ETV Bharat / state

মেখলিগঞ্জের কোয়ারানটিন সেন্টারে নিয়ম মেনে হচ্ছে না টেস্ট, বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের - COVID-19

শ্রমিকদের অভিযোগ কোয়ারানটিন সেন্টারে 15 দিন থাকলেও তাদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হচ্ছে না । যাদের নমুনা নেওয়া হয়েছে তাদের রিপোর্ট দিচ্ছে না স্থানীয় প্রশাসন ।

Migrant labours protest over covid-19 test in mekhliganje
রাস্তা অবরোধ করলেন পরিযায়ী শ্রমিকরা
author img

By

Published : Jun 1, 2020, 5:59 PM IST

মেখলিগঞ্জ, 1 জুন : কোয়ারানটিন সেন্টারে 15 দিন থাকার পরেও COVID-19 এর পরীক্ষার রিপোর্ট আসেনি । অনেকের সোয়াবের নমুনা পরীক্ষার পাঠানো হয়নি । এর প্রতিবাদে সরকারি কোয়ারানটিন সেন্টার থেকে বেরিয়ে রাস্তা অবরোধ করল পরিযায়ী শ্রমিকরা ৷ কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহের ঘটনা ৷

মেখলিগঞ্জের জামালদহে একটি কমিউনিটি হলে কোয়ারানটিন সেন্টার খোলা হয়েছে । ভিন রাজ্য থেকে এসে পরিযায়ী শ্রমিকরা সেখানেই থাকছে । অভিযোগ, সেখানে থাকার পর 15 দিন পেরিয়ে গেলেও সোয়াব টেস্টের রিপোর্ট আসছে না । আবার অনেকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে না । এর প্রতিবাদে আজ সকাল 10 টা থেকে কোয়ারানটিন সেন্টারের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকরা । কোয়ারানটিন সেন্টারের সামনের রাস্তা অবরোধ করা হয় ।

পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, “প্রতিদিন কোরানা সংক্রমণ বেড়ে চলেছে । আমরা আতঙ্কে রয়েছি । কয়েকজন কোরোনা আক্রান্ত হলে বাকিরা সংক্রমিত হবেন ৷”পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । পুলিশের তরফে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । পুলিশের আশ্বাসের পর পরিযায়ী শ্রমিকরা অবরোধ তুলে নেন ৷ পাশাপাশি তারা হুমকি দেয়, "যদি আজকের মধ্যে রিপোর্ট না আসে তাহলে রাজ্য সড়ক অবরোধ করব ৷"

মেখলিগঞ্জ, 1 জুন : কোয়ারানটিন সেন্টারে 15 দিন থাকার পরেও COVID-19 এর পরীক্ষার রিপোর্ট আসেনি । অনেকের সোয়াবের নমুনা পরীক্ষার পাঠানো হয়নি । এর প্রতিবাদে সরকারি কোয়ারানটিন সেন্টার থেকে বেরিয়ে রাস্তা অবরোধ করল পরিযায়ী শ্রমিকরা ৷ কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহের ঘটনা ৷

মেখলিগঞ্জের জামালদহে একটি কমিউনিটি হলে কোয়ারানটিন সেন্টার খোলা হয়েছে । ভিন রাজ্য থেকে এসে পরিযায়ী শ্রমিকরা সেখানেই থাকছে । অভিযোগ, সেখানে থাকার পর 15 দিন পেরিয়ে গেলেও সোয়াব টেস্টের রিপোর্ট আসছে না । আবার অনেকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে না । এর প্রতিবাদে আজ সকাল 10 টা থেকে কোয়ারানটিন সেন্টারের বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ দেখায় পরিযায়ী শ্রমিকরা । কোয়ারানটিন সেন্টারের সামনের রাস্তা অবরোধ করা হয় ।

পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, “প্রতিদিন কোরানা সংক্রমণ বেড়ে চলেছে । আমরা আতঙ্কে রয়েছি । কয়েকজন কোরোনা আক্রান্ত হলে বাকিরা সংক্রমিত হবেন ৷”পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে আসে মেখলিগঞ্জ থানার পুলিশ । পুলিশের তরফে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে । পুলিশের আশ্বাসের পর পরিযায়ী শ্রমিকরা অবরোধ তুলে নেন ৷ পাশাপাশি তারা হুমকি দেয়, "যদি আজকের মধ্যে রিপোর্ট না আসে তাহলে রাজ্য সড়ক অবরোধ করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.