কোচবিহার, 2 এপ্রিল : কম পরিমাণে চাল, আটা দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের ফুলবাড়ির 44 নম্বর ও নবগঞ্জ 36 নম্বর রেশন দোকানে । এর জেরে ক্ষুব্ধ গ্রাহকরা । এদিকে রেশন নিতে গিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখেই দোকানের সামনে ভিড় জমায় উত্তেজিত জনতা । খবর পেয়ে ঘটনাস্থানে যান মাথাভাঙা মহকুমা খাদ্য ও খাদ্য সরবরাহ নিয়ামক নীলাম্বর মাণ্ডি ও মাথাভাঙা 2 নম্বর ব্লকের খাদ্য সরবরাহ বিভাগের ইন্সপেক্টর তিমির চট্টোপাধ্যায় । সেখানে গিয়ে তাঁরা রেশন ডিলার ও গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন ।
মাথাভাঙা মহকুমা খাদ্য ও খাদ্য সরবরাহ নিয়ামক নীলাম্বর মাণ্ডি বলেন, " অভিযোগ পেয়ে আমরা ওই রেশন দোকানে যাই । দোকানদারকে গ্রাহকদের প্রাপ্য সামগ্রী দিতে বলা হয় ।" মাথাভাঙা 2 ব্লকের খাদ্য সরবরাহ ইন্সপেক্টর বলেন, " যাঁরা খাদ্যসামগ্রী কম পেয়েছেন, সেইসব গ্রাহক আবারও রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন ।"
এদিকে, রেশনের সামগ্রী কম দেওয়ার অভিযোগ স্বীকার করে নেয় অভিযুক্তরা ৷ তারা জানায়, গ্রাহকদের বলেই চাল, আটা কিছুটা কম করে দেওয়া হচ্ছে ।
লকডাউনের জেরে এলাকার সাধারণ মানুষের রুজি-রুটি বন্ধ থাকায় সমস্যা দেখা দিয়েছে । এই পরিস্থিতিতে স্রতরাকারের তরফে বিনামূল্যে চাল, ডাল, আটা দেওয়ার ঘোষণা করা হয় । গতকাল সকাল থেকে সরকার অনুমোদিত রেশন দোকান থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার কাজ শুরু হয় ।