ETV Bharat / state

tmc inner clash :কোচবিহারে রবীন্দ্রনাথের বিরুদ্ধে গোষ্ঠীবাজি করার অভিযোগ উদয়নপন্থীদের - বিজেপি

বিধানসভা ভোটে তৃণমূলের যে সব নেতা-কর্মীরা বিজেপির হয়ে কাজ করেছেন, তাঁদের নিয়ে বিভিন্ন এলাকায় মিটিং-মিছিল করার অভিযোগ উঠল রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে ৷ রবিবার দিনহাটা সুভাষ ভবনে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছেন দিনহাটা 2নং ব্লকের তৃণমূল সভাপতি বিষ্ণুকুমার সরকার ৷

Inner Clash between TMCs two leader Rabindranath Ghosh and Udayan Guha in Coochbehar
কোচবিহারে রবীন্দ্রনাথের বিরুদ্ধে তৃণমূলের নয়া গোষ্ঠী গঠনের অভিযোগ উদয়নপন্থীদের
author img

By

Published : Jul 25, 2021, 5:18 PM IST

কোচবিহার, 25 জুলাই : কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে উপদলীয় রাজনীতির অভিযোগ আনল দিনহাটা 2নং ব্লক তৃণমূল নেতৃত্ব ৷ অভিযোগ, বিধানসভা নির্বাচনে দিনহাটায় তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে হারাতে যাঁরা বিজেপির হয়ে কাজ করেছিলেন, তাঁদের সঙ্গে নিয়ে নয়া গোষ্ঠী তৈরি করছেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ তাও সম্পূর্ণভাবে শীর্ষ নেতৃত্বের চোখের আড়ালে ৷

বিধানসভা ভোটে তৃণমূলের যে সব নেতা-কর্মীরা বিজেপির হয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথ ঘোষ তাঁদের নিয়ে বিভিন্ন এলাকায় মিটিং-মিছিল করছেন ৷ রবিবার দিনহাটা সুভাষ ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন দিনহাটা 2নং ব্লকের তৃণমূল সভাপতি বিষ্ণুকুমার সরকার ৷ তিনি অভিযোগ করেন, কোচবিহার জেলায় তৃণমূলের আরেকটি সমান্তরাল গোষ্ঠী তৈরি করতে চাইছেন প্রাক্তন জেলা সভাপতি ৷ আর তাঁর এই ধরনের কাজ চলতে থাকলে, পথে নেমে প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছে ব্লক নেতৃত্ব ৷ যদিও এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রবীন্দ্রনাথ ঘোষ ৷

তবে, রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ সত্যি বলেই মনে করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ ৷ তিনি বলেন, ‘‘যাঁরা রবি ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন, তাঁরা নিজেদের মনের কথা বলেছেন ৷’’ পাশাপাশি দিনহাটায় যে ধরনের ঘটনা ঘটে চলেছে, তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ইতিমধ্যে জানানো হয়েছে বলে জানান উদয়ন গুহ ৷ তিনি জানান, দলের প্রতি তাঁর পূর্ণ ভরসা রয়েছে ৷ ভোট মিটে যাওয়ার পরও কোচবিহারে তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ৷

কোচবিহারে রবীন্দ্রনাথের বিরুদ্ধে তৃণমূলের নয়া গোষ্ঠী গঠনের অভিযোগ উদয়নপন্থীদের

আরও পড়ুন : পার্থপ্রতিম রায়ের বাড়িতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

সম্প্রতি কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল ৷ যে ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ যে মন্তব্যের জেরে রবীন্দ্রনাথ ঘোষকে সতর্ক করা হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ৷ এমনকি দলের নির্দেশে পার্থপ্রতিম রায়ের বাড়ি গিয়ে ওই মন্তব্যের জন্য তাঁকে ক্ষমাও চাইতে হয় বলে তৃণমূল সূত্রে খবর ৷ আর এবার রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে উপদলীয় রাজনীতির অভিযোগ আনল তাঁর দলের নেতারাই ৷

কোচবিহার, 25 জুলাই : কোচবিহারের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে উপদলীয় রাজনীতির অভিযোগ আনল দিনহাটা 2নং ব্লক তৃণমূল নেতৃত্ব ৷ অভিযোগ, বিধানসভা নির্বাচনে দিনহাটায় তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে হারাতে যাঁরা বিজেপির হয়ে কাজ করেছিলেন, তাঁদের সঙ্গে নিয়ে নয়া গোষ্ঠী তৈরি করছেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ তাও সম্পূর্ণভাবে শীর্ষ নেতৃত্বের চোখের আড়ালে ৷

বিধানসভা ভোটে তৃণমূলের যে সব নেতা-কর্মীরা বিজেপির হয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথ ঘোষ তাঁদের নিয়ে বিভিন্ন এলাকায় মিটিং-মিছিল করছেন ৷ রবিবার দিনহাটা সুভাষ ভবনে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছেন দিনহাটা 2নং ব্লকের তৃণমূল সভাপতি বিষ্ণুকুমার সরকার ৷ তিনি অভিযোগ করেন, কোচবিহার জেলায় তৃণমূলের আরেকটি সমান্তরাল গোষ্ঠী তৈরি করতে চাইছেন প্রাক্তন জেলা সভাপতি ৷ আর তাঁর এই ধরনের কাজ চলতে থাকলে, পথে নেমে প্রতিবাদ করার হুঁশিয়ারি দিয়েছে ব্লক নেতৃত্ব ৷ যদিও এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রবীন্দ্রনাথ ঘোষ ৷

তবে, রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ সত্যি বলেই মনে করেন দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ ৷ তিনি বলেন, ‘‘যাঁরা রবি ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন, তাঁরা নিজেদের মনের কথা বলেছেন ৷’’ পাশাপাশি দিনহাটায় যে ধরনের ঘটনা ঘটে চলেছে, তা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ইতিমধ্যে জানানো হয়েছে বলে জানান উদয়ন গুহ ৷ তিনি জানান, দলের প্রতি তাঁর পূর্ণ ভরসা রয়েছে ৷ ভোট মিটে যাওয়ার পরও কোচবিহারে তৃণমূলের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে ৷

কোচবিহারে রবীন্দ্রনাথের বিরুদ্ধে তৃণমূলের নয়া গোষ্ঠী গঠনের অভিযোগ উদয়নপন্থীদের

আরও পড়ুন : পার্থপ্রতিম রায়ের বাড়িতে গিয়ে পরিবারের ক্ষোভের মুখে রবীন্দ্রনাথ ঘোষ

সম্প্রতি কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল ৷ যে ঘটনাকে সাজানো বলে মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ ৷ যে মন্তব্যের জেরে রবীন্দ্রনাথ ঘোষকে সতর্ক করা হয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে ৷ এমনকি দলের নির্দেশে পার্থপ্রতিম রায়ের বাড়ি গিয়ে ওই মন্তব্যের জন্য তাঁকে ক্ষমাও চাইতে হয় বলে তৃণমূল সূত্রে খবর ৷ আর এবার রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে উপদলীয় রাজনীতির অভিযোগ আনল তাঁর দলের নেতারাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.