ETV Bharat / state

রাস্তা থেকে অসুস্থ নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন সাংসদ - coochbehar

ছিটমহলের অস্থায়ী শিবিরে নবাগত ভারতীয়দের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কোচবিহারের মেখলিগঞ্জে যান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ৷ মেখলিগঞ্জে যাওয়ার সময় রাস্তায় তিনি এক অসু্স্থ নাবালিকাকে পড়ে থাকতে দেখেন ৷ সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে মিনাকে স্থানীয় মেখলিগঞ্জ হাসপাতালে যান সাংসদ ।

রাস্তা থেকে অসুস্থ নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন সাংসদ
author img

By

Published : Aug 20, 2019, 11:46 PM IST

Updated : Aug 20, 2019, 11:56 PM IST

কোচবিহার, 20 অগাস্ট : রাস্তা থেকে অসুস্থ নাবালিকাকে উদ্ধার করে নিজের গাড়িতে করে হাসপাতালে গেলেন সাংসদ ৷ জলপাইগুড়ি মেখলিগঞ্জের ঘটনা ৷

ছিটমহলের অস্থায়ী শিবিরে নবাগত ভারতীয়দের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কোচবিহারের মেখলিগঞ্জে যান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ৷ মেখলিগঞ্জে যাওয়ার সময় রাস্তায় তিনি এক অসু্স্থ নাবালিকাকে পড়ে থাকতে দেখেন ৷ তার নাম মিনা বর্মন ৷ সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে মিনাকে স্থানীয় মেখলিগঞ্জ হাসপাতালে যান সাংসদ । সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করেন তিনি ৷ সাংসদ নিজেও একজন চিকিৎসক৷ তাই এ ব্যাপারে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মেয়েটির স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন তিনি । সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ।

ভিডিয়োয় শুনুন সাংসদের বক্তব্য

জয়ন্তবাবু বলেন, "আমি নিজে ডাক্তার ৷ ছিটমহলে যাবার সময় দেখি রাস্তায় একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে ৷ হাসপাতালে নিয়ে যাই এবং ডাক্তারদের সঙ্গে কথা বলি ৷"

কোচবিহার, 20 অগাস্ট : রাস্তা থেকে অসুস্থ নাবালিকাকে উদ্ধার করে নিজের গাড়িতে করে হাসপাতালে গেলেন সাংসদ ৷ জলপাইগুড়ি মেখলিগঞ্জের ঘটনা ৷

ছিটমহলের অস্থায়ী শিবিরে নবাগত ভারতীয়দের পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কোচবিহারের মেখলিগঞ্জে যান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ৷ মেখলিগঞ্জে যাওয়ার সময় রাস্তায় তিনি এক অসু্স্থ নাবালিকাকে পড়ে থাকতে দেখেন ৷ তার নাম মিনা বর্মন ৷ সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে মিনাকে স্থানীয় মেখলিগঞ্জ হাসপাতালে যান সাংসদ । সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করেন তিনি ৷ সাংসদ নিজেও একজন চিকিৎসক৷ তাই এ ব্যাপারে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মেয়েটির স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন তিনি । সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ।

ভিডিয়োয় শুনুন সাংসদের বক্তব্য

জয়ন্তবাবু বলেন, "আমি নিজে ডাক্তার ৷ ছিটমহলে যাবার সময় দেখি রাস্তায় একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে ৷ হাসপাতালে নিয়ে যাই এবং ডাক্তারদের সঙ্গে কথা বলি ৷"

Intro:রাস্তায় পড়ে থাকা অসুস্থ নাবালিকাকে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ৷

কোচবিহার:২০ আগস্ট :

কোচবিহারের মেখলিগঞ্জে ছিটমহলের অস্থায়ী শিবিরে নবাগত ভারতীয়দের পরিস্থিতি খতিয়ে দেখতে মেখলিগঞ্জে আজ আসেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় ৷ হঠাৎই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক নাবালিকাকে দেখেন অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে । সাথে সাথে গাড়ি থামিয়ে ওই নাবালিকাকে নিয়ে সাংসদ চলে যান স্থানীয় মেখলিগঞ্জ হাসপাতলে । সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করে ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি । সাংসদ নিজেও একজন চিকিৎসক৷ তাই এব্যাপারে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মেয়েটির স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন । মেয়েটির নাম মিনা বর্মন । সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ।

সাংসদ জয়ন্ত রায় জানান "তিনি নিজে ডাক্তার ,ছিটমহলে যাবার সময় দেখি রাস্তায় একটি মেয়ে অসুস্থ হয়ে পড়ে আছে ৷হাসপাতালে নিয়ে যাই এবং ডাক্তারদের সঙ্গে কথা বলি ৷"Body:COBConclusion:
Last Updated : Aug 20, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.