কোচবিহার, ৬ জুন : জেলায় প্রতিদিন এক লাখের বেশি মানুষ 100 দিন প্রকল্পের কাজ করছেন । লকডাউনের জেরে জেলার বহু মানুষ কর্মহীন হয়ে ফিরেছেন। এঁরা প্রত্যেকেই ভিন রাজ্যে কাজ করতেন। তাঁদের জন্যই ১০০ দিনের প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷
কোচবিহার জেলার পাঁচটি মহকুমা থেকে বহু মানুষ দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ অন্যান্য রাজ্যে কাজের সন্ধানে যান । কোরোনা পরিস্থিতিতে ইতিমধ্যে ভিনরাজ্য থেকে শ্রমিকরা ট্রেনে, বাসে, ট্রাকে করে বাড়ি ফিরতে শুরু করেছেন । কতজন শ্রমিক ফিরেছেন সেই বিষয়ে কোচবিহার জেলাপ্রশাসন এখনও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি ।
জেলায় ফেরা শ্রমিকদের কর্মসংস্থানের লক্ষ্যে 100 দিনের কাজ শুরু হয়েছে । মে মাসে কোচবিহার জেলায় 100 দিনের কাজে 12 লাখ শ্রমিক নিয়োগ করা হয়েছে । চলতি মাসে তা বাড়িয়ে 20 লাখ শ্রমিক নিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে কোচবিহার জেলাপ্রশাসন । ইতিমধ্যে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে ।
পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "জেলার 12 টি ব্লকে প্রতিদিন এক লাখ মানুষ 100 দিনের কাজ করছেন । যে পরিযায়ী শ্রমিকদের জবকার্ড রয়েছে তাঁরা সরাসরি কাজ পাবেন । যাঁদের জবকার্ড নেই তাঁরা BDO অফিসে আবেদন করলেই তাঁদের কার্ড দেওয়া হবে ।"
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে আমরা নতুন করে তিন হাজার জবকার্ড তৈরি করেছি । আরও বেশি জবকার্ড তৈরির পরিকল্পনা রয়েছে । "