ETV Bharat / state

শুভেন্দু অধিকারীকে ফোন মিহির গোস্বামীর, শুরু জল্পনা - Mihir goswami calls Suvendu Adhikari

গতকাল সন্ধে নাগাদ শুভেন্দুকে ফোন করেন মিহির গোস্বামী । ফোনে বিভিন্ন বিষয় নিয়ে শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি । তবে রাজনৈতিক বিষয়ে কোনও কথা হয়নি বলে তাঁর দাবি ।

Mihir goswami calls Suvendu Adhikari
শুভেন্দু অধিকারীকে মিহির গোস্বামীর ফোন
author img

By

Published : Dec 3, 2020, 12:00 PM IST

Updated : Dec 3, 2020, 12:17 PM IST

কোচবিহার, 3 ডিসেম্বর : সৌগত রায়ের নেতৃত্বে মানভঞ্জনের পালা চলছিল । তাঁর দাবি মতো মঙ্গলবারের বৈঠকের পর সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও তাল কাটে তাঁকে করা শুভেন্দুর মেসেজে । তিনি কী করবেন তা নিয়ে এখনও জল্পনা চলছে । তারই মাঝে গতকাল সন্ধেয় তাঁকে ফোন করেন মিহির গোস্বামী । যিনি কয়েকদিন আগেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । যাতে জল্পনা আরও বেড়েছে ।

শুভেন্দুর সঙ্গে দলের দূরত্ব বাড়ার পর থেকেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায় । তাঁর জন্য তাঁদের দরজা খোলা বলে বারবার বার্তা দিয়েছেন একাধিক বিজেপি নেতা । কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এক দু'জন বাদ দিলে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা দাবি করে আসছিলেন তিনি দলেই রয়েছেন । মান ভাঙাতে একাধিকবার বৈঠক করেছেন সৌগত রায় । তাঁর উদ্যোগেই মঙ্গলবার শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ছিলেন প্রশান্ত কিশোরও । সেই বৈঠকের পরই সৌগতবাবু সংবাদমাধ্যমে জানিয়ে দেন, সব ঠিকঠাক হয়ে গিয়েছে । হয়তো শুভেন্দু এর মধ্যে সাংবাদিক বৈঠক করে তাঁর অবস্থান জানিয়ে দেবেন । আর তাতেই তাল কাটে । ক্ষুব্ধ শুভেন্দু তাঁকে মেসেজ করে জানিয়ে দেন, আর একসঙ্গে কাজ করা যাবে না । আর গতকাল রাতেই তাঁকে ফোন করেন মিহির গোস্বামী ।

কিন্তু কেন শুভেন্দুকে ফোন ? মিহিরবাবু বলেন , "শুভেন্দুর বাবা শিশির অধিকারী সম্পর্কে আমার কাকাবাবু হন । তাঁর সঙ্গে দীর্ঘ 35 বছরের সম্পর্ক । অধিকারী পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে । সেই সম্পর্কের জেরে শুভেন্দুকে সন্ধেয় ফোন করেছিলাম । আমি যে BJP-তে যোগ দিয়েছি সে কথা বললাম । এছাড়া অন্য অনেক আলোচনা হয়েছে । তবে রাজনৈতিক বিষয়ে তেমন কিছু আলোচনা হয়নি ।" 15 মিনিটের মতো আলোচনা হলেও সবটাই সৌজন্যমূলক বলে তাঁর দাবি ।

তিনি যতই সৌজন্যমূলক বলুন, এই পরিস্থিতিতে শুভেন্দুকে তাঁর ফোন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশের মত । কারণ বারবার বিজেপি নেতারা শুভেন্দুকে দলে নিতে বার্তা দিয়ে চলেছেন । তাঁর প্রশংসাও শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায় । আর কয়েকদিন আগেই মিহিরবাবু বিজেপিতে যোগ দিয়েছেন । তাই অনেকেরই মত, শুভেন্দুর মান ভাঙাতে যেমন শিশির অধিকারীর সঙ্গে সৌগত রায়ের সুসম্পর্ককে কাজে লাগাতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব তেমনই বিজেপিও হয়তো চাইছে মিহিরবাবুর সঙ্গে শুভেন্দুর পরিবারের দীর্ঘদিনের সম্পর্ককে কাজে লাগাতে । যদিও মিহির গোস্বামীর সঙ্গে ফোনে কথোপকথন নিয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

কোচবিহার, 3 ডিসেম্বর : সৌগত রায়ের নেতৃত্বে মানভঞ্জনের পালা চলছিল । তাঁর দাবি মতো মঙ্গলবারের বৈঠকের পর সবকিছু ঠিকঠাক হয়ে গেলেও তাল কাটে তাঁকে করা শুভেন্দুর মেসেজে । তিনি কী করবেন তা নিয়ে এখনও জল্পনা চলছে । তারই মাঝে গতকাল সন্ধেয় তাঁকে ফোন করেন মিহির গোস্বামী । যিনি কয়েকদিন আগেই দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । যাতে জল্পনা আরও বেড়েছে ।

শুভেন্দুর সঙ্গে দলের দূরত্ব বাড়ার পর থেকেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়ায় । তাঁর জন্য তাঁদের দরজা খোলা বলে বারবার বার্তা দিয়েছেন একাধিক বিজেপি নেতা । কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো এক দু'জন বাদ দিলে তৃণমূলের একাধিক শীর্ষ নেতা দাবি করে আসছিলেন তিনি দলেই রয়েছেন । মান ভাঙাতে একাধিকবার বৈঠক করেছেন সৌগত রায় । তাঁর উদ্যোগেই মঙ্গলবার শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । ছিলেন প্রশান্ত কিশোরও । সেই বৈঠকের পরই সৌগতবাবু সংবাদমাধ্যমে জানিয়ে দেন, সব ঠিকঠাক হয়ে গিয়েছে । হয়তো শুভেন্দু এর মধ্যে সাংবাদিক বৈঠক করে তাঁর অবস্থান জানিয়ে দেবেন । আর তাতেই তাল কাটে । ক্ষুব্ধ শুভেন্দু তাঁকে মেসেজ করে জানিয়ে দেন, আর একসঙ্গে কাজ করা যাবে না । আর গতকাল রাতেই তাঁকে ফোন করেন মিহির গোস্বামী ।

কিন্তু কেন শুভেন্দুকে ফোন ? মিহিরবাবু বলেন , "শুভেন্দুর বাবা শিশির অধিকারী সম্পর্কে আমার কাকাবাবু হন । তাঁর সঙ্গে দীর্ঘ 35 বছরের সম্পর্ক । অধিকারী পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে । সেই সম্পর্কের জেরে শুভেন্দুকে সন্ধেয় ফোন করেছিলাম । আমি যে BJP-তে যোগ দিয়েছি সে কথা বললাম । এছাড়া অন্য অনেক আলোচনা হয়েছে । তবে রাজনৈতিক বিষয়ে তেমন কিছু আলোচনা হয়নি ।" 15 মিনিটের মতো আলোচনা হলেও সবটাই সৌজন্যমূলক বলে তাঁর দাবি ।

তিনি যতই সৌজন্যমূলক বলুন, এই পরিস্থিতিতে শুভেন্দুকে তাঁর ফোন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশের মত । কারণ বারবার বিজেপি নেতারা শুভেন্দুকে দলে নিতে বার্তা দিয়ে চলেছেন । তাঁর প্রশংসাও শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায় । আর কয়েকদিন আগেই মিহিরবাবু বিজেপিতে যোগ দিয়েছেন । তাই অনেকেরই মত, শুভেন্দুর মান ভাঙাতে যেমন শিশির অধিকারীর সঙ্গে সৌগত রায়ের সুসম্পর্ককে কাজে লাগাতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব তেমনই বিজেপিও হয়তো চাইছে মিহিরবাবুর সঙ্গে শুভেন্দুর পরিবারের দীর্ঘদিনের সম্পর্ককে কাজে লাগাতে । যদিও মিহির গোস্বামীর সঙ্গে ফোনে কথোপকথন নিয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Last Updated : Dec 3, 2020, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.