ETV Bharat / state

জমায়েত এড়াতে কোচবিহার সাগরদিঘিতে হচ্ছে না মদনমোহনের নৌকাবিহার - বানেশ্বরের মহাদেব

কোরোনা সংক্রমণ রুখতে এবার বাতিল করা হল সাগরদিঘিতে কোচবিহার রাজাদের আরাধ্য দেবতা মদনমোহনের নৌকাবিহার উৎসব। কোচবিহার রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘কোরোনার কারণে সাগরদিঘিতে নিয়ে গিয়ে নৌকাবিহার উৎসব করা সম্ভব নয়। এবার সাগরদিঘি থেকে জল এনে মদনমোহন মন্দিরেই সাগরদিঘির জল এনে সেটা করানো হবে।"

Madan Mohans boat festival is postpond due to Crona Awareness
জমায়েত এড়াতে কোচবিহার সাগরদিঘিতে হচ্ছে না মদনমোহনের নৌকাবিহার
author img

By

Published : Apr 4, 2020, 2:38 PM IST

কোচবিহার, 4 এপ্রিল: কোরোনা মোকাবিলায় বাতিল করা হল সাগরদিঘিতে কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদনমোহনের নৌকাবিহার উৎসব। আগামী 8 এপ্রিল বুধবার সাগরদিঘিতে এই নৌকাবিহার হওয়ার কথা ছিল। যেহেতু সেই নৌকাবিহার দেখতে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান, তাই সেই উৎসব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড।

কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, "যেহেতু নৌকা বিহার দেখতে বহু মানুষ ভিড় জমান, তাই রাজ পুরোহিতের সাথে আলোচনা করে তাঁর বিধান নিয়ে সাগরদিঘিতে নৌকাবিহার উৎসব বাতিল করা হয়েছে। তবে সাগরদিঘির জল এনে কাঠামিয়া মন্দিরের সামনে সেই রীতি পালন করা হবে।"

কোচবিহার রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘কোরোনার কারণে সাগরদিঘিতে নিয়ে গিয়ে নৌকাবিহার উৎসব করা সম্ভব নয়। এবার সাগরদিঘি থেকে জল এনে মদনমোহন মন্দিরেই সেটা করানো হবে। তবে পুণ্যার্থীদের ভিড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।’’

কোচবিহার, 4 এপ্রিল: কোরোনা মোকাবিলায় বাতিল করা হল সাগরদিঘিতে কোচবিহারের রাজাদের আরাধ্য দেবতা মদনমোহনের নৌকাবিহার উৎসব। আগামী 8 এপ্রিল বুধবার সাগরদিঘিতে এই নৌকাবিহার হওয়ার কথা ছিল। যেহেতু সেই নৌকাবিহার দেখতে হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান, তাই সেই উৎসব বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড।

কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, "যেহেতু নৌকা বিহার দেখতে বহু মানুষ ভিড় জমান, তাই রাজ পুরোহিতের সাথে আলোচনা করে তাঁর বিধান নিয়ে সাগরদিঘিতে নৌকাবিহার উৎসব বাতিল করা হয়েছে। তবে সাগরদিঘির জল এনে কাঠামিয়া মন্দিরের সামনে সেই রীতি পালন করা হবে।"

কোচবিহার রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, ‘‘কোরোনার কারণে সাগরদিঘিতে নিয়ে গিয়ে নৌকাবিহার উৎসব করা সম্ভব নয়। এবার সাগরদিঘি থেকে জল এনে মদনমোহন মন্দিরেই সেটা করানো হবে। তবে পুণ্যার্থীদের ভিড় যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.