগ করলেন শমীক ৷

No Democracy in Bengal BJP Reacts on Ashok Mandal Oppressed Incident in Dinhata Coochbehar
গণতন্ত্র নেই, অশোক মণ্ডলকে নিগ্রহের প্রতিক্রিয়া বিজেপি’র
author img

By

Published : Nov 2, 2021, 6:58 PM IST

দিনহাটা (কোচবিহার), 2 নভেম্বর : দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ গণনা কেন্দ্র থেকে বের হওয়া সময় বাইরে তাঁকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা ৷ চলতে থাকে ‘জয় বাংলা’ স্লোগান ৷ এমনকি পরাজিত বিজেপি প্রার্থীর গায়ে সবুজ আবির ছিটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ আর এই ঘটনার সমালোচনায় সরব হল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ ঘটনার নিন্দা করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য অভিযোগ করলেন, বাংলায় গণতন্ত্র নেই ৷

ঘটনায় ক্ষুব্ধ অশোক মণ্ডল বলেন, ওরা যা ইচ্ছা তাই করতে পারে ৷ আর তৃণমূলের সবুজ আবিরকে মলমূত্রের সঙ্গে তুলনা করেছেন তিনি ৷ বলেন, ‘‘কেউ মলমূত্র ছেটালে কারও তো কিছু করার থাকে না ৷’’ প্রসঙ্গত, পরাজিত বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরেই উপস্থিত গেরুয়া শিবিরের কর্মী ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা মাঠে নামেন ৷ খবর পেয়ে আরও পুলিশ সেখানে পৌঁছায় ৷ দু’পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

আরও পড়ুন : Dinhata Bypoll : দিনহাটায় গণনা শেষে শাসকদলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল

এই ঘটনার নিন্দায় সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ আজ উপনির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘একজন 1 লক্ষ 64 হাজারের বেশি ভোটে জিতেছে ৷ আর একজন প্রার্থী মাত্র 11 শতাংশ ভোট পেয়েছেন ৷ সেই পরাজিত প্রার্থীকে নিগৃহীত করা হল ৷ এটা গণতন্ত্রের অপমান ৷’’

আরও পড়ুন : BJP Bye-Election PC : জনমানসের প্রকৃত ফল কি, লজ্জার হারের পর প্রশ্ন বিজেপির

প্রসঙ্গত, দিনহাটা সহ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধুয়েমুছে সাফ গিয়েছে বিজেপি ৷ যার মধ্যে দিনহাটা এবং শান্তিপুর কেন্দ্র 21’র নির্বাচনে বিজেপির দখলে ছিল ৷ আর এই দুই কেন্দ্রের জয়ী প্রার্থীরা বিজেপি সাংসদ ৷ যার মধ্যে নীশিথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রীও ৷ আর তাঁর জেতা আসনেই উপনির্বাচনে বিজেপি রাজ্য বিধানসভার ভোটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে ৷ তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ এই আসনে 1 লক্ষ 64 হাজার 89 ভোটে জিতেছেন ৷ প্রসঙ্গত, বিজেপির প্রার্থী অশোক মণ্ডল নিজের বুথে হেরেছেন ৷

দিনহাটা (কোচবিহার), 2 নভেম্বর : দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ৷ গণনা কেন্দ্র থেকে বের হওয়া সময় বাইরে তাঁকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা ৷ চলতে থাকে ‘জয় বাংলা’ স্লোগান ৷ এমনকি পরাজিত বিজেপি প্রার্থীর গায়ে সবুজ আবির ছিটিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ৷ আর এই ঘটনার সমালোচনায় সরব হল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ ঘটনার নিন্দা করে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য অভিযোগ করলেন, বাংলায় গণতন্ত্র নেই ৷

ঘটনায় ক্ষুব্ধ অশোক মণ্ডল বলেন, ওরা যা ইচ্ছা তাই করতে পারে ৷ আর তৃণমূলের সবুজ আবিরকে মলমূত্রের সঙ্গে তুলনা করেছেন তিনি ৷ বলেন, ‘‘কেউ মলমূত্র ছেটালে কারও তো কিছু করার থাকে না ৷’’ প্রসঙ্গত, পরাজিত বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরেই উপস্থিত গেরুয়া শিবিরের কর্মী ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা মাঠে নামেন ৷ খবর পেয়ে আরও পুলিশ সেখানে পৌঁছায় ৷ দু’পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷

আরও পড়ুন : Dinhata Bypoll : দিনহাটায় গণনা শেষে শাসকদলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল

এই ঘটনার নিন্দায় সরব হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ আজ উপনির্বাচনের ফলাফল নিয়ে সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘একজন 1 লক্ষ 64 হাজারের বেশি ভোটে জিতেছে ৷ আর একজন প্রার্থী মাত্র 11 শতাংশ ভোট পেয়েছেন ৷ সেই পরাজিত প্রার্থীকে নিগৃহীত করা হল ৷ এটা গণতন্ত্রের অপমান ৷’’

আরও পড়ুন : BJP Bye-Election PC : জনমানসের প্রকৃত ফল কি, লজ্জার হারের পর প্রশ্ন বিজেপির

প্রসঙ্গত, দিনহাটা সহ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ধুয়েমুছে সাফ গিয়েছে বিজেপি ৷ যার মধ্যে দিনহাটা এবং শান্তিপুর কেন্দ্র 21’র নির্বাচনে বিজেপির দখলে ছিল ৷ আর এই দুই কেন্দ্রের জয়ী প্রার্থীরা বিজেপি সাংসদ ৷ যার মধ্যে নীশিথ প্রামাণিক কেন্দ্রীয় মন্ত্রীও ৷ আর তাঁর জেতা আসনেই উপনির্বাচনে বিজেপি রাজ্য বিধানসভার ভোটের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হেরেছে ৷ তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ এই আসনে 1 লক্ষ 64 হাজার 89 ভোটে জিতেছেন ৷ প্রসঙ্গত, বিজেপির প্রার্থী অশোক মণ্ডল নিজের বুথে হেরেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.