ETV Bharat / state

স্বাধীনতা দিবসে তোলা হয়নি জাতীয় পতাকা, স্কুলে তালা পড়ুয়া ও অভিভাবকদের - locals shows outrage at perimary school

স্বাধীনতা দিবসে তোলা হয়নি জাতীয় পতাকা ৷ তাই স্কুলের গেটে তালা ঝোলাল পড়ুয়া ও অভিভাবকরা ৷

স্কুল
author img

By

Published : Aug 18, 2019, 9:42 AM IST

Updated : Aug 18, 2019, 10:26 AM IST

কোচবিহার , 18 জুলাই : স্বাধীনতা দিবসে তোলা হয়নি জাতীয় পতাকা ৷ তাই স্কুলের গেটে তালা ঝোলাল পড়ুয়া ও অভিভাবকরা ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের দ্বারিকামারি চতুর্থ পর্যায় প্রাথমিক স্কুলের ৷

এই সংক্রান্ত আরও খবর : 18 অগাস্ট মালদায় প্রথম উড়েছিল স্বাধীন ভারতের তেরঙ্গা

অভিযোগ, স্কুলে সঠিক সময়ে আসেন না তিন শিক্ষক ৷ বেলা বারোটার আগে তাঁদের স্কুলে দেখা যায় না ৷ একাধিকবার বলেও কাজ হয়নি ৷ 15 অগাস্ট ছাত্র-ছাত্রীরা এলেও আসেননি শিক্ষকরা ৷ যে কারণে জাতীয় পতাকা উত্তোলন করা যায়নি ৷ তাই গতকাল স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায় পড়ুয়া, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ঘোকসারডাঙা থানার পুলিশ ।

দেখুন ভিডিয়ো

নিমাই চৌধুরি ,অশোক সরকার ,স্বপন বর্মণের মতো অভিভাবকরা বলেন, "তিন জন শিক্ষক রয়েছেন৷ কিন্তু তাঁরা সঠিক সময়ে স্কুলে আসেন না ৷ এমনকী স্কুলে এলেও ক্লাস না নিয়ে দোকানে সময় কাটান । 15ই অগাস্টে জাতীয় পতাকাই উত্তোলন করলেন না ৷ " তাঁদের বক্তব্য, এমন শিক্ষক প্রয়োজন নেই ৷ তাই স্কুলে তালা লাগানো হয়েছে ৷

ওই ঘটনায় মাথাভাঙা 4 নম্বর সার্কেলের বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "শুনেছি বিষয়টি ৷ যা হয়েছে ঠিক হয়নি ৷ সোমবার DI অফিসে জরুরি মিটিং থাকায় আগামী মঙ্গলবার সেখানে যাব ৷ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ।"

কোচবিহার , 18 জুলাই : স্বাধীনতা দিবসে তোলা হয়নি জাতীয় পতাকা ৷ তাই স্কুলের গেটে তালা ঝোলাল পড়ুয়া ও অভিভাবকরা ৷ ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের দ্বারিকামারি চতুর্থ পর্যায় প্রাথমিক স্কুলের ৷

এই সংক্রান্ত আরও খবর : 18 অগাস্ট মালদায় প্রথম উড়েছিল স্বাধীন ভারতের তেরঙ্গা

অভিযোগ, স্কুলে সঠিক সময়ে আসেন না তিন শিক্ষক ৷ বেলা বারোটার আগে তাঁদের স্কুলে দেখা যায় না ৷ একাধিকবার বলেও কাজ হয়নি ৷ 15 অগাস্ট ছাত্র-ছাত্রীরা এলেও আসেননি শিক্ষকরা ৷ যে কারণে জাতীয় পতাকা উত্তোলন করা যায়নি ৷ তাই গতকাল স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানায় পড়ুয়া, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ঘোকসারডাঙা থানার পুলিশ ।

দেখুন ভিডিয়ো

নিমাই চৌধুরি ,অশোক সরকার ,স্বপন বর্মণের মতো অভিভাবকরা বলেন, "তিন জন শিক্ষক রয়েছেন৷ কিন্তু তাঁরা সঠিক সময়ে স্কুলে আসেন না ৷ এমনকী স্কুলে এলেও ক্লাস না নিয়ে দোকানে সময় কাটান । 15ই অগাস্টে জাতীয় পতাকাই উত্তোলন করলেন না ৷ " তাঁদের বক্তব্য, এমন শিক্ষক প্রয়োজন নেই ৷ তাই স্কুলে তালা লাগানো হয়েছে ৷

ওই ঘটনায় মাথাভাঙা 4 নম্বর সার্কেলের বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "শুনেছি বিষয়টি ৷ যা হয়েছে ঠিক হয়নি ৷ সোমবার DI অফিসে জরুরি মিটিং থাকায় আগামী মঙ্গলবার সেখানে যাব ৷ বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ।"

Intro:জাতীয় পতাকা উত্তোলন হয়নি ,পড়ুয়া-অভিভাবক রা লাগানলেন তালা৷

কোচবিহারে :১৭ আগষ্ট :


১৫ই আগষ্ট জাতীয় পতাকা উত্তোলন উত্তোলন করা হয়নি বিদ্যালয়ে ,বিক্ষোভে পড়ুয়া-অভিভাবকরা স্কুলে লাগানেন তালা৷অভিযোগ ,জাতীয় পতাকাকে অবমাননা ,জাতীয়বোধ সম্পর্কে পড়ুয়াদের মনোভাবে আঘাত দিয়েছে স্কুলের তিন শিক্ষক ৷একই সঙ্গে অভিযোগ , বিদ্যালয়ে সঠিক সময়ে শিক্ষকের আসেননা , এমনকি দেশের গুরুত্বপূর্ণ স্বাধীনতা দিবস পালন না করার প্রতিবাদে স্কুলে তালা মেরে বিক্ষোভ দেখালো পড়ুয়া স্থানীয় অভিভাবক এবং বাসিন্দারা । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙ্গা ২ নং ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি চতুর্থ পর্যায় প্রাথমিক স্কুলের ।

সূত্রে খবর ,ওই বিদ্যালয়ে সঠিক সময়ে আসেতেন না শিক্ষকরা। তিনজন শিক্ষকই কেউ সপ্তাহে একদিন বাকি ছয়দিনই আসেন না ৷আর এলেও দুপুর ১২ টার পরে আসেন ৷স্থানীয় বাসিন্দারা বিষয়টি শিক্ষকদের জানিয়েছেন একাধিকবার যাতে নিয়মিত স্কুলে আসেন ৷ কিন্তূ ,কে শোনে কার কথা ৷ গত ১৫ আগষ্ট জাতীয় পতাকা উত্তোলনই করলো না স্কুল শিক্ষকরা ৷ছাত্র -ছাত্রীরা এলেও শিক্ষকরা আসেনি ৷ তাই ,এদিন শনিবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানালেন পড়ুয়া এবং অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা । এদিনের বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনাস্থলে ছুটে ঘোকসারডাঙা পুলিশ। স্থানীয় বাসিন্দা ও অভিভাবক নিমাই চৌধুরী ,অশোক সরকার ,স্বপন বর্মন জানান, “স্কুলে তিন জন শিক্ষক রয়েছে কিন্তু তারা সঠিক সময় স্কুলে আসেন না, এমনকি স্কুলে এলেও তাঁরা ছাত্র ছাত্রীদের ক্লাস না নিয়ে পাশের দোকানে গিয়ে সময় কাটান । স্কুলে এলে ১২ টার পরে আসেন ৷এরমধ্যে ১৫ জাতীয় পতাকাই তুলল না ৷ এরা কি শিক্ষক !৷ তাই তারা স্কুলে তালা লাগিয়ে দেন ,অভিভাবকদের দাবি এমন দায়িত্বহীন শিক্ষক প্রয়োজন নেই ,তাই স্কুলে তালা লাগিয়েছি ,আমরা চাই স্কুলে জাতীয়তা বোধ নিয়ে গড়ে উঠুক পঠন পাঠন৷ "

ঐ ঘটনায় মাথাভাঙ্গা ৪ নং সার্কেলের বিদ্যালয় পরিদর্শক জয়ন্ত অধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান , শুনেছি বিষয়টি ,ঘটনাটি ঠিক হয়নি ,আগামী সোমবার জেলা ডিআই অফিসে জরুরি মিটিং থাকায় আগামী মঙ্গলবার তিনি সেখানে যাবেন এবং বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবেন।"Body:COB Conclusion:
Last Updated : Aug 18, 2019, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.