ETV Bharat / state

ভিনরাজ্য থেকে ফিরছেন শ্রমিকরা, কোচবিহার জেলায় বাড়ছে কোয়ারানটিন সেন্টার - migrant workers

ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা জেলায় ফিরে আসছেন । প্রতিদিনই সেই সংখ্যাটা বাড়ছে । জেলার 25টি কোয়ারানটিন সেন্টারে 1 হাজার 234 জন পর্যবেক্ষণে রয়েছেন ।

aa
কোয়ারানটাইন সেন্টার
author img

By

Published : May 12, 2020, 4:27 PM IST

কোচবিহার, 12 মে: ভিনরাজ্য থেকে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা । আর এর জেরে ভিড় বাড়তে শুরু করেছে কোচবিহার জেলার কোয়ারানটিন সেন্টারগুলিতে । গতকাল জেলার বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে 171 জনকে রাখা হয়েছে । আজ দক্ষিণবঙ্গ থেকে আরও শ্রমিকের ফেরার কথা । তাঁদেরও কোয়ারানটিন সেন্টারে রাখা হবে বলে জেলা স্বাস্থ্যবিভাগের তরফে জানানো হয়েছে ।

ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা জেলায় ফিরে আসছেন । প্রতিদিনই সেই সংখ্যাটা বাড়ছে । জেলার 25টি কোয়ারানটিন সেন্টারে 1 হাজার 234 জন পর্যবেক্ষণে রয়েছেন । গতকাল বিকালে নদিয়ার ফুলিয়া থেকে 111 জন শ্রমিক NBSTC-র চারটি বাসে কোচবিহারে ফিরেছেন । পুলিশের নজরদারিতে স্ক্রিনিংয়ের পর তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

আজ বীরভূমের রামপুরহাট থেকে 21 জন শ্রমিক হলদিবাড়িতে পৌঁছালে তাঁদেরও কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । জেলায় প্রতিদিন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের সংখ্যা বাড়ছে । তাই বাড়ানো হচ্ছে কোয়ারানটিন সেন্টারের সংখ্যাও । জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "জেলার পাঁচটি মহকুমাতেই কোয়ারানটিন সেন্টার বাড়ানো হচ্ছে ।"

কোচবিহার, 12 মে: ভিনরাজ্য থেকে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা । আর এর জেরে ভিড় বাড়তে শুরু করেছে কোচবিহার জেলার কোয়ারানটিন সেন্টারগুলিতে । গতকাল জেলার বিভিন্ন কোয়ারানটিন সেন্টারে 171 জনকে রাখা হয়েছে । আজ দক্ষিণবঙ্গ থেকে আরও শ্রমিকের ফেরার কথা । তাঁদেরও কোয়ারানটিন সেন্টারে রাখা হবে বলে জেলা স্বাস্থ্যবিভাগের তরফে জানানো হয়েছে ।

ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা জেলায় ফিরে আসছেন । প্রতিদিনই সেই সংখ্যাটা বাড়ছে । জেলার 25টি কোয়ারানটিন সেন্টারে 1 হাজার 234 জন পর্যবেক্ষণে রয়েছেন । গতকাল বিকালে নদিয়ার ফুলিয়া থেকে 111 জন শ্রমিক NBSTC-র চারটি বাসে কোচবিহারে ফিরেছেন । পুলিশের নজরদারিতে স্ক্রিনিংয়ের পর তাঁদের কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়েছে ।

আজ বীরভূমের রামপুরহাট থেকে 21 জন শ্রমিক হলদিবাড়িতে পৌঁছালে তাঁদেরও কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । জেলায় প্রতিদিন ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের সংখ্যা বাড়ছে । তাই বাড়ানো হচ্ছে কোয়ারানটিন সেন্টারের সংখ্যাও । জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "জেলার পাঁচটি মহকুমাতেই কোয়ারানটিন সেন্টার বাড়ানো হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.