ETV Bharat / state

কোচবিহারে শাসকদলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বাম বিধায়ক, নেই মিহির গোস্বামী - কোচবিহার পৌরসভা

রাস উৎসব উপলক্ষে যে কোচবিহার পৌরসভার উদ্যোগে শিল্প মেলা আয়োজিত হবে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়কের নাম । এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে জেলার সমস্ত শাসকদলের বিধায়ক এমনকী বাম বিধায়ক নগেন্দ্রনাথ রায়ের নাম রয়েছে । অথচ নাম নেই কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া বিধায়ক মিহির গোস্বামীর ।

Mihir Goswami is not invited
শিল্প মেলা
author img

By

Published : Dec 4, 2020, 5:12 PM IST

Updated : Dec 4, 2020, 5:26 PM IST

কোচবিহার, 4 ডিসেম্বর : কোচবিহার পৌরসভার উদ্যোগে আয়োজিত শিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠান আজ । দল-বদল করতেই শাসকদলের সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই বিজেপিতে যোগদানকারী বিধায়ক মিহির গোস্বামীর । এই মেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

রাস উৎসব উপলক্ষে যে কোচবিহার পৌরসভার উদ্যোগে শিল্প মেলা আয়োজিত হবে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়কের নাম । নেই বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের নাম । আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কোচবিহারে । আজ বিকেল পাঁচটায় কোচবিহারের স্টেডিয়াম এর মাঠে রাস উৎসব উপলক্ষে শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে । এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে জেলার সমস্ত শাসকদলের বিধায়ক এমনকী বাম বিধায়ক নগেন্দ্রনাথ রায়ের নাম রয়েছে । অথচ নাম নেই কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া বিধায়ক মিহির গোস্বামীর ।

আরও পড়ুন : তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী BJP-তে যোগ দিতেই উচ্ছ্বাস কোচবিহারে

মিহিরবাবু জানান, "এটা রাজনৈতিক অসৌজন্যতার পরিচয় । এই ঘটনাকে কেন্দ্র করে জোর তরজা শুরু হয়েছে । যদিও অনুষ্ঠানের উদ্যোক্তা তথা কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের নাম দিতে গেলে অনুমতি লাগে । কোচবিহার দক্ষিণের বিধায়ক ও সংসদকে ফোনে পাওয়া যায়নি । তাঁদের অনুমতি না মেলায় আমন্ত্রণ পত্রে নাম দেওয়া যায়নি ।"

কোচবিহারে শাসকদলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নেই মিহির গোস্বামী
Mihir Goswami is not invited
অনুষ্ঠানের আমন্ত্রণপত্র

কোচবিহার, 4 ডিসেম্বর : কোচবিহার পৌরসভার উদ্যোগে আয়োজিত শিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠান আজ । দল-বদল করতেই শাসকদলের সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই বিজেপিতে যোগদানকারী বিধায়ক মিহির গোস্বামীর । এই মেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

রাস উৎসব উপলক্ষে যে কোচবিহার পৌরসভার উদ্যোগে শিল্প মেলা আয়োজিত হবে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়কের নাম । নেই বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের নাম । আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কোচবিহারে । আজ বিকেল পাঁচটায় কোচবিহারের স্টেডিয়াম এর মাঠে রাস উৎসব উপলক্ষে শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে । এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে জেলার সমস্ত শাসকদলের বিধায়ক এমনকী বাম বিধায়ক নগেন্দ্রনাথ রায়ের নাম রয়েছে । অথচ নাম নেই কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া বিধায়ক মিহির গোস্বামীর ।

আরও পড়ুন : তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী BJP-তে যোগ দিতেই উচ্ছ্বাস কোচবিহারে

মিহিরবাবু জানান, "এটা রাজনৈতিক অসৌজন্যতার পরিচয় । এই ঘটনাকে কেন্দ্র করে জোর তরজা শুরু হয়েছে । যদিও অনুষ্ঠানের উদ্যোক্তা তথা কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের নাম দিতে গেলে অনুমতি লাগে । কোচবিহার দক্ষিণের বিধায়ক ও সংসদকে ফোনে পাওয়া যায়নি । তাঁদের অনুমতি না মেলায় আমন্ত্রণ পত্রে নাম দেওয়া যায়নি ।"

কোচবিহারে শাসকদলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নেই মিহির গোস্বামী
Mihir Goswami is not invited
অনুষ্ঠানের আমন্ত্রণপত্র
Last Updated : Dec 4, 2020, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.