কোচবিহার, 24 অগস্ট : বন্ধ হয়ে থাকা রুটে বাস চালাবে এনবিএসটিসি (NBSTC) । সোমবার কোচবিহার ডিভিশন ও ডিপো অফিস পরিদর্শন শেষে বললেন এনবিএসটিসির সদ্য নিযুক্ত চেয়ারম্যান পার্থপ্রতিম রায় । চেয়ারম্যান পদ পাওয়ার পর সোমবার প্রথম সুনীতি রোডের ধারে কোচবিহার ডিভিশন অফিস ও ডিপোতে গিয়ে পাম্প-সহ বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখেন তিনি । কথা বলেন সেখানকার আধিকারিক-সহ কর্মীদের সঙ্গে ।
পরিদর্শন করার পর পার্থবাবু বলেন, "বন্ধ হয়ে থাকা বহু লাভজনক রুট আছে । সেই সব রুটে নতুন করে বাস চালানো হবে । ধীরে ধীরে সমস্ত ডিপো ঘুরে কোথায় কী ঘাটতি রয়েছে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করা হবে । পাশাপাশি কর্মসংস্থান বাড়ানো ও সংস্থার ফাঁকা জায়গাগুলো ব্যবহার করে কীভাবে সংস্থার আয় বাড়ানো যায় সেই উদ্যোগও নেওয়া হবে । "
পাশাপাশি এদিন কিছু কর্মী সময়মতো অফিসে না আসায় তাদের সময়ে অফিস আসতে বলেন । সবরকম ত্রুটি দূর করে এনবিএসটিসির হারানো গৌরব ফিরিয়ে আনাই তাঁর লক্ষ্য বলে জানান পার্থবাবু ।
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, গোটা রাজ্যে এই পরিবহণ সংস্থার চারটি ডিভিশন ও 21টি ডিপো রয়েছে । এছাড়া সেন্ট্রাল ওয়ার্কশপ, টার্মিনাল ও বহু জমি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । ডিপোগুলি কী অবস্থায় রয়েছে, কর্মীরা কেমন কাজ করছেন, কোথায় কোথায় খামতি রয়েছে সেসব সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার থেকে ডিপো পরিদর্শন শুরু করলেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায় । ডিপোতে কর্মীদের হাজিরা, তাঁরা কে কোন বিভাগে কি কাজকর্ম করেন সেটাও ঘুরে দেখেন তিনি ।
আরও পড়ুন : NBSTC Chairman : লক্ষ টাকার ঘাটতি মেটানোই চ্যালেঞ্জ এনবিএসটিসি-র নয়া চেয়ারম্যানের