ETV Bharat / state

Mamata on Rajbanshi Development : ভরসা করুন, ভুল বুঝবেন না ; রাজবংশীদের বার্তা মমতার - Bengal CM Mamata Banerjee at Cooch Behar

বুধবার কোচবিহারে বীর চিলা রায়ের জন্মদিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee at Cooch Behar) ৷ সেখানে তিনি রাজবংশীদের জন্য করা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন (Mamata on Rajbanshi Development) ৷ পাশাপাশি বার্তা দেন, ‘‘বিশ্বাস, ভরসা, আস্থা রাখবেন ৷ ভুল বুঝবেন না ৷’’

mamata banerjee says rajbanshis to have faith on bengal government
Mamata on Rajbanshi Development : ভরসা করুন, ভুল বুঝবেন না ; রাজবংশীদের বার্তা মমতার
author img

By

Published : Feb 16, 2022, 7:11 PM IST

কোচবিহার, 16 ফেব্রুয়ারি : তাঁর সরকারের প্রতি যাতে রাজবংশীরা বিশ্বাস, ভরসা ও আস্থা রাখে, বুধবার সেই আবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee says Rajbanshis to have faith on Bengal Government) ৷ কোচবিহারের একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বললেন, ‘‘বিশ্বাস, ভরসা, আস্থা রাখবেন ৷ ভুল বুঝবেন না ৷’’

একই সঙ্গে তিনি বার্তা দিলেন গোটা উত্তরবঙ্গকে ৷ কোচবিহার থেকে মালদা, উত্তরবঙ্গের প্রতিটি জেলার নাম উল্লেখ করে সেখানে আরও উন্নয়ন করার এবং ওই জেলাগুলিকে উন্নততর করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী ৷

মমতার এই বার্তাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে পরিস্থিতি কিছুটা ভালো হলেও বিজেপির দাপট অব্যাহত ছিল ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, শিলিগুড়িতে গেরুয়া শিবিরকে উড়িয়ে দিয়ে পৌরনিগম দখল করেছে তৃণমূল ৷ আগামী 27 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বেশ কয়েকটি পৌরসভায় ভোট ৷ সেখানেও যাতে ভালো ফল হয়, সেই দিকে তাকিয়েই এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার কোচবিহারের বাণেশ্বরের সিদ্ধ্বশ্বরীতে বীর চিলা রায়ের জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata Banerjee at Cooch Behar) ৷ সেখানে হাজির ছিলেন কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গ ও নিম্ন অসমের বিভিন্ন জেলা থেকে গ্রেটারের কর্মী-সমর্থকরা ৷ বীর চিলা রায়ের 512 তম জন্মদিবসে তাঁকে আমন্ত্রণের জন্য মমতা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷

কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বীর চিলা রায়ের বীরত্বের কাহিনিও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে ৷ তিনি জানিয়েছেন, বীরত্বের কাহিনি সারা ভারতের মানুষকে তিনি শোনাতে চান ৷ তাই তিনি বলেন, ‘‘বীর চিলা রায়ের নামে আরও অনেক কিছু করতে চাই ৷ তাঁর সঙ্গে রাজবংশী বীরত্ব ও মানবিকতা জড়িয়ে রয়েছে ৷ বীর চিলা রায়ের 15 ফুট উঁচু মূর্তি তৈরি করবে ৷ খরচ হবে 18 লক্ষ টাকা ৷’’

এছাড়া তিনি রাজবংশীদের উন্নয়নের জন্য বাংলার সরকার তাঁর আমলে কী কী করেছে, সেই খতিয়ানও তুলে ধরেন (Mamata on Rajbanshi Development) ৷ তিনি জানান, রাজবংশীদের সম্মানে রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি হয়েছে ৷ ওই ব্যাটালিয়নে সিভিক ভলান্টিয়ার হিসেবে গ্রেটারের নারায়ণী সেনার সদস্যদের কাজের সুযোগ করে দিতে চান বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ যদিও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ। এদিন তিনি বলেন, ‘‘ওরা চাকরি করবে কি না এটা ওদের ব্যাপার। আমি এব্যপারে কিছু বলব না।’’

অন্যদিকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, কোচবিহারের রাজার নামে মেডিক্যাল কলেজ করা হচ্ছে ৷ 27 একর জমিতে ঠাকুর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ৷ খালিসামারিতে 17 একর জমিতে এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয়েছে ৷ কোচবিহারে বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসকে পঞ্চানননগর হিসেবে নাম দেওয়া হয়েছে ৷

এছাড়া তিনি জানান, রাজবংশী ভাষা অ্যাকাডেমি তৈরি করা হয়েছে ৷ দেওয়া হয়েছে 5 কোটি৷ কামতাপুরি ভাষা সাহিত্য অ্যাকাডিমর জন্য 5 কোটি দেওয়া হয়েছে ৷ আলিপুরদুয়ারে রাজবংশী সাংস্কৃতিক অ্যাকাডেমি তৈরি হচ্ছে৷ 200টি স্কুলে রাজবংশী ভাষায় পড়ানো হবে ৷ তিনি আরও জানান, কোচবিহারে হেরিটেজ টাউন তৈরি হচ্ছে ৷ কোচবিহার আরও সুন্দর জায়গা হিসেবে তৈরি হবে ৷

আরও পড়ুন : Mamata Attacks Modi Govt : শেষ জীবনে অসম্মানিত হয়েছেন সন্ধ্যা, পদ্মশ্রী ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

কোচবিহার, 16 ফেব্রুয়ারি : তাঁর সরকারের প্রতি যাতে রাজবংশীরা বিশ্বাস, ভরসা ও আস্থা রাখে, বুধবার সেই আবেদন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee says Rajbanshis to have faith on Bengal Government) ৷ কোচবিহারের একটি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বললেন, ‘‘বিশ্বাস, ভরসা, আস্থা রাখবেন ৷ ভুল বুঝবেন না ৷’’

একই সঙ্গে তিনি বার্তা দিলেন গোটা উত্তরবঙ্গকে ৷ কোচবিহার থেকে মালদা, উত্তরবঙ্গের প্রতিটি জেলার নাম উল্লেখ করে সেখানে আরও উন্নয়ন করার এবং ওই জেলাগুলিকে উন্নততর করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী ৷

মমতার এই বার্তাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, 2019-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে পরিস্থিতি কিছুটা ভালো হলেও বিজেপির দাপট অব্যাহত ছিল ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, শিলিগুড়িতে গেরুয়া শিবিরকে উড়িয়ে দিয়ে পৌরনিগম দখল করেছে তৃণমূল ৷ আগামী 27 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের বেশ কয়েকটি পৌরসভায় ভোট ৷ সেখানেও যাতে ভালো ফল হয়, সেই দিকে তাকিয়েই এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

বুধবার কোচবিহারের বাণেশ্বরের সিদ্ধ্বশ্বরীতে বীর চিলা রায়ের জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Bengal CM Mamata Banerjee at Cooch Behar) ৷ সেখানে হাজির ছিলেন কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গ ও নিম্ন অসমের বিভিন্ন জেলা থেকে গ্রেটারের কর্মী-সমর্থকরা ৷ বীর চিলা রায়ের 512 তম জন্মদিবসে তাঁকে আমন্ত্রণের জন্য মমতা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ৷

কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বীর চিলা রায়ের বীরত্বের কাহিনিও শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে ৷ তিনি জানিয়েছেন, বীরত্বের কাহিনি সারা ভারতের মানুষকে তিনি শোনাতে চান ৷ তাই তিনি বলেন, ‘‘বীর চিলা রায়ের নামে আরও অনেক কিছু করতে চাই ৷ তাঁর সঙ্গে রাজবংশী বীরত্ব ও মানবিকতা জড়িয়ে রয়েছে ৷ বীর চিলা রায়ের 15 ফুট উঁচু মূর্তি তৈরি করবে ৷ খরচ হবে 18 লক্ষ টাকা ৷’’

এছাড়া তিনি রাজবংশীদের উন্নয়নের জন্য বাংলার সরকার তাঁর আমলে কী কী করেছে, সেই খতিয়ানও তুলে ধরেন (Mamata on Rajbanshi Development) ৷ তিনি জানান, রাজবংশীদের সম্মানে রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ান তৈরি হয়েছে ৷ ওই ব্যাটালিয়নে সিভিক ভলান্টিয়ার হিসেবে গ্রেটারের নারায়ণী সেনার সদস্যদের কাজের সুযোগ করে দিতে চান বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৷ যদিও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলতে চাননি গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ। এদিন তিনি বলেন, ‘‘ওরা চাকরি করবে কি না এটা ওদের ব্যাপার। আমি এব্যপারে কিছু বলব না।’’

অন্যদিকে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, কোচবিহারের রাজার নামে মেডিক্যাল কলেজ করা হচ্ছে ৷ 27 একর জমিতে ঠাকুর পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয় হয়েছে ৷ খালিসামারিতে 17 একর জমিতে এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয়েছে ৷ কোচবিহারে বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাসকে পঞ্চানননগর হিসেবে নাম দেওয়া হয়েছে ৷

এছাড়া তিনি জানান, রাজবংশী ভাষা অ্যাকাডেমি তৈরি করা হয়েছে ৷ দেওয়া হয়েছে 5 কোটি৷ কামতাপুরি ভাষা সাহিত্য অ্যাকাডিমর জন্য 5 কোটি দেওয়া হয়েছে ৷ আলিপুরদুয়ারে রাজবংশী সাংস্কৃতিক অ্যাকাডেমি তৈরি হচ্ছে৷ 200টি স্কুলে রাজবংশী ভাষায় পড়ানো হবে ৷ তিনি আরও জানান, কোচবিহারে হেরিটেজ টাউন তৈরি হচ্ছে ৷ কোচবিহার আরও সুন্দর জায়গা হিসেবে তৈরি হবে ৷

আরও পড়ুন : Mamata Attacks Modi Govt : শেষ জীবনে অসম্মানিত হয়েছেন সন্ধ্যা, পদ্মশ্রী ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.