মাথাভাঙ্গা (কোচবিহার), 8 মে : বাড়ি ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে সাহায্যের আশ্বাস দিলেন মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন । ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক হিংসায় মাথাভাঙা বিধানসভার পচাগড় অঞ্চলের প্রায় শতাধিক বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছেন ৷ বর্তমানে তাঁরা মাথাভাঙা বিধানসভার পারাডুবি সংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছেন ।
শনিবার মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক সুশীল বর্মন বাড়িছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন ৷ তাদের সাথে কথা বলে সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি । এবিষয়ে বিধায়ক সুশীল বর্মন অভিযোগ করেছেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য জুড়ে গণতন্ত্র বিপন্ন । তিনি অভিযোগ করেছেন বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের মারধর, বাড়ি ভাঙচুর, লুটপাট করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ পুলিশ প্রশাসনকে বারবার জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর ৷ এদিন শাসকদল তৃণমূল কংগ্রেসকে হুশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে রাজনৈতিক হিংসা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেবে বিজেপি ।
আরও পড়ুন : দুর্গাপুর পৌরনিগমে ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল
বাড়িছাড়া বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল ৷ এলাকায় বোমাবাজি করছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এমনকি বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ । বাড়ি ভাঙচুর করার পাশাপাশি লুটপাট চালাযনো হয় বলে অভিযোগ করেন পারাডুবিতে আশ্রয় নেওয়া ওই বিজেপি কর্মীরা । প্রশাসনের কাছে বাড়ি ফেরাতে আর্জিও জানিয়েছেন তাঁরা । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে ।