ETV Bharat / state

নিশীথ নির্বাচন বিধি ভঙ্গ করেছেন, কমিশনে অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহার কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানালেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

রবীন্দ্রনাথ ঘোষ
author img

By

Published : Mar 28, 2019, 9:52 PM IST

Updated : Mar 28, 2019, 10:53 PM IST

কোচবিহার, 28 মার্চ : " আজ সকালে BJP প্রার্থী বিরাট কনভয় নিয়ে ধলুয়াবাড়ি BDO অফিসের সামনে রাস্তা জ্যাম করে দাঁড়িয়েছিলেন। এতে জনসাধারণের যাতায়াতে সমস্যা হয়েছে। নির্বাচন বিধি ভঙ্গ করেছেন তিনি। বিষয়টা লিখিতভাবে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি।" কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আজ এমনই অভিযোগ করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

ভিডিয়োয় শুনুন রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য

মাস কয়েক আগেও নিশীথ প্রামাণিক ছিলেন যুব তৃণমূলে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যুব তৃণমূলের সদস্যদের নিয়ে তৈরি করেছিলেন সমান্তরাল সংগঠন। পঞ্চায়েত নির্বাচনে তাঁর নেতৃত্বে দিনহাটা 1 নম্বর ব্লকে যুবরা তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। পরবর্তীকালে BJP-র সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই অভিযোগে দল তাঁকে বহিষ্কার করে। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে নিশীথ BJP-তে যোগ দেন। এবারের নির্বাচনে তাঁকে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী করে BJP। প্রার্থী হিসাবে নিশীথের নাম ঘোষণার পরেই তৃণমূলের নেতারা নিশীথকে আক্রমণ করতে শুরু করেন। তৃণমূলের অভিযোগ, BJP প্রার্থী একজন দাগি আসামি। তাঁর বিরুদ্ধে 11টি ফৌজদারি মামলা রয়েছে। খুন থেকে শুরু করে খুনের চেষ্টা, ব্যাঙ্ক ডাকাতি, চুরির মাল কেনা, সোনার দোকানে চুরির মতো মারাত্মক সব অভিযোগ।

রবীন্দ্রনাথ ঘোষ আজ আরও বলেন, "তাঁকে জেলের বাইরে রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হবে না। তাই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ, আইন অনুযায়ী তাঁকে জেলে ভেতরে ঢুকিয়ে দেওয়া হোক। তাহলেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব হবে কোচবিহারে।"

যদিও নিশীথ প্রামাণিক এই প্রসঙ্গ বলেন, "তৃণমূল BJP-কে ভয় পাচ্ছে। তাই এই ধরনের মন্তব্য করছে।"

কোচবিহার, 28 মার্চ : " আজ সকালে BJP প্রার্থী বিরাট কনভয় নিয়ে ধলুয়াবাড়ি BDO অফিসের সামনে রাস্তা জ্যাম করে দাঁড়িয়েছিলেন। এতে জনসাধারণের যাতায়াতে সমস্যা হয়েছে। নির্বাচন বিধি ভঙ্গ করেছেন তিনি। বিষয়টা লিখিতভাবে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি।" কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আজ এমনই অভিযোগ করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

ভিডিয়োয় শুনুন রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য

মাস কয়েক আগেও নিশীথ প্রামাণিক ছিলেন যুব তৃণমূলে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যুব তৃণমূলের সদস্যদের নিয়ে তৈরি করেছিলেন সমান্তরাল সংগঠন। পঞ্চায়েত নির্বাচনে তাঁর নেতৃত্বে দিনহাটা 1 নম্বর ব্লকে যুবরা তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। পরবর্তীকালে BJP-র সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই অভিযোগে দল তাঁকে বহিষ্কার করে। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে নিশীথ BJP-তে যোগ দেন। এবারের নির্বাচনে তাঁকে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী করে BJP। প্রার্থী হিসাবে নিশীথের নাম ঘোষণার পরেই তৃণমূলের নেতারা নিশীথকে আক্রমণ করতে শুরু করেন। তৃণমূলের অভিযোগ, BJP প্রার্থী একজন দাগি আসামি। তাঁর বিরুদ্ধে 11টি ফৌজদারি মামলা রয়েছে। খুন থেকে শুরু করে খুনের চেষ্টা, ব্যাঙ্ক ডাকাতি, চুরির মাল কেনা, সোনার দোকানে চুরির মতো মারাত্মক সব অভিযোগ।

রবীন্দ্রনাথ ঘোষ আজ আরও বলেন, "তাঁকে জেলের বাইরে রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হবে না। তাই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ, আইন অনুযায়ী তাঁকে জেলে ভেতরে ঢুকিয়ে দেওয়া হোক। তাহলেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব হবে কোচবিহারে।"

যদিও নিশীথ প্রামাণিক এই প্রসঙ্গ বলেন, "তৃণমূল BJP-কে ভয় পাচ্ছে। তাই এই ধরনের মন্তব্য করছে।"

Intro:দলীয় কার্যালয়ে আগুন, অভিযুক্তদের গ্রেপ্তারে দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ তৃণমূলের ৷


কোচবিহার :১২ ফেব্রুয়ারি : তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় থানা ঘেড়াও করে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের ৷সূত্রে খবর , গত ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ রাতে মাথাভাঙ্গা এক নং ব্লকের কুর্শামারী গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটে৷ 35 জনের বিজেপি কর্মী এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল কংগ্রেস৷ ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার না করায় এদিন তৃণমূল কর্মী সমর্থকরা মাথাভাঙ্গা থানা ঘিরে বিক্ষোভ মিছিল করে ৷তৃণমূল দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ চলে ৷ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মাথাভাঙ্গা ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মজিরুল হোসেন ৷ কুর্শামারীর প্রাক্তন প্রধান জুলজেলাল মিঞা সহ তৃণমূল কর্মী সমর্থকরা৷

তৃণমূল নেতা মজিরুল হোসেন বলেন গত পাঁচই ফেব্রুয়ারি রাতে কুর্শামারী বাজার সংলগ্ন তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিজেপি ৷ এই ঘটনার পর মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করা হয় অভিযুক্তদের নামে কিন্তু পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারে নি ,এলাকায় আতংকের পরিবেশ তৈরী হয়েছে ৷ দোষী ব্যক্তিদের গ্রেফতার করে এলাকায় শান্তি ফিরিয়ে আসুক ,যদি পুলিশ কোন পদক্ষেপ না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ৷

আর ,এক তৃণমূল নেতা জুলজেলাল মিয়া জানান অভিযুক্ত বিজেপি কর্মীদের পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ৷Body:SSConclusion:
Last Updated : Mar 28, 2019, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.