ETV Bharat / state

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ায় আত্মঘাতী, দাবি পরিবারের - মমতা বন্দ্যোপাধ্যায়

মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ার খবর শুনেই আত্মঘাতী এক ছাত্রী ৷ এমনটাই জানিয়েছে মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটায় ৷ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানান ৷

in-coochbehar-student-committed-suicide-after-cancellation-of-secondary-examination
ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ায় আত্মঘাতী দাবি পরিবারের
author img

By

Published : Jun 8, 2021, 4:29 PM IST

দিনহাটা, 8 জুন : মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের দিনহাটায় । মৃত ছাত্রীর নাম বর্ণালী বর্মন । পরিবারের দাবি মাধ্যমিক পরীক্ষা হবে না জানতে পেরেই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে । যদিও পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, দিনহাটার গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বর্ণালী বরাবরই পড়াশোনায় ভাল । তার বাড়ি দিনহাটা শহর সংলগ্ন আমবাড়ি এলাকায় । এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিল সে ৷ কিন্তু, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না । এর পরই ওই ছাত্রী মনমরা হয়ে পড়েছিল । তার পরেই রাতে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ।

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ায় আত্মঘাতী দাবি পরিবারের

আরও পড়ুন : পরীক্ষা বাতিলে বিরূপ প্রভাব ? পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত বিশেষজ্ঞরা

মৃত ছাত্রীর কাকা প্রসেনজিৎ বর্মন বলেন, ‘‘মাধ্যমিকে ওর ভাল ফল হবে বলে আশা করেছিল । কিন্তু পরীক্ষা হবে না জানতে পেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ এর পর রাতে ওর ঝুলন্ত দেহ দেখতে পাই ৷’’ দিনহাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

দিনহাটা, 8 জুন : মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের দিনহাটায় । মৃত ছাত্রীর নাম বর্ণালী বর্মন । পরিবারের দাবি মাধ্যমিক পরীক্ষা হবে না জানতে পেরেই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে । যদিও পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, দিনহাটার গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বর্ণালী বরাবরই পড়াশোনায় ভাল । তার বাড়ি দিনহাটা শহর সংলগ্ন আমবাড়ি এলাকায় । এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিল সে ৷ কিন্তু, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না । এর পরই ওই ছাত্রী মনমরা হয়ে পড়েছিল । তার পরেই রাতে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ।

ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়ায় আত্মঘাতী দাবি পরিবারের

আরও পড়ুন : পরীক্ষা বাতিলে বিরূপ প্রভাব ? পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত বিশেষজ্ঞরা

মৃত ছাত্রীর কাকা প্রসেনজিৎ বর্মন বলেন, ‘‘মাধ্যমিকে ওর ভাল ফল হবে বলে আশা করেছিল । কিন্তু পরীক্ষা হবে না জানতে পেরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় ৷ এর পর রাতে ওর ঝুলন্ত দেহ দেখতে পাই ৷’’ দিনহাটা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.