কোচবিহার, 2 অগাস্ট : কোরোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোচবিহার জেলায় বেশকিছুদিন ধরেই চলছে লকডাউন ৷ অথচ সেই লকডাউনকে উপেক্ষা করে তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতীম রায়ের বাড়ির সামনে কয়েকহাজার লোকের ভিড় । এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে ।
কেন তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছে BJP। গত সপ্তাহে কোচবিহার জেলা তৃণমূলে রদবদল করা হয় । অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে প্রাক্তন সাংসদ পার্থপ্রতীম রায়কে দায়িত্ব দেয় দল ৷
রবিবার ছিল কোচবিহারে সম্পূর্ণ লকডাউন । এরইমধ্যেই দুপুরে নতুন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়ের বাড়ির সামনে অন্তত হাজার দুয়েক দলীয় কর্মী সমর্থক হাজির হন । এই জমায়েত নিয়ে প্রশ্ন তুলেছে BJP ৷ কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, ‘‘জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ।’’ যদিও জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতীম রায় বলেন, ‘‘সভাপতি হওয়ার পর থেকেই প্রতিদিন দু-একজন করে কর্মী এসে শুভেচ্ছা জানাচ্ছেন । এদিনও কিছু কর্মী সমর্থক এসেছিল । ওদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ।’’