ETV Bharat / state

Abhishek Banerjee : সোমবার দিনহাটায় ভোট প্রচারে অভিষেক, কটাক্ষ নিশীথের - দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন

দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট প্রচারের শেষ লগ্নে সোমবার দিনহাটায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee
সোমবার দিনহাটায় ভোট প্রচারে অভিষেক, কটাক্ষ নিশীথের
author img

By

Published : Oct 24, 2021, 11:00 PM IST

কোচবিহার, 24 অক্টোবর : দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট প্রচারের শেষ লগ্নে সোমবার দিনহাটায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর বারোটায় শহরের সংহতি ময়দানে দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ'র সমর্থনে সভা করবেন তিনি। ইতিমধ্যেই সেই সভাকে ঘিরে উন্মাদনা ছড়িয়েছে দিনহাটায়।

তবে অভিষেকের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রবিবার তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করতে যান, সেখানে তৃণমূলের ভরাডুবি হয়। অতীতেও তার প্রমাণ মিলেছে।’’ আগামী ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্র উপ-নির্বাচন। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ'র সমর্থনে ইতিমধ্যেই দিনহাটায় প্রচার করে গিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা সুব্রত বক্সী, তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ প্রমুখ।

আরও পড়ুন : Mamata Banerjee : হিংসা ইস্যুতে মমতার নিশানায় বিজেপিশাসিত ত্রিপুরা

সোমবার দিনহাটা সংহতি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। তার আগে রবিবার দিনহাটা শহরে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিধানসভা উপনির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক। যদিও নিশীথের অভিযোগ প্রসঙ্গে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, "গত বিধানসভা নির্বাচনে জিতে নিশীথ প্রামাণিক দিনহাটার মানুষকে ঠকিয়ে এখন মন্ত্রী হয়ে বসে রয়েছেন। এতদিন তাঁর দেখা মেলেনি। এখন ভোট এসেছে তাই মানুষের কাছে ভোট চাইতে এসেছেন ৷"

কোচবিহার, 24 অক্টোবর : দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের ভোট প্রচারের শেষ লগ্নে সোমবার দিনহাটায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর বারোটায় শহরের সংহতি ময়দানে দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ'র সমর্থনে সভা করবেন তিনি। ইতিমধ্যেই সেই সভাকে ঘিরে উন্মাদনা ছড়িয়েছে দিনহাটায়।

তবে অভিষেকের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। রবিবার তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানেই সভা করতে যান, সেখানে তৃণমূলের ভরাডুবি হয়। অতীতেও তার প্রমাণ মিলেছে।’’ আগামী ৩০ অক্টোবর দিনহাটা বিধানসভা কেন্দ্র উপ-নির্বাচন। তৃণমূল প্রার্থী উদয়ন গুহ'র সমর্থনে ইতিমধ্যেই দিনহাটায় প্রচার করে গিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা সুব্রত বক্সী, তৃণমূল যুবর রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ প্রমুখ।

আরও পড়ুন : Mamata Banerjee : হিংসা ইস্যুতে মমতার নিশানায় বিজেপিশাসিত ত্রিপুরা

সোমবার দিনহাটা সংহতি ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা। তার আগে রবিবার দিনহাটা শহরে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিধানসভা উপনির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন নিশীথ প্রামাণিক। যদিও নিশীথের অভিযোগ প্রসঙ্গে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন, "গত বিধানসভা নির্বাচনে জিতে নিশীথ প্রামাণিক দিনহাটার মানুষকে ঠকিয়ে এখন মন্ত্রী হয়ে বসে রয়েছেন। এতদিন তাঁর দেখা মেলেনি। এখন ভোট এসেছে তাই মানুষের কাছে ভোট চাইতে এসেছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.