কোচবিহার, ৩ এপ্রিল : আজ দিনহাটার সভা দিয়ে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থলে যান রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ সহ অন্যরা।
রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় 3টি সভা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও 2টি সভা করবেন। সেই সভাগুলির প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে।"
মাঝে বাকি আর এক সপ্তাহ। তারপরই কোচবিহার কেন্দ্রে ভোট। ইতিমধ্যেই জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। BJP নেতা দিলীপ ঘোষ, রূপা গাঙ্গুলি থেকে তৃণমূল নেতা সুব্রত বক্সি প্রচার সেরে গেছেন। আর আজ থেকে কোচবিহারের বিভিন্ন এলাকায় প্রচার করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে দিনহাটায় সংহতি ময়দানে সভা করবেন তিনি। আগামীকাল সভা করবেন মাথাভাঙা কলেজ মাঠে। কোচবিহার রাসমেলার মাঠে আরও একটি সভা করবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও কোচবিহারে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর দু'টি সভা রয়েছে। প্রথম সভাটি হবে গোসাইরহাট হাইস্কুল মাঠে। পরের সভাটি করবেন তুফানগঞ্জ স্টেডিয়ামে।