কোচবিহার , 18 অগাস্ট : কোচবিহারের জলঢাকা নদীতে ভাঙন । যার জেরে নদীগর্ভে চলে গিয়েছে তপসিতলা গ্রামের প্রায় 250 বিঘা জমি । উপযুক্ত ব্যবস্থা না নিলে পুরো কৃষিজমিই নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা কৃষকদের ।
এই সংক্রান্ত আরও খবর : মাকে বাঁচাতে বাবাকে হাঁসুলির কোপ যুবকের
সূত্রের খবর , গত এক মাস আগে নদীতে ভাঙন শুরু হলেও জল কম থাকার কারণে ভাঙন কমে গিয়েছিল ৷ শুক্রবার নদীতে নতুন করে জল বাড়ায় শুরু হয়েছে ভাঙন ৷ কৃষকরা নদীর পাড়ে বাঁশ পুঁতে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে ৷ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান , " তাঁদের গ্রামের প্রায় 250 বিঘা জমি চলে গেছে নদীগর্ভে ৷ এক একজনের প্রায় সাত- আট বিঘা জমি ভাঙনে চলে গেছে ৷ " তাঁদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধানসহ ব্লক প্রশাসনকে বার বার জানিয়েও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ প্রধান একবার এলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷ গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারী বলেন , "কোচবিহার সেচ দপ্তরে বিষয়টি জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ গ্রহণ করছে না ৷"