ETV Bharat / state

কাটমানি ফেরানোর দাবিতে তৃণমূল নেতাকে মার - tmc

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাকে মারধর করলেন স্থানীয়রা । হাসপাতালে চিকিৎসাধীন ওই নেতা ।

মারধরের পর অসুস্থ নেতা
author img

By

Published : Jul 7, 2019, 12:04 PM IST

কোচবিহার, 7 জুলাই : কাটমানি ফেরানোর দাবিতে তৃণমূল নেতাকে মারধর । অভিযোগ, বিভিন্ন সরকারি কাজের জন্য লাখ লাখ টাকা নিয়েছেন ওই তৃণমূল নেতা । বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি । শীতলকুচির ছোটো শালবাড়ি এলাকার ঘটনা ।

শুক্রবার বিকেলে শীতলকুচি ব্লকের তৃণমূল নেতা সনাতন মণ্ডলের বাড়িতে চড়াও হন ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা । কাটমানি ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । অভিযোগ, সনাতনবাবুকে দিয়ে কাটমানি ফেরতের কথা লিখিয়ে নেন বিক্ষোভকারীরা । তাঁদের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেন তিনি । সেইসময় কয়েকজন বিক্ষোভকারী তাঁকে ধরে ফেলেন । বেধড়ক মারধর করা হয় । ঘটনাস্থানে শীতলকুচি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সনাতনবাবুকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

tmc
তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা

শীতলকুচির তৃণমূল যুব কংগ্রেস নেতা দিলীপ রায় বলেন, "আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । এলাকার মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা করেছি । তাই অনেকে স্বেচ্ছায় দলে কিছু অর্থ দিয়েছেন । ওই টাকা এলাকার কন্যাদায়গ্রস্ত পিতাদের সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করা হয়েছে।"

স্থানীয় তৃণমূল নেতা জাকির হোসেন তথা জেলা পরিষদ সদস্য জবা বেগমের শওহর বলেন, "এদিন সনাতনের বাড়িতে যেভাবে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে তা ঠিক করেনি । থানায় অভিযোগ জানানো হয়েছে ।"

বিক্ষোভকারীদের মধ্যে তনুশংকর রায় বলেন, "সনাতন এলাকাবাসীর কাছ থেকে সরকারি কাজের জন্য লাখ লাখ টাকা তুলেছে । সেই কাটমানি তুলতেই আমরা গেছিলাম ।"

কোচবিহার, 7 জুলাই : কাটমানি ফেরানোর দাবিতে তৃণমূল নেতাকে মারধর । অভিযোগ, বিভিন্ন সরকারি কাজের জন্য লাখ লাখ টাকা নিয়েছেন ওই তৃণমূল নেতা । বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি । শীতলকুচির ছোটো শালবাড়ি এলাকার ঘটনা ।

শুক্রবার বিকেলে শীতলকুচি ব্লকের তৃণমূল নেতা সনাতন মণ্ডলের বাড়িতে চড়াও হন ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা । কাটমানি ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । অভিযোগ, সনাতনবাবুকে দিয়ে কাটমানি ফেরতের কথা লিখিয়ে নেন বিক্ষোভকারীরা । তাঁদের হাত থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেন তিনি । সেইসময় কয়েকজন বিক্ষোভকারী তাঁকে ধরে ফেলেন । বেধড়ক মারধর করা হয় । ঘটনাস্থানে শীতলকুচি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সনাতনবাবুকে উদ্ধার করে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

tmc
তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা

শীতলকুচির তৃণমূল যুব কংগ্রেস নেতা দিলীপ রায় বলেন, "আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । এলাকার মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা করেছি । তাই অনেকে স্বেচ্ছায় দলে কিছু অর্থ দিয়েছেন । ওই টাকা এলাকার কন্যাদায়গ্রস্ত পিতাদের সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করা হয়েছে।"

স্থানীয় তৃণমূল নেতা জাকির হোসেন তথা জেলা পরিষদ সদস্য জবা বেগমের শওহর বলেন, "এদিন সনাতনের বাড়িতে যেভাবে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে তা ঠিক করেনি । থানায় অভিযোগ জানানো হয়েছে ।"

বিক্ষোভকারীদের মধ্যে তনুশংকর রায় বলেন, "সনাতন এলাকাবাসীর কাছ থেকে সরকারি কাজের জন্য লাখ লাখ টাকা তুলেছে । সেই কাটমানি তুলতেই আমরা গেছিলাম ।"

Intro:শীতলকুচিতে কাটমানি ফেরাতে তৃনমূল নেতাকে বেধড়ক মারধোর গ্রামবাসিদের ৷

কোচবিহার :০৬জুলাই :

কাটমানি ফেরানোর দাবিতে এবার তৃনমূল নেতার বাড়িতে গিয়ে হানা গ্রামবাসিদের ৷ অভিযোগ ,বিভিন্ন সরকারি কাজে লক্ষ লক্ষ টাকা সাধারন মানুষের কাছে তুলে নিয়েছেন ওই তৃনমূল নেতা ৷কোচ বিহারের শীতলকুচির ব্লকের তৃনমূল নেতা
সনাতন মণ্ডলকে কাটমানির ফেরতের দাবিতে মারধোর করা হয় বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে, শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি এলাকায় । বর্তমানে তৃণমূলের ওই নেতা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে।গতকাল শুক্রবার বিকেলে শীতলকুচির ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে কাটমানি ফেরতের দাবিতে ওই তৃণমূল নেতার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান।
উত্তেজিত গ্রামবাসীরা প্রথমেই চরাও হয় সনাতন মণ্ডল তৃণমূল নেতার বাড়িতে। বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে ওই নেতাকে দিয়ে লিখিয়ে নেন যে তিনি কাটমানি টাকা ফেরত দেবেন।সেই সময় বাড়ি থেকে পালিয়ে যেতে চান ওই নেতা ,পালিয়েও বাঁচতে পারেননি বিক্ষোভকারীদের হাত ৷ সেই সময় কয়েকজন বিক্ষোভকারী ওই তৃনমূল নেতা ধরে বেধড়ক পেটান বলে অভিযোগ ৷ গ্রামবাসীদের মারে গুরুতরে আহত হলে তাকে চিকিৎসার জন্য মাথাভাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘটনায় এলাকা পৌঁছায় শীতল কুচি থানার পুলিশ ,পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ৷

এই ঘটনা প্রসঙ্গে শীতলকুচির তৃনমূল যুব নেতা দিলিপ রায় জানান "আমাদের উপর ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকার মানুষকে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দিতে সহযোগীতা করেছি আমরা । তাই অনেকে স্বইচ্ছায় আমাদের দলে কিছু অর্থ দিয়েছে , ওই অর্থ আমরা এলাকার কন্যাদায়গ্রস্ত পিতাদের সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজ করা হয়েছে।"

তৃনমূল নেতা জাকির হোসেন তথা জেলা পরিষদ সদেস্য জবা বেগমের স্বামি ঐ প্রসঙ্গে জানান "এদিন সনাতন সরকারের বাড়িতে যেভাবে বিক্ষোভ কারীরা হামলা চালায় তা ঠিক না ,তাকে মারধোর করা হয় ৷ আজ পুরো ঘটনা জানিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে ৷

বিক্ষোভ কারীদের মধ্যে তনু শঙ্কর রায় জানান "সনাতন সরকার এলাকায় সরকারি সব কাজে লক্ষ লক্ষ টাকা তুলেছেন ,সেই কাটমানি তুলতে গেলে উত্তেজিত গ্রামবাসিরা তাকে মারধোর করে ৷Body:COBConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.