ETV Bharat / state

স্ত্রীর স্মৃতিতে দুঃস্থদের মধ্যে চাল-ডাল বিলি দিনহাটার শিক্ষকের - in wifes memory school teacher distributes rice-pulses among poor people in cooch behar

কিছুদিন আগেই করোনায় স্ত্রীর মৃত্যু হয়েছে ৷ স্ত্রীর শ্রাদ্ধের খরচ বাঁচিয়ে তা থেকে দুঃস্থদের মধ্যে চাল-ডাল বিলি করলেন কোচবিহারের শিক্ষক ৷ সোমবার রেড ভলান্টিয়ার্সের সদস্যদের হাতে ওই খাদ্যসামগ্রী তুলে দেন তিনি ।

চাল-ডাল বিলি কোচবিহারের শিক্ষকের
চাল-ডাল বিলি কোচবিহারের শিক্ষকের
author img

By

Published : Jun 7, 2021, 10:38 PM IST

কোচবিহার, 7 জুন : কিছুদিন আগে করোনা কেড়ে নিয়েছে স্ত্রীকে । তাই স্ত্রীর শ্রাদ্ধের খরচ বাঁচিয়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চাল, ডাল-সহ বিভিন্ন খাদ্যশস্য তুলে দিলেন পেশায় হাইস্কুলের শিক্ষক বিশ্বজিৎ ঘোষ । সোমবার রেড ভলান্টিয়ার্সের সদস্যদের হাতে ওই খাদ্যসামগ্রী তুলে দেন তিনি ।

বছর দুয়েক আগে বিয়ে করেন দিনহাটার বাসিন্দা বিশ্বজিৎ ও স্নেহা । বিশ্বজিৎ স্থানীয় এক হাইস্কুলের শিক্ষক । স্নেহা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন । এই বছর দুয়েক তাঁদের ভালই কাটে । সপ্তাহ দুয়েক আগে কোভিডে আক্রান্ত হন স্নেহা । প্রথমে বাড়িতেই কোয়ারান্টিনে ছিলেন স্নেহা ৷ অবস্থা খারাপ হওয়ায় দিনহাটা কোভিড হাসপাতালে ভর্তি করা হয় । গত 24 মে সেখানেই তাঁর মৃত্যু হয় । শোকের ছায়া নেমে আসে দিনহাটা শহরের 4 নম্বর ওয়ার্ডে ।

সোমবার ছিল স্নেহার শ্রাদ্ধবাসর । এদিন সেই শ্রাদ্ধের খরচ বাঁচিয়ে 20 বস্তা চাল, 70 কেজি ডাল, 50 কেজি সয়াবিন, 50 কেজি আলু, 30 লিটার তেল ও 60 পেটি ডিম কেনেন বিশ্বজিৎ । কোভিড পরিস্থিতিতে দুঃস্থদের পাশে দাঁড়াতে তিনি রেড ভলান্টিয়ার্সের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন ৷ আগামীতে দিনহাটা রেড ভলান্টিয়ার্সের সদস্যরা স্থানীয় দুঃস্থ পরিবারগুলির হাতে সেইসব সামগ্রী তুলে দেবে ।

বিশ্বজিৎ বলেন, "করোনা পরিস্থিতিতে বহু মানুষ আজ নিঃস্ব । তাই তাঁদের জন্য কিছু খাদ্যসামগ্রী তুলে দিলাম রেড ভলান্টিয়ার্সের হাতে ।" রেড ভলেন্টিয়ার্সের পক্ষে শুভ্রালোক দাস বলেন, "স্নেহা আমার সহপাঠী ছিল । ওর মৃত্যুতে আমরা সবাই শোকাহত । আজ ওর স্বামী আমাদের হাতে চাল, ডাল তুলে দিয়েছেন । সেগুলো নিঃস্ব পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে ।"

আরও পড়ুন : Covid Vaccine : করোনা টিকার রেজিস্ট্রেশন নিয়ে সমস্যায় পড়েছেন গ্রামীণ মালদার মানুষ

কোচবিহার, 7 জুন : কিছুদিন আগে করোনা কেড়ে নিয়েছে স্ত্রীকে । তাই স্ত্রীর শ্রাদ্ধের খরচ বাঁচিয়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে চাল, ডাল-সহ বিভিন্ন খাদ্যশস্য তুলে দিলেন পেশায় হাইস্কুলের শিক্ষক বিশ্বজিৎ ঘোষ । সোমবার রেড ভলান্টিয়ার্সের সদস্যদের হাতে ওই খাদ্যসামগ্রী তুলে দেন তিনি ।

বছর দুয়েক আগে বিয়ে করেন দিনহাটার বাসিন্দা বিশ্বজিৎ ও স্নেহা । বিশ্বজিৎ স্থানীয় এক হাইস্কুলের শিক্ষক । স্নেহা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন । এই বছর দুয়েক তাঁদের ভালই কাটে । সপ্তাহ দুয়েক আগে কোভিডে আক্রান্ত হন স্নেহা । প্রথমে বাড়িতেই কোয়ারান্টিনে ছিলেন স্নেহা ৷ অবস্থা খারাপ হওয়ায় দিনহাটা কোভিড হাসপাতালে ভর্তি করা হয় । গত 24 মে সেখানেই তাঁর মৃত্যু হয় । শোকের ছায়া নেমে আসে দিনহাটা শহরের 4 নম্বর ওয়ার্ডে ।

সোমবার ছিল স্নেহার শ্রাদ্ধবাসর । এদিন সেই শ্রাদ্ধের খরচ বাঁচিয়ে 20 বস্তা চাল, 70 কেজি ডাল, 50 কেজি সয়াবিন, 50 কেজি আলু, 30 লিটার তেল ও 60 পেটি ডিম কেনেন বিশ্বজিৎ । কোভিড পরিস্থিতিতে দুঃস্থদের পাশে দাঁড়াতে তিনি রেড ভলান্টিয়ার্সের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন ৷ আগামীতে দিনহাটা রেড ভলান্টিয়ার্সের সদস্যরা স্থানীয় দুঃস্থ পরিবারগুলির হাতে সেইসব সামগ্রী তুলে দেবে ।

বিশ্বজিৎ বলেন, "করোনা পরিস্থিতিতে বহু মানুষ আজ নিঃস্ব । তাই তাঁদের জন্য কিছু খাদ্যসামগ্রী তুলে দিলাম রেড ভলান্টিয়ার্সের হাতে ।" রেড ভলেন্টিয়ার্সের পক্ষে শুভ্রালোক দাস বলেন, "স্নেহা আমার সহপাঠী ছিল । ওর মৃত্যুতে আমরা সবাই শোকাহত । আজ ওর স্বামী আমাদের হাতে চাল, ডাল তুলে দিয়েছেন । সেগুলো নিঃস্ব পরিবারগুলির হাতে তুলে দেওয়া হবে ।"

আরও পড়ুন : Covid Vaccine : করোনা টিকার রেজিস্ট্রেশন নিয়ে সমস্যায় পড়েছেন গ্রামীণ মালদার মানুষ

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.