কোচবিহার, 2 জানুয়ারি : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের দিনহাটার ওকড়াবাড়ি বাজার এলাকা ৷ চলে বোমা, গুলি ৷ ঘটনায় অন্তত 5 জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে ৷ এর মধ্যে তিনজনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকি দুজন কোচবিহার মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷
গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান চলছিল ৷ ওকড়াবাড়ি এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠী অনুষ্ঠানের আয়োজন করে ৷ অনুষ্ঠান শেষে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয় ৷ সূত্রের খবর, দিনহাটা 1 ব্লকের এলাকা বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ও দিনহাটা 1 ব্লকের তৃণমূল সভাপতি প্রসন্ন দেবশর্মার মধ্যে বিরোধ রয়েছে ৷ এমনকী দুই গোষ্ঠীর দুটি আলাদা কমিটি রয়েছে ৷ জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে হঠাৎই দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বেধে যায় ৷ একে অপরকে লক্ষ্য করে বোমা, গুলি ছোড়ারও অভিযোগ ওঠে ৷
ঘটনায় 5 জন আহত হয়েছেন ৷ তার মধ্যে 3 জনকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বাকি দুজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও ব্লক সভাপতি প্রসন্ন দেবশর্মা দাবি, বিজেপির মদতে কিছু দুষ্কৃতী এই গন্ডগোল করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।