ETV Bharat / state

কোরোনা পরিস্থিতিতে কাজের খোঁজে ভিন রাজ্যে রওনা শ্রমিকদের - migrant labourers went to another state

কোরোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ৷ তারই মধ্যে ভিন রাজ্যে ফের পাড়ি জমাচ্ছে পরিযায়ী শ্রমিকেরা ৷ কয়েকমাস ধরে কাজ না থাকায় আর্থিক সমস্যায় পড়েছেন তাঁরা ৷ তাই কাজের ভিন রাজ্যে পাড়ি দিলেন শ্রমিকরা ৷ গতকাল কোচবিহারের একাধিক জায়গা থেকে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে শতাধিক শ্রমিক রওনা দেন ৷

migrant-labourers-went-to-another-state-in-this-corona-situation
মেখলিগঞ্জ ব্লক থেকে শতাধিক শ্রমিক ভিন রাজ্যে পাড়ি দেন
author img

By

Published : Sep 13, 2020, 10:58 AM IST

কোচবিহার, 13 সেপ্টেম্বর : কোরানা পরিস্থিতির মধ্যে ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসতে হয়েছে বাড়িতে ৷ কিন্তু, টানা কয়েক মাস নিজেদের বাড়িতে বসে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা । পরিবারের সদেস্যদের দুই বেলা খাবারের ব্যবস্থা করতে সমস্যায় পড়েছেন তারা ৷ ওই অবস্থায় বাধ্য হয়ে ফের ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুরি, জামালদহ এলাকার শতাধিক শ্রমিক গতকাল পাড়ি দেন দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালায় ৷

দু'টি বাসে শ্রমিকরা রওনা দেন ৷ শ্রমিকদের অভিযোগ, রাজ্যে ফিরিয়ে আনার সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কিছুই মেলেনি । কর্মহীন হয়ে থাকায় সংসার চরম সমস্যা চলছে । সংসার প্রতিপালনের জন্যই কোরোনা ভীতিকে দূরে সরিয়ে রেখে তারা ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন তাঁরা ৷

রঞ্জিত রায়, প্রতাপ বর্মন, সঞ্জয় বর্মনরা বলেন, "ছ'মাসের বেশি সময় ধরে কর্মহীন থেকে পরিবারের অভাব অনটন সামলাতে পারছি না ৷ কিন্তু, কাজ না করলে সন্তানরা কী খাবে, কাজ পাব কোথায়, তাই কোরানা সংক্রমণ বাড়লেও কাজে তো যেতে হবে ৷" মেখলিগঞ্জের পরিযায়ী শ্রমিক সমিতির নেতা রঞ্জিত কুমার রায় জানান, "ভিনরাজ্য থেকে হাজার হাজার শ্রমিক বাড়ি ফিরেছেন, কয়েকমাস ধরে তারা কর্মহীন, সংসারে অনটন দেখা দিয়েছে ৷ সরকারিভাবে কর্মসংস্থান দেওয়ার আশ্বাস দিলেও তা কিছুই করা হয়নি ৷"

সংগঠনের তরফে পরিযায়ী শ্রমিকদের কাজের দাবি জানানো হয়েছে প্রশাসনের বিভিন্ন মহলে । ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকরা নিজেদের গ্রামে যাতে কাজ পান তার দাবিতে মেখলিগঞ্জ ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হবে ৷ উল্লেখ্য, ভিন রাজ্য ফেরৎ পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের দাবিতে একাধিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখিয়েছে পরিযায়ী শ্রমিক সমিতি । কিন্তু কোনও গ্রাম পঞ্চায়েত দপ্তর উদ্যোগ নেয়নি ৷ যার জেরে ফের ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন শ্রমিকরা ৷

কোচবিহার, 13 সেপ্টেম্বর : কোরানা পরিস্থিতির মধ্যে ভিনরাজ্যে শ্রমিকের কাজে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ফিরে আসতে হয়েছে বাড়িতে ৷ কিন্তু, টানা কয়েক মাস নিজেদের বাড়িতে বসে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা । পরিবারের সদেস্যদের দুই বেলা খাবারের ব্যবস্থা করতে সমস্যায় পড়েছেন তারা ৷ ওই অবস্থায় বাধ্য হয়ে ফের ভিন রাজ্যে কাজের জন্য যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা ৷ কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের উচুলপুকুরি, জামালদহ এলাকার শতাধিক শ্রমিক গতকাল পাড়ি দেন দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং কেরালায় ৷

দু'টি বাসে শ্রমিকরা রওনা দেন ৷ শ্রমিকদের অভিযোগ, রাজ্যে ফিরিয়ে আনার সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে কিছুই মেলেনি । কর্মহীন হয়ে থাকায় সংসার চরম সমস্যা চলছে । সংসার প্রতিপালনের জন্যই কোরোনা ভীতিকে দূরে সরিয়ে রেখে তারা ভিনরাজ্যে পাড়ি দিচ্ছেন তাঁরা ৷

রঞ্জিত রায়, প্রতাপ বর্মন, সঞ্জয় বর্মনরা বলেন, "ছ'মাসের বেশি সময় ধরে কর্মহীন থেকে পরিবারের অভাব অনটন সামলাতে পারছি না ৷ কিন্তু, কাজ না করলে সন্তানরা কী খাবে, কাজ পাব কোথায়, তাই কোরানা সংক্রমণ বাড়লেও কাজে তো যেতে হবে ৷" মেখলিগঞ্জের পরিযায়ী শ্রমিক সমিতির নেতা রঞ্জিত কুমার রায় জানান, "ভিনরাজ্য থেকে হাজার হাজার শ্রমিক বাড়ি ফিরেছেন, কয়েকমাস ধরে তারা কর্মহীন, সংসারে অনটন দেখা দিয়েছে ৷ সরকারিভাবে কর্মসংস্থান দেওয়ার আশ্বাস দিলেও তা কিছুই করা হয়নি ৷"

সংগঠনের তরফে পরিযায়ী শ্রমিকদের কাজের দাবি জানানো হয়েছে প্রশাসনের বিভিন্ন মহলে । ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকরা নিজেদের গ্রামে যাতে কাজ পান তার দাবিতে মেখলিগঞ্জ ব্লক প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হবে ৷ উল্লেখ্য, ভিন রাজ্য ফেরৎ পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের দাবিতে একাধিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখিয়েছে পরিযায়ী শ্রমিক সমিতি । কিন্তু কোনও গ্রাম পঞ্চায়েত দপ্তর উদ্যোগ নেয়নি ৷ যার জেরে ফের ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন শ্রমিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.