ETV Bharat / state

জলঢাকা নদীর গর্ভে প্রায় 250 বিঘা জমি - land merged

কোচবিহারের জলঢাকা নদীতে ভাঙনের জেরে নদীগর্ভে প্রায় 250বিঘা জমি

ছবি
author img

By

Published : Aug 18, 2019, 1:58 PM IST

Updated : Aug 18, 2019, 6:02 PM IST

কোচবিহার , 18 অগাস্ট : কোচবিহারের জলঢাকা নদীতে ভাঙন । যার জেরে নদীগর্ভে চলে গিয়েছে তপসিতলা গ্রামের প্রায় 250 বিঘা জমি । উপযুক্ত ব্যবস্থা না নিলে পুরো কৃষিজমিই নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা কৃষকদের ।

এই সংক্রান্ত আরও খবর : মাকে বাঁচাতে বাবাকে হাঁসুলির কোপ যুবকের

সূত্রের খবর , গত এক মাস আগে নদীতে ভাঙন শুরু হলেও জল কম থাকার কারণে ভাঙন কমে গিয়েছিল ৷ শুক্রবার নদীতে নতুন করে জল বাড়ায় শুরু হয়েছে ভাঙন ৷ কৃষকরা নদীর পাড়ে বাঁশ পুঁতে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে ৷ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান , " তাঁদের গ্রামের প্রায় 250 বিঘা জমি চলে গেছে নদীগর্ভে ৷ এক একজনের প্রায় সাত- আট বিঘা জমি ভাঙনে চলে গেছে ৷ " তাঁদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধানসহ ব্লক প্রশাসনকে বার বার জানিয়েও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ প্রধান একবার এলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷ গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারী বলেন , "কোচবিহার সেচ দপ্তরে বিষয়টি জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ গ্রহণ করছে না ৷"

দেখুন ভিডিয়ো

কোচবিহার , 18 অগাস্ট : কোচবিহারের জলঢাকা নদীতে ভাঙন । যার জেরে নদীগর্ভে চলে গিয়েছে তপসিতলা গ্রামের প্রায় 250 বিঘা জমি । উপযুক্ত ব্যবস্থা না নিলে পুরো কৃষিজমিই নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা কৃষকদের ।

এই সংক্রান্ত আরও খবর : মাকে বাঁচাতে বাবাকে হাঁসুলির কোপ যুবকের

সূত্রের খবর , গত এক মাস আগে নদীতে ভাঙন শুরু হলেও জল কম থাকার কারণে ভাঙন কমে গিয়েছিল ৷ শুক্রবার নদীতে নতুন করে জল বাড়ায় শুরু হয়েছে ভাঙন ৷ কৃষকরা নদীর পাড়ে বাঁশ পুঁতে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে ৷ ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান , " তাঁদের গ্রামের প্রায় 250 বিঘা জমি চলে গেছে নদীগর্ভে ৷ এক একজনের প্রায় সাত- আট বিঘা জমি ভাঙনে চলে গেছে ৷ " তাঁদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য ও প্রধানসহ ব্লক প্রশাসনকে বার বার জানিয়েও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ প্রধান একবার এলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ৷ গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারী বলেন , "কোচবিহার সেচ দপ্তরে বিষয়টি জানানো হলেও তাঁরা কোনও পদক্ষেপ গ্রহণ করছে না ৷"

দেখুন ভিডিয়ো
Intro:কোচবিহারে জলঢাকা নদীর ভাঙ্গনে প্রায় ২৫০ বিঘা জমিতে নদীগর্ভে ,মাথায় হাত কৃষকদের ৷


কোচবিহার :১৮ আগষ্ট :

কোচবিহারে জলঢাকা নদীর নদীভাঙ্গনে বিঘার পর বিঘা জমি চলে যাচ্ছে নদীগর্ভে ৷প্রায় ২৫০ বিঘা তিনফসলি উর্বর জমি এখন নদীগর্ভে চলে গেছে ,জল বেড়ে যাওয়ায় ফের ভাঙ্গন শুরু হয়েছে ৷যার জেরে জমি হারার আতঙ্কে গোটা গ্রাম ৷ গত একমাসে নদীর জল বাড়ায় ভাঙ্গন শুরু হয় ৷পর্যাপ্ত ব্যবস্থা না নিলে গোটা গ্রাম জলের তলায় তলিয়ে যাবার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে ৷

কোচবিহার জেলার মাথাভাঙ্গা-২ ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তপসিতলা গ্রামে জলঢাকা নদীর ভাঙনে মারাত্মক আকার ধারণ করেছে । সূত্রে জানা গেছে গত এক মাস আগে ভাঙ্গন শুরু হয় যদিও কিছুদিনআগে নদীতে জল কম থাকায় ভাঙন কমে গিয়েছিল। কিন্তূ ,শুক্রবার নদীতে জল ফের বাড়ায় নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। বিষয়টি নিয়ে চিন্তিত এলাকার কয়েকশ কৃষক ।কৃষকরা তাঁদের জমি বাঁচাতে নিজের উদ্যোগে দিচ্ছেন বাঁশের আর ৷ কিন্তূ জলস্রোত সেই বাঁশও চলে যাচ্ছে নদীতে ৷

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে গোপাল রাজবংশী ,টারু বর্মনরা জানান "তাঁদের গ্রামের সবমিলে প্রায় ২৫০ বিঘা জমি এখন নদীগর্ভে ৷ একেকজনের সাত -আট বিঘ জমি নদীভাঙ্গনে চলে গেছে ,এখন ভিটে মাটি ছাড়া কিছুই নেই ৷ অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান সহ ব্লক প্রশাসনকে বার বার জানিয়েও কোন পদক্ষেপ নিচ্ছে না ৷প্রধান একবার এসেছেন কিন্তূ কোন পদক্ষেপ নেননি "

স্থানীয় ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারি জানান "কোচবিহার সেচ দপ্তরে নদীভাঙ্গনের বিষয়টি জানিয়েছি ৷ তিনিও অভিযোগ করেন সেচ দপ্তর তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না "৷Body:COB Conclusion:
Last Updated : Aug 18, 2019, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.