কোচবিহার, ২৭ ফেব্রুয়ারি : গোসানিমারি রাজপাট ঢিবিতে পুনরায় খননকার্য শুরু করার দাবি তুললেন স্থানীয় বাসিন্দারা । তাঁদের বক্তব্য, আগে গোসানিমারি রাজপাট এলাকায় খননকার্যের ফলে বহু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছিল । দু'বছর পর খননকার্য বন্ধ করে দেয় পুরাতত্ত্ব বিভাগ । ওখানে খননকার্য চালালে হয়ত আরও কিছু নিদর্শন পাওয়া যাবে । তাই নতুন করে খননকার্য চালানোর দাবি তুলেছেন স্থানীয়রা ।
গোসানিমারি বন্দর থেকে দুই কিলোমিটার উত্তরে রয়েছে গোসানিমারি ঢিবি । ২০০০ সালে পুরাতত্ত্ব বিভাগ সেখানে খননকার্য চালায় । সেসময় দুটি কুয়ো, একাধিক দেওয়াল এবং বেশ কিছু পাথরের মূর্তি উঠে আসে । ইতিহাস থেকে জানা যায় , বহু আগে গোসানিমারিতে খেন বংশ রাজত্ব করত । রাজপাট এলাকায় উঠে আসা সেইসব নিদর্শন খেন সাম্রাজ্যের ধ্বংসাবশেষ । এছাড়া যেসব নিদর্শন উঠে আসে তাদের সঙ্গে বাংলার পাল ও সেন যুগের মিল রয়েছে । বছর দু'য়েক খননকার্য চলার পর হঠাৎ করেই খননকার্য বন্ধ করে দেয় পুরাতত্ত্ব বিভাগ । বর্তমানে ওই এলাকা পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে । সেখান থেকে উদ্ধার হওয়া কিছু নিদর্শন কোচবিহার রাজপ্রাসাদের মিউজ়িয়ামে নিয়ে আসা হয় । বাকি নিদর্শন রাজপাট ঢিবিতেই রয়েছে । ওইসব নিদর্শন দেখতে প্রতিদিনই ওই এলাকায় বহু পর্যটক জমায়েত করেন । স্থানীয়দের বিশ্বাস, রাজপাট ঢিবির খননকার্য হঠাৎ করে বন্ধ হওয়ার ফলে বহু ইতিহাস মাটির নিচে চাপা পড়ে আছে । তাই ওই ঢিবিতে নতুন করে খননকার্য চালানোর দাবি জানিয়ে আসছেন বাসিন্দারা ।
হেরিটেজ সোসাইটির দিনহাটা শাখার সম্পাদক শঙ্খনাদ আচার্য বলেন, "খননের কাজ বন্ধ হয়ে যাওয়ায় ইতিহাস চাপা পড়ে আছে । বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাব ।" এদিকে কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে দেখা করে ওই রাজপাট ঢিবি এলাকায় পুনরায় খননকার্য শুরুর দাবি জানিয়েছেন BJP সাংসদ নিশীথ প্রামানিক । তিনি জানান, খননকার্য চালালে আরও নিদর্শন উঠে আসার সম্ভবনা রয়েছে ।