কোচবিহার, 12 অগাস্ট : কাটমানি ইশুতে উত্তাল কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভা ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয়দের কাছ থেকে কাটমানি নেন মেখলিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মন্টু মণ্ডল । মন্টুবাবু 11 অগাস্ট সব টাকা ফেরত দেবেন বলে মুচলেকা দেন । সেই মতো গতকাল মন্টু মণ্ডলের বাড়ির সামনে উপস্থিত হন স্থানীয়রা । কিন্তু অভিযুক্ত কাউন্সিলর জানান, তিনি টাকা ফেরত দেবেন না । এর প্রতিবাদে শুরু হয় অবস্থান বিক্ষোভ । বিক্ষোভ চলে সকাল 10 টা থেকে রাত 8 টা পর্যন্ত ।
অবস্থা বেগতিক দেখে মন্টু মণ্ডল শেষ পর্যন্ত মাত্র পাচঁজনকে কিছু টাকা ফেরত দেন । বাকি টাকা বুধবার দেবেন বলে আরও একটি মুচলেকা দেন । এবিষয়ে স্থানীয়দের অভিযোগ, " মন্টু মণ্ডল প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেবেন বলে কারও কাছ থেকে 20 হাজার টাকা, কারও কাছ থেকে 40 হাজার করে টাকা নেন । আমরা সেই টাকা ফেরত চাই ৷" বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, "তিনি(মন্টু মণ্ডল) যদি টাকা ফেরত না দেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ৷" মালা রায় নামে এক বিক্ষোভকারী জানান, "আমার স্বামী নেই । এক সন্তান নিয়ে মাসে মাত্র 2000 টাকা আয়ে কোনওরকমে দিনপাত করি । কাউন্সিলর সরকারি ঘর দেবেন বলে আমার কাছ থেকে 20 হাজার টাকা নিয়েছিলেন । কিন্তু পরে কোনও ঘর দেননি ।" এবিষয়ে পৌরসভার বাসিন্দা আসেকার রহমান বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের নাম করে প্রায় 14 লাখ টাকা তুলেছেন তৃণমূল কাউন্সিলর মন্টু মণ্ডল ৷ সেই কাটমানি ফেরত দেওয়ার কথা ছিল আজ । কিন্তু টাকা ফেরত পাননি বাসিন্দারা । টাকা ফেরত না দিলে তারা বড় বিক্ষোভে নামবেন ।"
এব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর মন্টু মণ্ডলের কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, "BJP -র চাপে কাটমানি ফেরত দেব বলে এক মাস আগে মুচলেকা দিয়েছি । আজ কয়েকজনকে টাকা ফিরিয়ে দিয়েছি ৷"