কোচবিহার, 19 ফেব্রুয়ারি : উত্তপ্ত দিনহাটা ৷ গুলিবিদ্ধ হলেন তৃণমূল প্রার্থীর স্বামী ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে ৷ আহত ব্যক্তির নাম তাপস দাস ৷ দিনহাটা পৌরসভার নির্বাচনে (Dinhata Municipality Election) 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিঠু দাসের স্বামী তিনি ৷ কাউন্সিলর হিসেবে এখনও শপথ না নিলেও ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন মিঠু দাস ৷
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এদিন দুপুর 1টা নাগাদ এক বিজেপি নেতার বাড়ি থেকে তাপস দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সেখান থেকে কোচবিহার মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় ৷
আরও পড়ুন : নির্বাচনে প্রার্থী না-হয়েও আসানসোলের মেয়র বিধান, জন্মদিনের সেরা উপহার
গোটা ঘটনায় অভিযোগের তীর বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে ৷ তৃণমূল নেতা উদয়ন গুহের অভিযোগ, সমাজবিরোধীদের সঙ্গে নিয়ে এলাকায় ঢুকেছে ওই বিজেপি নেতা ৷ নিজের বাড়িতেই ওই দুষ্কৃতীদের আশ্রয় দিয়েছেন তিনি ৷ এই খবর জানতে পেরে আজ, শনিবার যখন এলাকার মানুষ ও তৃণমূল কর্মীরা অজয় রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেসময় অজয় রায়ের বাড়ি থেকে গুলি চালানো হয় ৷