ETV Bharat / state

Udayan-Rabindranath Clash: উদয়নের মন্তব্যকে সমর্থন নয়, বর্তমান মন্ত্রীর সঙ্গে ফের তরজায় প্রাক্তন রবীন্দ্রনাথ - Rabindra Nath Ghosh

প্রকাশ্যে তরজা শাসকদলের দুই নেতার (Udayan Guha and Rabindra Nath Ghosh controversy)৷ উদয়নের পালটা হুঁশিয়ারির পালটা জবাব রবীন্দ্রনাথ ঘোষের ৷ দুই তাবড় নেতার গরমাগরম বক্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 15, 2022, 9:01 AM IST

কোচবিহার, 15 সেপ্টেম্বর: "হামার ছাওয়াক একটা ডাঙালে, হামরা চুড়ি পড়ে বসে থাকব না। হামরা দুটো ডাঙাব ।’’ মঙ্গলবার রাতে দিনহাটা শীতলকুচিতে তৃণমূলের এক সভায় ঠিক এই ভাষাতেই বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এ ধরনের মন্তব্যকে দল অনুমোদন করে না। এই ধরনের মন্তব্য যে করেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার।"

জানা গিয়েছে, গত রবিবার দিনহাটার শীতলকুচিতে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র এক মিছিলের আয়োজন করা হয়েছিল (Udayan Guha and Rabindra Nath Ghosh controversy)৷ সেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। বোমাবাজির পাশাপাশি তৃণমূলের কার্যালয়ে চলে ভাঙচুর। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে শীতলকুচি কর্মিসভায় আয়োজন করা হয়েছিল স্থানীয় তৃণমূল নেতার পক্ষ থেকে ৷ সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । তিনি বলেন, "ওরা কাঁচা বাঁশ নিয়ে মিছিল করেছে, কিন্তু সেই বাঁশের জ্বালা কতটা ওরা জানে না । আমার ছাওয়াক একটা ডাঙালে, আমরা চুড়ি পরে বসে থাকব না । আমরা দু'টো ডাঙাব । পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে, আমরা আমাদের মতো ব্যবস্থা নেব ।" মন্ত্রীর এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী । হিংসাত্মক আন্দোলন চায় না । সমর্থন করেন না । এই ধরনের মন্তব্য যদি কেউ করে তাহলে দল তা অনুমোদন করেন না । ওটা তাঁর ব্যক্তিগত ব্যাপার ।"

আরও পড়ুন : সীমান্তরক্ষী বাহিনীর জুলুমবাজি থেকে বাদ নেই মহিলারাও, অভিযোগ মন্ত্রী উদয়নের

শাসকদলের এই দুই নেতার সংঘাত প্রায়শই চলতে থাকে ৷ এবার ফের সেই তরজা প্রকাশ্যে ৷ দুই দলের নেতার একে অপরকে কটাক্ষ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে ৷

কোচবিহার, 15 সেপ্টেম্বর: "হামার ছাওয়াক একটা ডাঙালে, হামরা চুড়ি পড়ে বসে থাকব না। হামরা দুটো ডাঙাব ।’’ মঙ্গলবার রাতে দিনহাটা শীতলকুচিতে তৃণমূলের এক সভায় ঠিক এই ভাষাতেই বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "এ ধরনের মন্তব্যকে দল অনুমোদন করে না। এই ধরনের মন্তব্য যে করেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার।"

জানা গিয়েছে, গত রবিবার দিনহাটার শীতলকুচিতে বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র এক মিছিলের আয়োজন করা হয়েছিল (Udayan Guha and Rabindra Nath Ghosh controversy)৷ সেই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শীতলকুচি। বোমাবাজির পাশাপাশি তৃণমূলের কার্যালয়ে চলে ভাঙচুর। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে শীতলকুচি কর্মিসভায় আয়োজন করা হয়েছিল স্থানীয় তৃণমূল নেতার পক্ষ থেকে ৷ সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । তিনি বলেন, "ওরা কাঁচা বাঁশ নিয়ে মিছিল করেছে, কিন্তু সেই বাঁশের জ্বালা কতটা ওরা জানে না । আমার ছাওয়াক একটা ডাঙালে, আমরা চুড়ি পরে বসে থাকব না । আমরা দু'টো ডাঙাব । পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে, আমরা আমাদের মতো ব্যবস্থা নেব ।" মন্ত্রীর এই বক্তব্য ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী । হিংসাত্মক আন্দোলন চায় না । সমর্থন করেন না । এই ধরনের মন্তব্য যদি কেউ করে তাহলে দল তা অনুমোদন করেন না । ওটা তাঁর ব্যক্তিগত ব্যাপার ।"

আরও পড়ুন : সীমান্তরক্ষী বাহিনীর জুলুমবাজি থেকে বাদ নেই মহিলারাও, অভিযোগ মন্ত্রী উদয়নের

শাসকদলের এই দুই নেতার সংঘাত প্রায়শই চলতে থাকে ৷ এবার ফের সেই তরজা প্রকাশ্যে ৷ দুই দলের নেতার একে অপরকে কটাক্ষ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.