কোচবিহার, 12 জানুয়ারি : শহর কলকাতা ও হাওড়ার পর, চলতি বছরেই উত্তরবঙ্গে ইলেকট্রিক বাস চালানোর উদ্যোগ শুরু হয়েছে পরিবহন সংস্থা এনবিএসটিসি-র তত্বাবধানে । প্রাথমিকভাবে কোচবিহার ও শিলিগুড়ি ডিভিশনে ওই বাস রাস্তায় নামানো হবে। ইতিমধ্যেই এ ব্যাপারে রাজ্য পরিবহণ দপ্তরে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সংস্থার কোচবিহার ও শিলিগুড়ি ডিভিশনের স্বল্প দূরত্বের কোন কোন রুটে বাস চালানো হবে তা খতিয়ে দেখা হচ্ছে।
ইলেকট্রিক বাস চার্জ করার জন্য প্রয়োজনীয় চার্জিং পয়েন্ট চিহ্নিতকরণের প্রক্রিয়া চলছে। সংস্থার চেয়ারম্যান অপূর্ব সরকার বলেন, ‘‘ইলেক্ট্রিক বাস চালুর জন্য একটি প্রস্তাব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি, আগামী কয়েক মাসের মধ্যে ওই বাস কোচবিহারের রাস্তায় নামবে। জানা গিয়েছে, রাজ আমলে গড়ে ওঠা এনবিএসটিসি-র বাস বর্তমানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং ভিন রাজ্যে যাতায়াত করে। তবে, বর্তমানে পরিবেশের কথা মাথায় রেখে ইলেক্ট্রিক বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন সংস্থা এনবিএসটিসি।
আরও পড়ুন : শিলিগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত 3
সংস্থা সূত্রে জানা গিয়েছে, একবার ব্যাটারি চার্জ করলে প্রায় 30 কিলোমিটার পর্যন্ত সেই বাস যাতায়াত করতে পারবে। সেজন্য কোচবিহার ও শিলিগুড়ি ডিভিশনের স্বল্প দূরত্বে কোন কোন রুটে বাস চালানো যায় তা খতিয়ে দেখা হচ্ছে । কোচবিহার জেলার সদর থেকে তুফানগঞ্জ, দিনহাটা, নিউ কোচবিহার রুটে যাতায়াতের জন্য প্রাথমিক ভাবে রুট ঠিক করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে কোচবিহারের রাস্তায় নামবে পরিবেশবান্ধব ইলেক্ট্রিক বাস।