কোচবিহার, 7 জুলাই : কাটমানি ফেরানোর দাবিতে তৃণমূল নেতাকে মারধর । অভিযোগ, বিভিন্ন সরকারি কাজের জন্য লাখ লাখ টাকা নিয়েছেন ওই তৃণমূল নেতা । বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি । শীতলকুচির ছোটো শালবাড়ি এলাকার ঘটনা ।
শুক্রবার বিকেলে শীতলকুচি ব্লকের তৃণমূল নেতা সনাতন মণ্ডলের বাড়িতে চড়াও হন ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা । কাটমানি ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । অভিযোগ, সনাতনবাবুকে দিয়ে কাটমানি ফেরতের কথা লিখিয়ে নেন বিক্ষোভকারীরা । তাঁদের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেন তিনি । সেইসময় কয়েকজন বিক্ষোভকারী তাঁকে ধরে ফেলেন । বেধড়ক মারধর করা হয় । ঘটনাস্থানে শীতলকুচি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সনাতনবাবুকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
শীতলকুচির তৃণমূল যুব কংগ্রেস নেতা দিলীপ রায় বলেন, "আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । এলাকার মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা করেছি । তাই অনেকে স্বেচ্ছায় দলে কিছু অর্থ দিয়েছেন । ওই টাকা এলাকার কন্যাদায়গ্রস্ত পিতাদের সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করা হয়েছে।"
স্থানীয় তৃণমূল নেতা জাকির হোসেন তথা জেলা পরিষদ সদস্য জবা বেগমের শওহর বলেন, "এদিন সনাতনের বাড়িতে যেভাবে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে তা ঠিক করেনি । থানায় অভিযোগ জানানো হয়েছে ।"
বিক্ষোভকারীদের মধ্যে তনুশংকর রায় বলেন, "সনাতন এলাকাবাসীর কাছ থেকে সরকারি কাজের জন্য লাখ লাখ টাকা তুলেছে । সেই কাটমানি তুলতেই আমরা গেছিলাম ।"