কোচবিহার, 5 সেপ্টেম্বর: গরুপাচার (Cattle Smuggling Case) নিয়ে ফের বিজেপিকে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (North Bengal Development Minister Udayan Guha) । তুফানগঞ্জে রবিবার রাতে এক সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "শিক্ষক নিয়োগ নিয়ে যদি পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতে পারেন তাহলে অমিত শাহ ও নিশীথ প্রামাণিকরা কেন গ্রেফতার হচ্ছেন না ! তাঁরাই বিএসএফের মন্ত্রী । আর বিএসএফ গরু পাচারে যুক্ত । তাই তাঁদেরও গ্রেফতার হওয়া উচিত । "
তিনি আরও বলেন, "আমি সীমান্তবর্তী এলাকায় বসবাস করি ৷ যে কোনও দিন আমাকে গরু পাচারকারী হিসেবে ফাঁসিয়ে দেওয়া হতে পারে । আপনারা অসম সীমানায় বসবাস করেন ৷ যে কোনও সময় তৃণমূল করার জন্য আপনার পিছনে কয়লা পাচারকারী হিসেবে সিবিআই কিংবা ইডিকে লাগিয়ে দিতে পারে । এর জন্য এখন থেকেই আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে ।"
আরও পড়ুন: 14 দিনের সিআইডি হেফাজত এনামূল-ঘনিষ্ঠ জেনারুলের
বিরোধী শিবিরকে তোপ দেগে উদয়ন বলেন, "বিজেপি রাজ্যভাগ নিয়ে গোলমাল পাকানোর চেষ্টা করছে । কিন্তু আমরা তা প্রতিরোধ করব । এর জন্যই দলের সমস্ত কর্মীদের 6 সেপ্টেম্বর কোচবিহারের মিছিলে যাওয়ার কথা বলা হয়েছে ।"