ETV Bharat / state

Kunal Ghosh Slams Governor: 'রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উসকানি দিচ্ছেন', টুইটে তোপ কুণালের - পঞ্চায়েত নির্বাচন

রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার সফরকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তাঁর এই জেলা সফরকে বিরোধীদের উসকানি দেওয়ার উদ্দেশ্যে বলে অভিযোগ করেন ৷ উল্লেখ্য, শনিবার সকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ৷ কুণাল রাষ্ট্রপতির কাছে নালিশ জানিয়েছেন ৷

ETV Bharat
কুণাল ঘোষ
author img

By

Published : Jul 1, 2023, 11:01 AM IST

Updated : Jul 1, 2023, 12:00 PM IST

কলকাতা, 1 জুলাই: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তুলোধনা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ শুক্রবার রাতে রাজ্যপাল কোচবিহারে পৌঁছেছেন ৷ আজ তাঁর দিনহাটায় যাওয়ার কথা রয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে হিংসার ঘটনা ঘটছে রাজ্যজুড়ে ৷ প্রতিক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধী শিবির ৷

শাসকদল ও বিরোধীদের মধ্যে হিংসার ঘটনায় উত্তপ্ত কোচবিহারও ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যপালের এই কোচবিহারে যাওয়া নিয়ে আবার রাজ্য-রাজ্যপাল সংঘাত সামনে এল ৷ রাজ্যপালকে বিজেপি নেতার সঙ্গে তুলনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ আরেকটি টুইট করে তিনি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ৷ তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিজের ব্যক্তিগত স্বার্থে রাজ্যপালের বাড়ির অপব্যবহার করছেন ৷

কুণাল আরও জানান, রাজ্যপাল সিভি আনন্দ 'রাজভবন পাবলিকেশন'-এর মাধ্যমে তাঁর একটি ব্যক্তিগত বই প্রকাশ করেছেন ৷ তার প্রচ্ছদে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে ৷ এর তদন্ত হওয়া উচিত ৷ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অনুরোধ করেন, "আপনি রাজ্যপালকে তাঁর নিয়ম বহির্ভূত কাজগুলি সংশোধন করার নির্দেশ দিন ৷"

  • .@rashtrapatibhvn

    Governor of West Bengal is misusing Guv House for personal interest.
    He has published new edition of his personal book in the name of 'Rajbhaban Publication', using Ashok Stambh on the cover.
    Investigation needed.
    Kindly direct Guv to correct irregularities.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল: কুণাল ঘোষ

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলাটিতে গিয়েছেন রাজ্যপাল ৷ সেখানে পৌঁছেই তিনি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না ৷ কোচবিহারে বৃষ্টির মধ্যেই শনিবার সাতসকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ৷

পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহ বাকি ৷ তার আগে রাজ্যপালের এই জেলা সফর এবং তাঁর সঙ্গে বিরোধী দলের নেতাদের দেখা করার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ সম্প্রতি কোচবিহারের দিনহাটায় প্রত্যন্ত গিতালদহে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন একাধিক তৃণমূল কর্মী ৷ আজ রাজ্যপাল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি ৷ হিংসার ঘটনা ঘটেছে এমন এলাকাগুলিতেও রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিদর্শন করবেন বলে ৷

  • রাজ্যপাল বিজেপি নেতার মত আচরণ করছেন। @AITCofficial এর যাঁরা খুন হলেন, তাঁদের বাড়ি যাচ্ছেন না। বিরোধীদের প্রচারে রাখতে নাটক করছেন। রাজধর্ম পালন না করে দলদাসের কর্তব্য করছেন। ঘুরে ঘুরে বিরোধীদের উস্কানি দিচ্ছেন। রাজভবনে তাঁর যা অনিয়মের অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপালের দরবারে নিশীথ

রাজ্যের এই তপ্ত রাজনৈতিক আবহে তাঁর এই সফরকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ তৃণমূল নেতা টুইট করলেন, "রাজ্যপাল বিজেপি নেতার মতো আচরণ করছেন ৷" কুণালের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের যাঁরা খুন হয়েছেন, রাজ্যপাল তাঁদের বাড়ি যাচ্ছেন না ৷ তিনি রাজ্যপালের এই সফরকে "বিরোধীদের প্রচারে রাখতে নাটক করছেন ৷ রাজধর্ম পালন না করে দলদাসের কর্তব্য করছেন", বলে উল্লেখ করেন ৷ তিনি আরও জানান, রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উস্কানি দিচ্ছেন ৷ রাজভবনে তাঁর বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা ৷

কলকাতা, 1 জুলাই: রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তুলোধনা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷ শুক্রবার রাতে রাজ্যপাল কোচবিহারে পৌঁছেছেন ৷ আজ তাঁর দিনহাটায় যাওয়ার কথা রয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে হিংসার ঘটনা ঘটছে রাজ্যজুড়ে ৷ প্রতিক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধী শিবির ৷

শাসকদল ও বিরোধীদের মধ্যে হিংসার ঘটনায় উত্তপ্ত কোচবিহারও ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যপালের এই কোচবিহারে যাওয়া নিয়ে আবার রাজ্য-রাজ্যপাল সংঘাত সামনে এল ৷ রাজ্যপালকে বিজেপি নেতার সঙ্গে তুলনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ আরেকটি টুইট করে তিনি রাষ্ট্রপতির কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানান ৷ তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিজের ব্যক্তিগত স্বার্থে রাজ্যপালের বাড়ির অপব্যবহার করছেন ৷

কুণাল আরও জানান, রাজ্যপাল সিভি আনন্দ 'রাজভবন পাবলিকেশন'-এর মাধ্যমে তাঁর একটি ব্যক্তিগত বই প্রকাশ করেছেন ৷ তার প্রচ্ছদে অশোক স্তম্ভ ব্যবহার করা হয়েছে ৷ এর তদন্ত হওয়া উচিত ৷ তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অনুরোধ করেন, "আপনি রাজ্যপালকে তাঁর নিয়ম বহির্ভূত কাজগুলি সংশোধন করার নির্দেশ দিন ৷"

  • .@rashtrapatibhvn

    Governor of West Bengal is misusing Guv House for personal interest.
    He has published new edition of his personal book in the name of 'Rajbhaban Publication', using Ashok Stambh on the cover.
    Investigation needed.
    Kindly direct Guv to correct irregularities.

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল: কুণাল ঘোষ

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী জেলাটিতে গিয়েছেন রাজ্যপাল ৷ সেখানে পৌঁছেই তিনি জানিয়েছেন, পঞ্চায়েত নির্বাচনের আগে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না ৷ কোচবিহারে বৃষ্টির মধ্যেই শনিবার সাতসকালে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ৷

পঞ্চায়েত নির্বাচনের আর এক সপ্তাহ বাকি ৷ তার আগে রাজ্যপালের এই জেলা সফর এবং তাঁর সঙ্গে বিরোধী দলের নেতাদের দেখা করার ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ সম্প্রতি কোচবিহারের দিনহাটায় প্রত্যন্ত গিতালদহে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে ৷ জখম হয়েছেন একাধিক তৃণমূল কর্মী ৷ আজ রাজ্যপাল হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি ৷ হিংসার ঘটনা ঘটেছে এমন এলাকাগুলিতেও রাজ্যপাল সিভি আনন্দ বোস পরিদর্শন করবেন বলে ৷

  • রাজ্যপাল বিজেপি নেতার মত আচরণ করছেন। @AITCofficial এর যাঁরা খুন হলেন, তাঁদের বাড়ি যাচ্ছেন না। বিরোধীদের প্রচারে রাখতে নাটক করছেন। রাজধর্ম পালন না করে দলদাসের কর্তব্য করছেন। ঘুরে ঘুরে বিরোধীদের উস্কানি দিচ্ছেন। রাজভবনে তাঁর যা অনিয়মের অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) July 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্যপালের দরবারে নিশীথ

রাজ্যের এই তপ্ত রাজনৈতিক আবহে তাঁর এই সফরকে কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷ তৃণমূল নেতা টুইট করলেন, "রাজ্যপাল বিজেপি নেতার মতো আচরণ করছেন ৷" কুণালের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের যাঁরা খুন হয়েছেন, রাজ্যপাল তাঁদের বাড়ি যাচ্ছেন না ৷ তিনি রাজ্যপালের এই সফরকে "বিরোধীদের প্রচারে রাখতে নাটক করছেন ৷ রাজধর্ম পালন না করে দলদাসের কর্তব্য করছেন", বলে উল্লেখ করেন ৷ তিনি আরও জানান, রাজ্যপাল ঘুরে ঘুরে বিরোধীদের উস্কানি দিচ্ছেন ৷ রাজভবনে তাঁর বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তা থেকে নজর ঘোরানোর চেষ্টা ৷

Last Updated : Jul 1, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.