মাথাভাঙা, 14 অগস্ট: ভিলেজ পুলিশকে আক্রমণের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ আহত ভিলেজ পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায় (Mathabhanga Village Police allegedly attacked by Police in Coochbehar) ৷
সূত্রের খবর, শনিবার রাত দশটা নাগাদ মাথাভাঙার থানাপাড়ার ব্রজনাথ রোডের সামনে ঘটনাটি ঘটে । জখম ভিলেজ পুলিশকর্মী মোজাফফর হোসেনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁকে বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং লক্ষ্য করে গুলিও চালানো হয় ৷ মাথাভাঙায় মহকুমা হাসপাতালে এখন চিকিৎসাধীন জখম ভিলেজ পুলিশ কর্মী ৷
আরও পড়ুন: গয়েশপুরে মহিলাদের বচসাকে কেন্দ্র করে বোমাবাজি, গ্রেফতার বহু; আহত 4 পুলিশকর্মী
হাসপাতালে বেডে শুয়ে তিনি গুলি চালানোর অভিযোগ করলেও তা মানতে নারাজ পুলিশ । মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকও জানিয়েছেন, মোজাফফর হোসেনের মাথায় যে ক্ষত রয়েছে, তা গুলির বলে মনে হচ্ছে না । তবে কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
মাথাভাঙার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানিয়েছেন, মাথাভাঙা পৌরসভা এলাকায় কুর্শামারীর ভিলেজ পুলিশ কয়েকজন লোকের হাতে আক্রান্ত হয়েছেন । মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয় । মেডিকেল অফিসার প্রাথমিকভাবে জানিয়েছেন, মাথায় যে আঘাত রয়েছে তাতে গুলি লাগার কোনও চিহ্ন নেই । তাঁকে স্ক্যানের জন্য কোচবিহারের এমজেএন হাসপাতালে রেফার করা হয়েছে ।