ETV Bharat / state

Nisith Pramanik: গিতালদহে মৃত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর - গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী

মঙ্গলবার জারিধরলা গ্রামে গুলিতে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর ৷ সেই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মৃত ওই তৃণমুল কর্মী আন্তর্জাতিক অপরাধী বলে দাবি করেন ৷

Nisith Pramanik on TMC worker death
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক
author img

By

Published : Jun 28, 2023, 9:59 PM IST

মৃত তৃণমুল কর্মী আন্তর্জাতিক অপরাধী বলে দাবি নিশীথের

কোচবিহার, 28 জুন: দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রামে গুলিতে মৃত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী । বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । তিনি বলেন, "সে চোরাচালানের সঙ্গে যুক্ত । ভারতের পাশাপাশি বাংলাদেশের সরকারি পরিচয়পত্র আছে তাঁর । তৃণমূলের মদতে তারা নাশকতামূলক কাজকর্ম চালায় । আর সেই আন্তর্জাতিক অপরাধীকে তৃণমূল কর্মী বলে দাবি করছে ।"

বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন নিশীথ ৷ সেখানেই তিনি দাবি করেন, গতকাল যে মারা গিয়েছেন ভারতীয় আধার কার্ড অনুযায়ী তাঁর নাম বাবু রহমান এবং বাংলাদেশের ভোটার কার্ড অনুযায়ী তার নাম মহম্মদ আব্দুর রহমান । তাঁর বাবা ও স্ত্রী বাংলাদেশের নাগরিক । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "সে একজন আন্তর্জাতিক অপরাধী । সে একাধিকবার রাজ্য পুলিশ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে । তৃণমূল কংগ্রেস এমন একজন অপরাধীকে কর্মী বলছে । তৃণমূলের কর্মীরা কাকে কী বলতে পারে সেটা সারা বাংলার মানুষ জানে । কিন্তু কোচবিহারের পুলিশ সুপার এমন একজন আন্তর্জাতিক অপরাধীর মৃত্যুর ঘটনাকে যদি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে, তাহলে পুলিশ সুপারকে ছেড়ে কথা বলা হবে না ।"

আরও পড়ুন: বাংলাদেশ থেকে দুষ্কৃতী নিয়ে হামলা বিজেপির, গিতালদহে গুলি চালনার ঘটনায় অভিযোগ উদয়নের

নিশীথ আরও জানান, এ ধরনের একটি গ্যাংওয়ারকে কেন্দ্র করে যদি বিজেপি কর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়, তাহলে পুলিশকে ছেড়ে কথা বলা হবে না । এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভারতের আধার কার্ড ও বাংলাদেশের আধার কার্ড দেখিয়ে দাবি করেন যিনি মারা গিয়েছেন তিনি দু'দেশের নাগরিক এবং একজন আন্তর্জাতিক অপরাধী । তাঁর নামে এ দেশে বিভিন্ন মামলা রয়েছে । পাশাপাশি নিশীথ প্রামাণিক একটি ভিডিয়ো দেখান ৷ যেখানে দেখা গিয়েছে, একজনকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে । গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে পালটা আক্রমণ করে শাসকদলের রাজ্যের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের আগে পদত্যাগ করা উচিত । কারণ বিএসএফ থাকা সত্ত্বেও কীভাবে অপরাধীরা এদেশে আশ্রয় নিয়েছে, তা দেখা উচিত ।"

মৃত তৃণমুল কর্মী আন্তর্জাতিক অপরাধী বলে দাবি নিশীথের

কোচবিহার, 28 জুন: দিনহাটার গিতালদহের জারিধরলা গ্রামে গুলিতে মৃত তৃণমূল কর্মী আন্তর্জাতিক অপরাধী । বুধবার সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । তিনি বলেন, "সে চোরাচালানের সঙ্গে যুক্ত । ভারতের পাশাপাশি বাংলাদেশের সরকারি পরিচয়পত্র আছে তাঁর । তৃণমূলের মদতে তারা নাশকতামূলক কাজকর্ম চালায় । আর সেই আন্তর্জাতিক অপরাধীকে তৃণমূল কর্মী বলে দাবি করছে ।"

বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে এদিন সাংবাদিক বৈঠক করেন নিশীথ ৷ সেখানেই তিনি দাবি করেন, গতকাল যে মারা গিয়েছেন ভারতীয় আধার কার্ড অনুযায়ী তাঁর নাম বাবু রহমান এবং বাংলাদেশের ভোটার কার্ড অনুযায়ী তার নাম মহম্মদ আব্দুর রহমান । তাঁর বাবা ও স্ত্রী বাংলাদেশের নাগরিক । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "সে একজন আন্তর্জাতিক অপরাধী । সে একাধিকবার রাজ্য পুলিশ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে । তৃণমূল কংগ্রেস এমন একজন অপরাধীকে কর্মী বলছে । তৃণমূলের কর্মীরা কাকে কী বলতে পারে সেটা সারা বাংলার মানুষ জানে । কিন্তু কোচবিহারের পুলিশ সুপার এমন একজন আন্তর্জাতিক অপরাধীর মৃত্যুর ঘটনাকে যদি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করে, তাহলে পুলিশ সুপারকে ছেড়ে কথা বলা হবে না ।"

আরও পড়ুন: বাংলাদেশ থেকে দুষ্কৃতী নিয়ে হামলা বিজেপির, গিতালদহে গুলি চালনার ঘটনায় অভিযোগ উদয়নের

নিশীথ আরও জানান, এ ধরনের একটি গ্যাংওয়ারকে কেন্দ্র করে যদি বিজেপি কর্মীদের নামে মিথ্যে মামলা দেওয়া হয়, তাহলে পুলিশকে ছেড়ে কথা বলা হবে না । এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভারতের আধার কার্ড ও বাংলাদেশের আধার কার্ড দেখিয়ে দাবি করেন যিনি মারা গিয়েছেন তিনি দু'দেশের নাগরিক এবং একজন আন্তর্জাতিক অপরাধী । তাঁর নামে এ দেশে বিভিন্ন মামলা রয়েছে । পাশাপাশি নিশীথ প্রামাণিক একটি ভিডিয়ো দেখান ৷ যেখানে দেখা গিয়েছে, একজনকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাচ্ছে । গোটা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে পালটা আক্রমণ করে শাসকদলের রাজ্যের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের আগে পদত্যাগ করা উচিত । কারণ বিএসএফ থাকা সত্ত্বেও কীভাবে অপরাধীরা এদেশে আশ্রয় নিয়েছে, তা দেখা উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.