ETV Bharat / state

"পুলওয়ামায় রাজনীতি দেখছেন, ওঁর চিকিৎসার প্রয়োজন", নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ লকেটের

আজ দিনহাটা আদালতে এসে পুলওয়ামার ঘটনা উল্লেখ করে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যয়কে কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায়।

লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Feb 19, 2019, 9:11 PM IST

কোচবিহার, ১৯ ফেব্রুয়ারি : "পুলওয়ামার ঘটনায় গোটা বিশ্ব যখন শোকস্তব্ধ তখন উনি সব জায়গায় রাজনীতি দেখছেন। আমার মনে হয় ওঁর চিকিৎসার প্রয়োজন।" পুলওয়ামা ইশুতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করলেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

২০১৭ সালের ১৩ মে দিনহাটার একটি রাজনৈতিক সংঘর্ষে নাম জড়ায় লকেট চট্টোপাধ্যায়সহ বেশ কয়েকজন BJP নেতা-কর্মীর। সেই মামলায় জামিন পেতে আজ দিনহাটা আদালতে হাজিরা দেন তিনি। জামিন পানও। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "তৃণমূল আমাদের উপর হামলা করে আমাদের নামেই অভিযোগ দায়ের করল।" এরপর পুলওয়ামা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "শহিদদের হত্যার পর দেশে যখন ক্ষোভের আগুন জ্বলছে, তখন উনি ভোট পাওয়ার রাজনীতি করছেন। মানুষ এটা বুঝে গেছে। উনি নিজে দেশবিরোধী কথা বলেন, ওঁর দল দেশবিরোধী কথা বলে, সারা বিশ্ব যখন শোকস্তব্ধ তখন উনি সব জায়গায় রাজনীতি দেখছেন। ওঁর খুব তাড়াতাড়ি চিকিৎসা করানো প্রয়োজন।"

অন্যদিকে, লকেটের এই মন্তব্য প্রসঙ্গে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, "BJP-র কাছে দেশপ্রেম শিখতে হবে না মুখ্যমন্ত্রীকে।"

কোচবিহার, ১৯ ফেব্রুয়ারি : "পুলওয়ামার ঘটনায় গোটা বিশ্ব যখন শোকস্তব্ধ তখন উনি সব জায়গায় রাজনীতি দেখছেন। আমার মনে হয় ওঁর চিকিৎসার প্রয়োজন।" পুলওয়ামা ইশুতে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই কটাক্ষ করলেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

২০১৭ সালের ১৩ মে দিনহাটার একটি রাজনৈতিক সংঘর্ষে নাম জড়ায় লকেট চট্টোপাধ্যায়সহ বেশ কয়েকজন BJP নেতা-কর্মীর। সেই মামলায় জামিন পেতে আজ দিনহাটা আদালতে হাজিরা দেন তিনি। জামিন পানও। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "তৃণমূল আমাদের উপর হামলা করে আমাদের নামেই অভিযোগ দায়ের করল।" এরপর পুলওয়ামা প্রসঙ্গে লকেট চট্টোপাধ্যায় বলেন, "শহিদদের হত্যার পর দেশে যখন ক্ষোভের আগুন জ্বলছে, তখন উনি ভোট পাওয়ার রাজনীতি করছেন। মানুষ এটা বুঝে গেছে। উনি নিজে দেশবিরোধী কথা বলেন, ওঁর দল দেশবিরোধী কথা বলে, সারা বিশ্ব যখন শোকস্তব্ধ তখন উনি সব জায়গায় রাজনীতি দেখছেন। ওঁর খুব তাড়াতাড়ি চিকিৎসা করানো প্রয়োজন।"

অন্যদিকে, লকেটের এই মন্তব্য প্রসঙ্গে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, "BJP-র কাছে দেশপ্রেম শিখতে হবে না মুখ্যমন্ত্রীকে।"

sample description

For All Latest Updates

TAGGED:

locketbjptmc
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.