ETV Bharat / state

কোচবিহারে জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

আজ সকালে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য স্কুলে যাচ্ছিল মেখলিগঞ্জের খড়খড়িয়া এপি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী৷ অভিযোগ, সেইসময় BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান তাদের শ্লীলতাহানি করে৷

BSF mollest school girl in Coochbihar
কোচবিহারের সেই স্কুল
author img

By

Published : Jan 23, 2020, 3:23 PM IST

কোচবিহার, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তী পালন করতে যাওয়ার পথে যাচ্ছিল ছাত্রীরা ৷ সেই সময় তাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক BSF জওয়ানের বিরুদ্ধে ৷ কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনা ৷ বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত জওয়ানকে ঘেরাও করা হয় ৷ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থানে ৷ অভিযুক্তকে ঘেরাওয়ের হাত থেকে উদ্ধার করে পুলিশ ৷ জানা গেছে. এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷

আজ সকালে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য স্কুলে যাচ্ছিল মেখলিগঞ্জের খড়খড়িয়া এপি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী৷ অভিযোগ, সেইসময় এক BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান তাদের শ্লীলতাহানি করে৷ ঘটনা জানাজানি হতেই উত্তেজিত জনতা অভিযুক্তকে ঘিরে ধরে৷ তাকে স্কুলের ভিতরে আটকে রাখা হয়৷ উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএসএফ আধিকারিকরা৷ পরে মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত জওয়ানকে উদ্ধার করে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, BSF-এর পক্ষ থেকে তাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷

কোচবিহার, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তী পালন করতে যাওয়ার পথে যাচ্ছিল ছাত্রীরা ৷ সেই সময় তাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক BSF জওয়ানের বিরুদ্ধে ৷ কোচবিহারের মেখলিগঞ্জের ঘটনা ৷ বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত জওয়ানকে ঘেরাও করা হয় ৷ খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থানে ৷ অভিযুক্তকে ঘেরাওয়ের হাত থেকে উদ্ধার করে পুলিশ ৷ জানা গেছে. এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷

আজ সকালে নেতাজির জন্মজয়ন্তী পালনের জন্য স্কুলে যাচ্ছিল মেখলিগঞ্জের খড়খড়িয়া এপি বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী৷ অভিযোগ, সেইসময় এক BSF-এর 148 নম্বর ব্যাটেলিয়নের জওয়ান তাদের শ্লীলতাহানি করে৷ ঘটনা জানাজানি হতেই উত্তেজিত জনতা অভিযুক্তকে ঘিরে ধরে৷ তাকে স্কুলের ভিতরে আটকে রাখা হয়৷ উত্তেজিত জনতা তাকে মারধরের চেষ্টা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান বিএসএফ আধিকারিকরা৷ পরে মেখলিগঞ্জ থানার পুলিশ গিয়ে অভিযুক্ত জওয়ানকে উদ্ধার করে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, BSF-এর পক্ষ থেকে তাদের স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয়৷ ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি৷

Intro:মেখলিগঞ্জে BSF জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা,অভিযুক্ত BSFকে উদ্দার করে থানায় নিয়ে আসে পুলিশ ৷কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের ১২৫ খরখরিয়া গ্রামের ঘটনা৷ অভিযোগ ,আজ সকালে খরখরিয়া এপি বিদ্যালয়ে কয়েক জন ছাত্রী বিদ্যালয়ে দিকে নেতাজীর জন্ম জয়ন্তী পালনে আসার পথে ১৪৮ নং ব্যাটালিয়ন এর এক জওয়ান ছাত্রীদের শ্লীলতাহানির করার চেষ্টা করে ,ঐ অভিযোগে গ্রাম বাসিরা অভিযুক্ত ওই BSF জওয়ানকে স্কুলের মধ্যে আটকে রাখে৷ উত্তেজিত গ্রামবাসি অভিযুক্ত BSFকে মারধোর করার চেষ্টা করে৷খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে BSF এর কর্তারা ৷ ঘটনা স্থলে ছুটে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ ,অভিযুক্ত BSFকে পুলিশ উদ্দার করে থানায় নিয়ে যায় ৷

এখনও পর্যন্ত অভিযোগ দায়ের হয়নি৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.